টেকটিউনসে যা চাই (সহমতের আওয়াজও চাই)

টেকটিউনস কোন সন্দেহ ছাড়া বাংলা ভাষায় প্রযুক্তি সম্পর্কিত সেরা ব্লগ। টেকটিউনস কেন সেরা তা ইতোমধ্যেই এখানে বলেছি। আজ (১৫ আগস্ট রাত ৮টা) পর্যন্ত টেকটিউনসের ৩৯৬ টি পাতায় গড়ে ১৮ টি টিউন হিসাবে প্রায় ৭১২৮ টি টিউন থাকার কথা (আরও বেশী হতে পারে)।

একদল মেধাবী তরুণদের মিলনমেলা এই টেকটিউনসের অধিকাংশ টিউন অত্যন্ত উঁচু মানসম্পন্ন। নতুন-পুরাতন, অভিজ্ঞ-অনভিজ্ঞ সকল প্রকারের কম্পিউটার ব্যবহারকারীর জন্য টেকটিউনসের সমকক্ষ কোন সাইটের কথা আমার অন্ততঃ জানা নেই। আকর্ষণীয় গ্র্যাফিক্যাল ইন্টারফেস, নির্দিষ্ট বিভাগে সাজানো টিউন, সাহায্যের জন্য নির্দিষ্ট এলাকা, সদ্য যোগ করা ধাপে ধাপে টিউটোরিয়াল, জরিপ, মন্তব্য, প্রিয় টিউন, নির্বাচিত ও স্টিকি টিউন, আর এস এস ইত্যাদি ফিচারে সমৃদ্ধ টেকটিউনস একবার কারও নজরে পড়লে সেখান থেকে তার মুক্তি নেই। এক কথায় টেকটিউনস রকস।

টেকটিউনসের একজন অনুরাগী ও শুভাকাঙ্ক্ষী হিসেবে তাই কিছু দাবী-দাওয়া পেশ করাই যায়। কি বলেন আপনারা?

আমার (সাথে হয়তো অনেকেরই) দাবীগুলো হলঃ

- আমাদের অনেকেরই ইন্টারনেট কানেকশন ধীর গতির। মাঝে মাঝে টেকটিউনস লোড হতে সময় নেয় অনেক। এটাকে কি একটু ফাস্ট করা যায় না?

- নতুন নতুন টিউনের কারণে টেকটিউনসের হোমপেজের টিউনগুলো সদা পরিবর্তনশীল। এক-দুদিন টেকটিউনসে না এলে, অনেক টিউনই হারিয়ে যায় – আর পড়া হয়ে উঠে না। টেকটিউনস কর্তৃপক্ষ কি তাঁদের বিচারে ভাল টিউনগুলোকে নিয়ে বিভাগ অনুযায়ী ই-বুক সংকলন করতে পারেননা?

- হোমপেজে ২০/৫০/১০০ টি টিউন একসাথে দেখতে পারার একটা অপশন যুক্ত করা যায় না?

- খসড়া পোস্টগুলো মুছে ফেলতে পারছিনা অনেক চেষ্টা করেও। কিছু কি করা যায়না?

- বলতে খারাপ লাগছে, কিন্তু তারপরও বলছি, মাঝে মাঝে কিছু মন্তব্য বেশ আপত্তিকর হয়ে থাকে। মডারেটরদের দৃষ্টির আড়ালে থাকা এসব মন্তব্য ভাল একটা টিউনের সার্বিক মানকে হেয় করে। তাই, মন্তব্যকে ‘রিপোর্ট’ করবার একটা ব্যবস্থা থাকলে তা সহজেই মডারেটরদের দৃষ্টিতে পড়বে। এব্যাপারে কি কোন অগ্রগতি আমরা আশা করতে পারি?

