GeeXboX- একটি জটিল ফ্রি হোমথিয়েটার !!

যাঁরা কম্পিউটারকে প্রধানত গান শোনা ও সিনেমা দেখার কাজে ব্যবহার করেন, তাদের জন্য সুখবর। কেন আর আপনি পাইরেটেড সফটওয়ার (Pirated Software) ব্যবহার করবেন। বরং সম্পূর্ণ হোম থিয়েটার (Home Theatre) ব্যবহার করুন একেবারে বিনে পয়সায়। লিনাক্স (Linux) এর উপর ভিত্তি করে তৈরি করা GeeXboX এমনই একটি ডিস্ট্রিবিউশন (Distribution), যা আপনার কম্পিউটারটিকে নিমেষে হোম থিয়েটার কিংবা মিডিয়া সেন্টারে (Media Centre) পরিবর্তিত করবে। আর এর জন্য কোন রকম ইনস্টলেশনের (Install) প্রয়োজনও পড়বে না। মাত্র ১৮ মেগাবাইট আকারের এই সফটওয়ারটি চালানোর জন্য আপনার কম্পিউটারে হার্ডডিস্ক (Harddisk) থাকারও দরকার নেই। কম্পিউটারের RAM এ এই GeeXboX নিজেকে লোড করে নেয়। আর চালাতে পারে প্রায় সবরকমের মিডিয়া ফাইল (Media File) । লাইভ সিডিভিত্তিক (Live CD) এই পোর্টেবল (Portable) লিনাক্স হোমথিয়েটার আপনাকে অপারেটিং সিস্টেমের (Operating System) একটি অন্যরকমের অনুভূতি দেবে একথা নিশ্চিত করে বলতে পারি।

GeeXboX বুট হচ্ছে

কি ধরণের সিস্টেম প্রয়োজন?

  • সব ধরণের কম্পিউটার যেমন x86 অর্থাৎ আমরা যেরকম কম্পিউটার ব্যবহার করি এর সবকটিতে তো চলবেই। এছাড়াও ম্যাকিন্টোশ কম্পিউটারেও এটা চলবে খুব সহজে।
  • প্রায় সব ধরণের কোডেক ডিফল্টভাবে ইনস্টল করা আছে। অতএব আপনাকে কোনপ্রকার ড্রাইভার নিয়ে অযথা দুঃশ্চিন্তিত হতে হবে না।
  • সব ধরণের অডিও/ ভিডিও ফাইল (Audio / Video), ইমেজ (Image) ফাইল চালানো এর জন্যে কোন ব্যপার নয়। CD, DVD, HDD থেকে মিডিয়া ফাইল চালাতে তো পারেই। LAN অথবা Internet থেকেও ফাইল চালাতে কোন সমস্যা করে না।
GeeXboX এর মেনু

সিস্টেম রিকোয়ারমেন্ট

  • নির্দিষ্টভাবে কোন রিকোয়ারমেন্ট (Requirement) নেই। যে কোন পিসিতেই এটা চলবে। তবে অন্ততঃ একটি CD/ DVD Drive যে থাকতেই হবে সে কথা বলা বাহুল্য।
  • প্রায় সব ধরণের Video, Sound, Etehernet, Wifi ও TV কার্ড GeeXboX সাপোর্ট করে। তবে কিছু কিছু হার্ডওয়ার (Hardware) আছে যেগুলো শুধুমাত্র Windows এর জন্যই তৈরি করা। এইসব Hardware এর কোন লিনাক্স সাপোর্ট (Linux Support) নেই। তাই এইসব হার্ডওয়ার GeeXboX চিনতে পারেনা। এই ধরণের হার্ডওয়ারের একটি লিস্ট রয়েছে এখানে

আরও কিছু তথ্য

  • বুট (Boot) করার সময়ই আপনি ইচ্ছে করলে কম্পিউটারের হার্ডডিস্কে GeeXboX কে ইনস্টল করতে পারেন। সে সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন এখানে
  • আপনার আমার পরিচিত সব ধরণের ফাইল সিস্টেম (File System) চিনতে GeeXboX এর কোন অসুবিধা হয় না। তারপরও কিছু বিশেষ রকমের ফাইল সিস্টেম রয়েছে যা GeeXboX সাপোর্ট করে না। এর তালিকাটি দেখে নিতে পারেন এখান থেকে।
  • কি কি প্যাকেজ (Package) দিয়ে এই অসাধারণ লিনাক্স ডিস্ট্রোটি তৈরি করা হয়েছে তার তালিকা এই পৃষ্ঠাটি থেকে দেখে নিতে পারেন।
  • GeeXboX ডেভেলপার বেনম্যাট (ফ্রেঞ্চ ভাষা) এর ব্লগদুটি এক ফাঁকে পড়ে নিতে পারেন।

তাহলে আর দেরী নয়। এক্ষুনি ডাউনলোড (Download) করে ফেলুন এই খুব কাজের ও প্রয়োজনীয় হোম থিয়েটারটি। একটি মিনিডিস্কে বার্ণ করে ফেলুন। আর বন্ধুদেরকে উপহার দিন।

ISO ফাইলটি ডাউনলোড করুন এই পাতা থেকে। ফাইল সাইজ মাত্র ১৮ মেগাবাইট।

http://www.amaderbook.tk

Level 0

আমি The Search। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 445 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Boss, eita ki xp te support korbe?

xp support na korle to lav nai…………. amrato windows use kori …………….

সব ধরণের কম্পিউটার যেমন x86 অর্থাৎ আমরা যেরকম কম্পিউটার ব্যবহার করি এর সবকটিতে তো চলবেই। এছাড়াও ম্যাকিন্টোশ কম্পিউটারেও এটা চলবে খুব সহজে ………..???? atka ki??