Waltion Primo GH2 হ্যান্ডস অন রিভিউ (Full Review)

আসসালামুওয়ালাইকুম।

আমি এস কে মিরাজ, এবারের টিউনে আমি ওয়ালটন প্রিমো GH2 এর রিভিউ দিব>>>>>>>>>

বর্তমানে আমাদের দেশীয় কোম্পানি ওয়াল্টন  অনেক কম দামে ভালো মানে মোবাইল ফোন বাজারে নিয়ে এসেছে, তার মধ্যে অন্যতম একটি সেট হল Waltion Primo GH2 । আমি ৭০০০ থেকে ৯০০০ টাকার মধ্যে একটা ভালো কনফিগারেশনের সেট কিনতে চেয়েছিলাম। নেট এ অনেক খোজাখুজি করে দেখলাম Waltion Primo GH2 এর দাম মাত্র ৯২৯০ টাকা, কিন্তু এর কনফিগারেশন অসাধারন। তাই চিন্তা করলাম এইটাই কিনি। গত সপ্তাহে আমি ওয়াল্টনের শো রুম থেকে সেটটি কিনে আনি। এই এক সপ্তাহে সেটটি কেমন তার মোটামোটি ধারনা আমার হয়েছে। সেই ধারনার ভিত্তিতেই আজ আমি আপনাদের এই সেটটির বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করব। আগেই বলে নেই আমার ফোনটি রুট করিনি তাই কোন প্রকারের স্ক্রীনশট দিতে পারছি না 🙁 ।

ডিস্প্লেঃ

Waltion Primo GH2 তে ব্যবহৃত হয়েছে  TFT capacitive touchscreen । টাচ এর ব্যাপারে বলতে গেলে এর টাচটা অসাধারন, টাচ রেসপন্সও যথেষ্টই ভালো। আমার এই কয়দিনে এই সেটটির টাচ নিয়ে কোন প্রকারের সমস্যা হয়নি। এর ডিসপ্লে ৪.৫ ইঞ্চি তাই সাইজ নিয়ে তেমন কোন প্রবলেম হয়না, সহজেই হাতে নেওয়া যায়। এর ডিসপ্লে রেজুলেশন 480 X 854 এবং 218 ppi তাই সহজেই পিডিএফ ফাইল পড়তে পারবেন। আমি এতে ফুল এইচডি গান প্লে করেছি, কোন রকম সমস্যা ছারাই চলে। মুভি বা গান চলাকালে কালারটাও অসাধারন লাগে। আমি এই ফোনটিতে nfs Mostwanted 13 চালিয়েছি, গেমটার সাইজ ১.৮৮ জিবি গেমের গ্রাফিক্স এই ফোনে অনেক ভালোই মনে হল। এর বিল্ট ইন থিমটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, আমি তাই নেক্সট লাঞ্চার ব্যবহার করি, এই লাঞ্চারটায় ফোনটাকে অসাধারন দেখতে লাগে।

এই সেটটা মাল্টিটাচ সাপর্ট করে, সম্ভাবত ৫ টা ফিঙ্গার পর্যন্ত ডিটেক্ট করতে পারে।

তল ও ওজনঃ

সেটটি 135 x 67 x 9.45 mm এর। এর ওজন মাত্র 126.86 গ্রাম, একেবারে ভারীও না আবার হাল্কাও না।

নেটওয়ার্কঃ

এর নেটওয়ার্ক টেকনোলজি হল

  • 2G Network
  •  GSM 850 / 900 / 1800 / 1900
  • 3G Network
  •  UMTS 900/2100

আমি এটা দিয়ে ভিডিও করে দেখেছি, কোনরকম সমস্যা করে না।

এর GPS ব্যবহার করে দেখেছি কোন সমস্যা করে না। Primo GH2 তে ডুয়েল সিম সাপোর্ট করে , একটা মাইক্র সিম আর একটা জেনারেল সিম,  সো নো চিন্তা ডু ফুর্তি 😛 ।

ক্যামেরাঃ

পিকচারঃ

প্রিমো GH2 তে ব্যবহার করা হয়েছে 5 MP ক্যামেরা , পিকচার রেজুলেশন 2592x1944 pixels । তবে 5 MP লেখা থাকলেও সফটওয়্যারএ 8 MP পর্যন্ত পিকচার ক্যাপচার করে। এর ক্যামেরাটা অনেক ভালো । আমার এক ফ্রেন্ড symphony 8MP ক্যামেরা ব্যবহার করে, তবে এটার 5MP ওর 8MP এর থেকেও ভালো মনে হল। ক্যামেরায় আটোফোকাস থাকার কারনে বেশ ভালো মানের ছবি পাওয়া যায়।