-  কিছু ‘ইমোটিকনস’ কি যোগ করা যায় না। অনেক সময় একটা ইমোটিকন লেখার চেয়ে বেশি ভাব প্রকাশ করতে পারে।

- জানিনা, সবাই ব্যাপারটাকে কিভাবে নেবেন, কিন্তু টেকটিউনসের নিরবিচ্ছিন্ন অগ্রযাত্রার জন্য একটা ‘ডোনেশন’ এর অপশন রাখা যেতে পারে। মডারেটররা আশা করি এটি অন্যভাবে নেবেন না।

- টেকটিউনসের পেছনে যারা অবদান রেখে যাচ্ছেন, তাঁদের ছবি ও পরিচিতিমুলক একটা পেজ কি রাখা যায় না।

উপরের কথাগুলো সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। তাই এডিটর/মডারেটররা এগুলো আমলে নেবেন কিনা তাও সম্পূর্ণ তাঁদের এখতিয়ার।

অন্যান্যদের পাশাপাশি টেকটিউনস কর্তৃপক্ষের কাছ থেকে কিছু মন্তব্যের আশায় রইলাম।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1054 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছু কিছু জিনিস আগে থেকেই উথ্থাপিত এবং সেগুলোর কাজ চলছে এবং নতুন কিছু জানানোর জন্যে ধন্যবাদ !!

    ধন্যবাদ মাস্টার-টিউনার ‘দুঃসাহসী টিনটিন’ ভাই।

    আচ্ছা একটা প্রশ্ন করি।

    আপনার এই মন্তব্যটা দেখার জন্য “Error establishing a database connection” মেসেজটায় অন্ততঃ ১০ বার রিফ্রেশ কমান্ড দিতে হল। এটার কি কোন প্রতিকার আছে?

    আমার মন্তব্যটা মনে হয় টিটি সার্ভার লাইক করে নাই 🙁

    কিন্তু ইদানীং এটা প্রায়ই হচ্ছে। সিরিয়াসলি, এর কি কোন সমাধান আছে?

    “হোমপেজে ২০/৫০/১০০ টি টিউন একসাথে দেখতে পারার একটা অপশন যুক্ত করা যায় না?” এ অপশন টা হলে অনেক ভালো হয়। একদিন দুদিন TT তে না আসতে পারলে সব গুলো এক সাথে পাওয়া যায়।
    টেকটিউনসের পেছনে যারা অবদান রেখে যাচ্ছেন, তাঁদের ছবি ও পরিচিতিমুলক একটা পেজ কি রাখা হলে ও ভালো হয়।
    ধন্যবাদ অদৃশ্য ভাইকে।

    পুরা টিটিই প্রথম পেজে দিয়ে দেয়া হোক … কি বলেন?

    দুঃসাহসী টিনটিন ভাই এখানে কিন্তু পুরু টি.টি দেওয়ার কথা বলা হয়নি…………
    বলা হয়েছে – হোমপেজে ২০/৫০/১০০ টি টিউন একসাথে দেখতে পারার একটা অপশন যুক্ত করা যায় না?

    টিনটিন ভাই আপনি দেখতে এক্কেবারে হিরোইনদের মতো।

    রাফসান @ দুঃসাহসী নাম কি এম্নে হইছে ? মাঝে মাঝে ইচ্ছে করে নামের আগে এই জাতীয় কিছু লাগাই ।

    @স্বাধীন আমি পাইসি আপনার নামে আগে লাগান ভীতু স্বাধীন

ধন্যবাদ আপনাকে,আপনার সাথে আমিও সহমত…………………

    আপনাকেও ধন্যবাদ একমত পোষণ করার জন্য।

আমি এ ব্লগে নতুন, তবুও বলি
গত ২৪ ঘন্টায় ৩০-৩৫
“Error establishing a database connection” মেসেজটা দেখেছি।
তাই আমিও আপনার সাথে আমিও সহমত

    মন্তব্যের জন্য ধন্যবাদ।
    এই বিরক্তিকর মেসেজটা দূর হলে বাঁচি।

যাদের স্লোগানই হচ্ছে “মেতে উঠুন প্রযুক্তির সুরে” তাদের প্রযুক্তিগত এই সমস্যাগুলো টিউনার/পাঠকদের বড় কষ্ট দেয়।সাহায্য/জিজ্ঞাসা বিভাগের টিউন গুলো একটা নিদৃষ্ট সময়ের পর মুছে ফেলার অনুরোধ করেছিলাম কিন্তু কতৃপক্ষ বাংলাদেশ সরকারের মতই নির্লিপ্ত।সাহায্য বিভাগ কি করে টিউনারের টিউনের সঙ্গে যোগ হয় বুঝতে পারিনা আজও।সবিনয় নিবেদন করছি পুনরায় ব্যপারটা ভেবে দেখার।
“অদৃশ্য সাহেবের সাথে সহমত পোষন করছি” সাথে টেকটিউনের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি।