আমার তোলা কিছু ছবি দিলামঃ

undefined
undefined
undefined
undefined
undefined
undefined
এই নিচের ছবিটা একটু এডিট করা 🙂
undefined
আমার তোলা কয়টা সেরা ছবি। একটু কাছ থেকে বস্তুর উপর ফোকাস ফেলতে পারলে এর থেকেও ভালো ছবি তোলা যায়, আর যদি আপনি এডিটিংএর কাজ জানেন তাহলে তো কথাই নেই...।

ভিডিওঃ

প্রিমো GH2 তে রয়েছে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং পুরাই 1080P , কিন্তু আসলেই কি তা এইচডি মানের??? আমার মতে এর ভিডিও কোয়ালিটিও অসাধারন। আমি যখন ফোনটি কিনতে বাগেরহাটের শো রুমে গিয়েছিলাম তখন একটা ভিডিও রেকর্ড করেছিলাম, ভিডিওটা নিচে দিলাম , মাত্র ১২ সেকেন্ডের ভিডিও।

আমার আফটার ইফেক্ট থেকে এডিট করা একটা ভিডিও চাইলে দেখতে পারেন এখান থেকে......।।

হার্ডওয়্যারঃ

প্রিমো Gh2 এ  Android OS, v4.2.2 (Jelly Bean) অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। কিন্তু এর রমটা কাস্টমাইজ করা। এর দেওয়া রমটা আমার কাছে বেশ ভালোই লাগল। এতে দুইটা সফটওয়্যার বিল্ট ইন রয়েছে একটা হল Power Management এটা দিয়ে সহজেই ফোনের বেটারির চার্জ দীর্ঘায়িত করা যায়, অন্য একটা হল Phone Accelerate, এই অ্যাপসটা আমার বেশ পছন্দের । এটা দিয়ে ফোন ক্লিন করলে ফোন স্লও হয়না।

GH2 এ ব্যবহার করা হয়েছে Quad-Core 1.3 GHz এর সিপিউ। এতে যেমন আপনি যথেষ্ট প্রসেসিং ক্যাপাসিটি পাবেন তেমনি আপনার পাওয়ারও বাচবে। পাওয়ার সেভিং মুডে রাখলে ৩ ও ৪ নাম্বার সিপিউ বন্ধ থাকে তাই ব্যাটারি বাচে।

এর GPU হল Mali 400 । আমি এই ফোনে nfs Mostwanted 13 খেলেছি, কোন প্রকারের ল্যাগ ছারাই গেমটি চলে। আমি এখন পর্যন্ত যে কয়টি গেম খেলেছি একটা গেমও ল্যাগ করেনি।

এতে ৫ টি সেন্সর রয়েছে Accelerometer(3D), Proximity, Light, Compass, Orientation , এখনো পর্যন্ত কোন সেন্সরে কোন সমস্যা করেনি।

এতে ইন্টারনাল ৮ জিবি ম্যামরি রয়েছি তবে আপনি গান ভিডিও রাখার জন্য ৪ জিবির মত ফাকা পাবেন ১ জিবি পাবেন অ্যাপস ইন্টলের জন্য।

এতে আপনি Micro SD কার্ডের মাধ্যমে ডাটা রাখতে পারেন অবস্য আমি এখনো এসডি কার্ড লাগাইনি, তবে মনে হয়না কোন সমস্যা করবে।

মাল্টিমিডিয়াঃ

এতে রয়েছে  Vibration Motor , যা অনেক শব্দের মধ্যেও কল আসলে বুঝতে সাহায্য করবে 😛 । এর স্পিকারের সাউন্ড বেশ ভালই মনে হল , তবে হেডফোন দিয়ে শুনলে আরো ভালো লাগে্‌...। GH2 তে ফুল এইডি ভিডিও বেশ সুন্দরভাবেই চালু হয়, এর ডিসপ্লের ছবির মানও অনেক ভালো।

Connectivity:

এতে রয়েছে Wi-Fi 802.11, Wi-Fi Hotspot। আমার বিগত স্কুলে ফ্রী ওয়াইফাই দেওয়া হয়, আমি এবং আমার ফ্রেড মাঝে মাঝে স্কুলে ওয়াইফাই ইউস করতে যাই। ওর সেটটা Symphony w68 , আমার ওয়াল্টন Gh2 থেকে ডাউনলোড শুরু করলে ওর স্পীড ১০০ থেকে ১০ KBps নেমে যায়  (Proud) 😛 😛 ।