    ধন্যবাদ প্রবাসী ভাই – দেখা যাক কর্তৃপক্ষ কি এ্যাকশন নেয়।

এই টিউনের দাবিগুলোর সাথে একমত পোশন করছি।

    একমত পোষণ করার জন্য ধন্যবাদ। এখন অপেক্ষার পালা।

আজকে কিছু বলব না । বলেও লাভ নাই । একটাও বাস্তবায়ন হইব না। আর হইলেও অনেক দেরিতে । সরকারের আমলা-তান্ত্রিক জটিলতা হইলেও কোন কাজ করতে এত দেরি হয় না।

    থাক দেরিতে হইলেও ভাল। এডমিন প্যানেলের ও তো কাজ থাকতে পারে । অদৃশ্য ভাইএর সাথে সহমত জানাচ্ছি । যত তাড়াতাড়ি অথবা প্রয়োজন্মত সময়ে ভেবে চিন্তা করে ব্যবস্থা নেন।
    তাছাড়া প্রচলিত একটা কথা আছে, “মডু ঘুমায় !” যাই হোক আমার ভুলটা সেই দিন ভেঙ্গেছিল ২ দিন আগে আমি যখন কমেন্টে এডিট করে কারসাজি করা বিষয়ে টিউন করেছিলাম। টিউন করার ৫ মিনিটের মধ্যে টিনটিন ভাই এর কমেন্ট ! দেখে ভালই লেগেছিল। টেকটিউন্সের ক্ষেত্রে বলা যায় , “মডু ২৪/৭ অনলাইনে ! “

    আশাহত হবার চেয়ে একটু অপেক্ষা করে দেখিই না কি হয়। ধন্যবাদ স্বাধীন ভাই।

আমিও অদৃশ্য ভাইয়ের সাথে সহমত। তাছাড়া Error establishing a database connection ম্যাসেজটি যাতে আর দেখতে না হয়। তার ব্যবস্থা নেয়া অতি প্রয়োজন। তাছাড়া প্রবাসী ভাইয়ের কথাও ঠিক কিভাবে সাহায্য চাই বিভাগে কোন সাহায্য চাইলে তা পোষ্টে জমা হয় কেন। এটার দিকেও লক্ষ্য রাখতে হবে। তারপরও আরও কিছু পরামর্শ আছে।
১। এখানে অলাইন আয় বিষয়ক একটি বিভাগ থাকা আমার মনে হয় প্রয়োজন। কারন যেভাবে অনলাইন আয় নিয়ে টিউন হচ্ছে তাতে মনে হচ্ছে সবাই ঘরে বসে আয় করতে পারে। আর অবশ্যই অনলাইন আয় বিভাগে যে সকল টিউন হবে তা অবশ্যই যথাযথ সঠিক হতে হবে।এবং তার প্রমান থাকতে হবে।অনলাইন আয় নিয়ে যে টিউনার সঠিক তথ্য দিতে পারবে তার টিউনটি রাখা হবে। শুধু শুধু টিউন বাড়ানোর জন্য টিউন করলেই হলো না।
২। টেকটিউনের হোমপেজের নিচে টেকটিউন নীতিমালা, যোগাযোগ, অধিকার, সাপোর্ট,ল্যাব এর পাশাপাশি টিউন করার নিতীমালাও দিলে নতুন টিউনারদের টিউন করতে খুবই সহজ হয় কিভাবে টিউন করতে হয়।

    দু:খিত টিউন করার নীতিমালা না নিয়মাবলী তাড়াহুড়া করে লিখতে গিয়ে ভুল হয়ে গেছে।

    আপনার দুটি সাজেশনও গুরুত্বপূর্ণ। ধন্যবাদ রকিবুল ভাই।

Level 0

ধন্যবাদ অদৃশ্য ভাইকে, আপনার সাথে সহমত । সময়ের সাথে আরো ডিজিটাল হওয়া উচিত ।

    একদম ঠিক কথা। ধন্যবাদ কমল ভাই।

imot দিতে চাইলে ইয়াহু টে যেভাবে দেন সেভাবেই দিয়ে দেখেন কাজ হবে

সহমত আপনার দাবী গুলোর সাথে

    সহমত হবার জন্য ধন্যবাদ। ইমটিকন মুখস্থ করতে পারিনি এখনও, তাই দাবীটা করেছিলাম।

Level 0

আসলে অনেক দিন থেকে অনেক দাবি উথ্থাপন হয়ে আসছে……………….

কমেন্টে যদি আমার মত ভুল হয় তাহলে বার বার কমেন্ট না করে কমেন্ট এডিট করার অপশনটি দিয়ে দিলেও আমার মনে হয় খুবই ভালো হবে।

    ২ দিন আগে একজন নতুন টিউনার একটি রাজনৈতিক টিউন করেছিলেন। তখন অন্য একজন ভিজিটর(+ টপটিউনার) কমেন্ট করেছিলেন, ” এটা কি রাজনৈতিক ব্লগ নাকি ? ………… ” । এবার নতুন টিউনার সেই কমেন্টকে এডিট করে লিখেছেন , ” টিউন ভাল হয়েছে ” । তারপর সে কমেন্ট close করে দিয়েছে যেন আমরা কেও কমেন্ট না করতে পারি !

    চিন্তা করেন, এখন আপনি যদি এই টিউনের কমেন্টটি দেখেন আপনার কেমন লাগবে? আপনার কি অবাক লাগবে না, এই ধরনের একটি টেকটিউন্স বহির্ভূত টিউনে কিভাবে একজন টপটিউনার কিভাবে লেখল , ” টিউন ভাল হয়েছে !!! ”

    চিন্তা করেন কি ভয়াভহ অবস্থা !

    তাই টিউনারকে আমার কমেন্ট এডিট করার অধিকার দেয়া উচিত নয়।

    Md Rakibul Hassan ও স্বাধীন, আপনাদের দু’জনের সাথেই একমত। কমেন্ট এডিট করার সুযোগ কমেন্টরের থাকা উচিত, কোনভাবেই টিউনারের নয়।

    ঠিক তাই।

দাবি গুলোর সাথে আমিও সহমত।

সহমত

Level 0

একমত।

আপনার সাথে সহমত আমি । কোন সন্দেহ নেই।

    ধন্যবাদ আরিফ ভাই। এখন আমাদের সন্দেহ কর্তৃপক্ষ দূর করলেই হয়।

Level 0

Agree.

আপনার অনেক দাবীই কাজের। আমি নিজে টিউনকরে এবং আরও অনেকে এর আগে বিভিন্ন দাবী উপস্থাপন করেছেন। সেদিক দিয়ে আপনার ৪টা দাবী নতুন। সেগুলোর কয়েকটির বিষয়ে একমত হতে পারলাম কয়েকটির বিষয়ে পারলাম না। আপনার ২ নম্বর ও ৩ নম্বর দাবীর সাথে একমত হতে পারলাম না। বাকী সবগুলোর সাথে মোটামোটি একমত।
– নতুন নতুন টিউনের কারণে টেকটিউনসের হোমপেজের টিউনগুলো সদা পরিবর্তনশীল। এক-দুদিন টেকটিউনসে না এলে, অনেক টিউনই হারিয়ে যায় – আর পড়া হয়ে উঠে না। টেকটিউনস কর্তৃপক্ষ কি তাঁদের বিচারে ভাল টিউনগুলোকে নিয়ে বিভাগ অনুযায়ী ই-বুক সংকলন করতে পারেননা?
ইবুক সংকলন বলতে কি আপনি অনেকগুলো টিউন একসাথে pdf এ যুক্ত করা বুঝাতে চান? সেটাতো যে কেউ করতে পারে। প্রয়োজনে আপনি নিজেই ইবুক তৈরী করে টিউনের মাদ্ধমে শেয়ার করতে পারেন। এজন্য কর্তৃপক্ষকে বলার কি আছে। তাছাড়া এটা এমন কিছু জরুরি নয়।

– হোমপেজে ২০/৫০/১০০ টি টিউন একসাথে দেখতে পারার একটা অপশন যুক্ত করা যায় না?
এটার কোন প্রয়োজনই বোধ করি না। কারন টিউনসমূহের একদম নিচে পাতার নাম্বারে ক্লিক করে পরবর্তী পৃষ্টায় যাওয়া যায়। এখানে হারিয়ে যাওয়ার কিছু নেই(এটা ডিজুস নয়)। তাছাড়া আপনিই বলেছেন নেট কানেকশন স্লো। এই অবস্থায় সেই অপশন কতটুকু কাজে লাগাতে পারবেন। এটাতো এত সহজ একটা ব্যাপার নয়। ডেভেলপারদের এর জন্য অনেক কষ্ট করতে হবে। তার পরে দেখা যাবে কারও কাজে লাগছে না। তাছাড়া এতে সময় নষ্ট না করে অন্যান্য দাবীগুলোর দিকে তাকানোই ভাল।

    ধন্যবাদ আদনান ভাই।

    আমি যা বলতে চাচ্ছিলাম…পুরনো টিউনগুলো – যা গত হয়ে গেছে, সেখান থেকে বেছে বেছে খুব ভাল টিউন বের করা বেশ কষ্ট – কর্তৃপক্ষ যদি সেরা টিউনের একটা pdf সংকলন বের করে তাহলে ভাল হয়।

    আর সাইট নেভিগেশনের টুলস যা আছে তা ভাল, তবে ডিফল্ট ভিউ এর পাশাপাশি একসাথে আরও বেশ কিছু টিউন দেখতে পারাও অনেকের জন্য সুবিধার হবে বলে মনে করছি।

    আবারও ধন্যবাদ আপনাকে।

এই বিরক্তি কর মেসেজটা কি খাইয়া ফেলা যায়না???

    খেয়ে ফেলায় অসুবিধা হতে পারে – তার চেয়ে মেরে ফেলাই ভাল।

আপনার সাথে পুরোপুরি একমত ।

    ধন্যবাদ দেলোয়ার ভাই। এত মানুষ একমত হল – কিছু একটা তো আশা করতেই পারি কর্তৃপক্ষের কাছ থেকে।

ইন্টারনেটের কোন ওয়েব সাইটে ঢুকার সময় পাইনা অফিসিয়াল ছাড়া, কোন কারনে টেকনিক্যাল জাতীয় কোন একটা শব্দ দিয়ে গুগল-এ সার্চ দিয়ে এই টেকটউনস্ পেলাম। পরেতো নেশার পর একটার পর একটা বিষয় দেখতে দেখতে ঘুম-খাওয়া সব শেষ। প্রতিটা টিউন দেখি আবার প্রথম পাতায় যাই এরপর আবার দেখি আবার প্রথম পাতায় যাই। স্লো ইন্টারনেটে কি যে কস্ট লাগছে আমিই জানি কিন্তু আরও আরও টপিকস্ দেখতে মন চায়।
*** এখন আমার কথা হলো নেক্সট(Next) এবং ব্যাক (Back) নামে কোন কী থাকলে কতো ভালো হতো একটার পর একটা টিউন দেখতে পারতাম, বারবার প্রথম পাতায় যেতে হতো না।
*** তাছাড়া বিষয় ভিত্তিক টিউনগুলো পাতার নম্বর দিয়ে ওই পেজ-এ যেতে হয় তারপর দেখা লাগে। পরের টিউনটা দেখতে চাইলে আবার কিভাবে সহজ হয় বুঝতে পারি নাই। আমাকে বারবার প্রথম পাতা তে যেতে হয়েছে।
*** একবার কমেন্ট করতে গেলে মাউসে ক্লিক পরে কমেন্ট সাবমিট হয়ে গেল। পরে সেটা আবার পাঠানো লাগছে কমেন্ট সম্পূর্ণ করার জন্য। যার যার কমেন্ট শুধু সেই যদি এডিট করতে পারে ভালো হয়। তবে হ্যাঁ, কমেন্ট এডিট করার একটা নির্দিষ্ট সময় থাকতে হবে যার পরে আর এডিট করা যাবেনা। কারন টিউনারকে গালি/নিরুৎসাহিত করবে আর সেই কমেন্টারকে সবাই চিনে রাখবে না তা হওয়া উচিত না।
ভাই বুঝি কম তাই হয়ত সহজ কথাটা বলতে বেশি কথা বলে ফেলেছি।

    না ভাই কোনভাবেই আপনি কম বোঝেন না – সাইট নেভিগেশন নিয়ে আপনার সাজেশন ১০০% যৌক্তিক। খুব ভাল একটা সাজেশন।
    টেকটিউনস যখন আপনাকে পেয়েই বসেছে, এবার তাহলে রেজিষ্টার্ড সদস্য হয়ে যান আর ভাল ভাল টিউন করে আমাদের আশা পূরণ করুন।
    ধন্যবাদ মাসরুর ভাই।

সম্পূর্ণ ভাবে একমত।

    ধন্যবাদ পাভেল ভাই – দেখা যাক কর্তৃপক্ষের মন গলে কিনা।

এর আগেও কিছু কিছু দাবি আমি করেছিলাম বিভিন্ন কমেন্ট করে আজ আবারো করছি জানিনা কর্তৃপক্ষের নজরে আসে কিনা,
*কমেন্ট এডিট করার ক্ষেত্রে টিউনারকে ক্ষমতা না দিয়ে কমেন্ট কারিকে দেয়া হোক এতে কমেন্ট যিনি করেন তিনি যদি কোন ভুল করে থাকেন তাহলে ঠিক করে নিতে পারবেন তবে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কমেন্ট এডিট করতে হবে,আর টিউনার ইচ্ছা করলে কারো কমেন্ট ডিলেট করে দিতে পারব এইটা ঠিক আছে কারন অনেকে আজে বাজে কমেন্ট করে সেই গুলা ডিলেট হওয়াই উচিত।
*ইমেইল আইডি পরিবর্তন করা যায়না এতে অনেক অসুবিধা হয় কারন অনেকে নিরাপত্তার কারনে ইমেইল পরিবর্তন করতে হয় কিন্তু টেকটিউন্সে কোন প্রকারেই ইমেইল আইডি পরিবর্তন করা যায়না তাই বলব এই সুবিধাটা দেয়া হোক।
*আমি মনে করি টেকটিউন্সে ভোটিং পদ্ধতিটাও গলদ আছে এখানে সবাই রেজিষ্টেশন ছাড়াই ভোট দিতে পারে এতে জাল ভোট অর্থাৎ একজনে একের অধিক ভোট দিলেও কোন অসুবিধা নাই,কিংবা কেউ ব্যপারটার উপর পর্যবেক্ষন না করেই আন্দাজে একটা ভোট দিয়ে দিল এর ফলে ভোটের ফলাফলের সঠিক মুল্যায়ন হয় কিনা সন্দেহ থেকেই যায় তাই দাবি করব কেউ যেন রেজিষ্টেষন ছাড়া কোন ভোট দিতে না পারে জরিফ বিভাগে এই ব্যবস্থা করা হোক।
*টেকটিউন্সের নিরপেক্ষতা নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে কারন দেখা যাচ্ছে নীতিমালা বহির্ভুত কিছু টিউন কর্তৃপক্ষ ডিলেট করে দেন আবার একই কারন থাকা সত্বেও অন্য একটা টিউন ডিলেট হয়না,এই কাজটা অবস্যই দুঃখ জনক আশা করি আমাদের প্রিয় মডারেটগন এই ব্যপারে বিশেষ ভাবে খেয়াল রাখবেন।
পরিশেষে টিউনারকে ধন্যবাদ এই বিষয়টি নিয়ে সুন্দর একটি টিউন করার জন্য।

    আপনার মতামত যৌক্তিক। ধন্যবাদ।

ami boka mamus ta onak din doraye টেকটিউনস pore kentu kao kaye sar detay pare na .মাইক্রোহ্যাকার_আলমাস s vai and ame আপনার সাথে পুরোপুরি একমত//

o মাইক্রোহ্যাকার_আলমাস kubi tara tari amaadayr maja as bay

ধন্যবাদ আপনাকে।

Level 0

techtunes e audio tune এর বাবস্থা করা গেলে ভালো হত আমরা অন্ন কাজ করার পাশাপাশি টিউন গুলা শুনতে পেতাম