এর ব্লুটুথ v4 । আমি ব্লুটুথ তেমন ব্যবহার করিনি, সব ফাইল ট্রান্সফার Share it দিয়েই করে থাকি, ওয়াইফাই স্পীড ভালো বলে।

এটি ডাটা ক্যবল দিয়ে সহজেই পিসিতে কানেক্ট করা যায়।

ব্যটারিঃ

এর ব্যটারি একটু কম মনে হতে পারে  Li-Ion 1800 mAh battery । তবে আমার ভালোই চলে। দিনে একবার চার্জ দিলেই হয়। পাওয়ার ম্যানেজমেন্ট বিল্ট ইন অ্যাপস ইউস করলে অনেক সময় ব্যাটারির চার্জ থাকে।

দামঃ

ওয়ালটন প্রিমো GH2 এর দাম রাখা হয়েছে মাত্র ৯২৯০ টাকা। আমার দেখামতে এই দামে এত কনফিগারেশনের সেট খুব কমই আছে। অনেকে ভাবে সেট বেশীদিন টিকবে তো ?? কিন্তু ওয়ালটন তাদের প্রায় সেট গুলোতেই ১ বছরের ওয়ারেন্টি দেয়, এজন্য Primo Gh2 এ আপনি পাবেন ১ বছর ওয়ারেন্টি।

সব মিলিয়ে আমি বলব সেটটি অসাধারন...।।

আজ এই পর্যন্তই ..... দেখা হবে আগামী টিউনে...

আমার সাথে যোগাযোগ করতে পারেন  skype: skmirajbn

My Blog

Level 0

আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার আপুকে এই মোবাইলটা কিনে দিয়েছিলাম । এক মাসের মতো ব্যবহার করছে । তারপর থেকে মোবাইল মেমোরি কার্ড শো করে না । ভালো মেমোরিও আসে না । তাই এখন কাস্টমার কেয়ারে আছে । কেউ ওয়াল্টন কিনবেন না !! পরে বুঝবেন

    Level 0

    @এস. এম. জুবায়ের: একটা সেটএ এ প্রবলেম যেকোন ব্রান্ডের সেটেই হতে পারে। আমার জানামতে যাদের আমি চিনি যারা ওয়ালটনের সেট কিনেছে তারা এর ভালো প্রশংসা করেছে। আমি ইউস করতেছি, এখনো পর্যন্ত কোন সমস্যাই পাইনি।

    Level 3

    @এস. এম. জুবায়ের: কি কইলেন ভাই এইডা। আমি তো চালাইতাছি। তবে সেন্সরে মাঝে মাঝে ঝামেলা করে।

ভাই আমি তিন মাস হল এটি ব্যবহার করছি। খুবই ভাল লাগছে। বিশেষকরে এর কোয়াডকোর(৪টি কোর) স্পিড ও ক্যামেরা খুবই ভাল মনে হচ্ছে। কেনার কিছুদিন পরই রুট করি। অবশ্য যখন তখনই রুট আনরুট করা যায়। এই সেটের আরেকটি আকর্ষন হল ঝাঁকুনি দিলে মিউজিক পরিবর্তন হয়।

    Level 0

    @মনীরুল আমীন আল-মুশতাক: সহমত! আমার কাছে সব থেকে ভালো লাগে এর পিকচার কোয়ালিটি

Camera + Sound quality (Speaker + Headphone) Is very BAD… 🙁

    Level 0

    @ম্যাকসন: ক্যামেরা যদি আপনার ব্যাড মনে তাহলে ৯০০০ টাকায় আপনার জন্য কেউ DSLR cam দিবে না।

Level 3

ভাই ক্যামেরার তুলনা হয় না। আমি Symphony W128 কিনে ১ মাস ব্যাবহার করে বেচে দিছি। পরে এটা কিনেছি প্রায় ১ মাসের কাছাকাছি। ভিডিও করেছি ৪২ মিনিট ভিডিওতে ৫.৬১ জিবি স্পেস খাইছে। ভিডিও মুড ফাইন সিলেক্ট ছিল। ১৬ মিনিট করে ২ টা ভিডিওতে ২ জিবি+২জিবি=৪জিবি আর বাকিটা খুচরা। শুধু সেন্সরে কেন যে আমার মাঝে মাঝে সমস্যা করে বুঝি না। আর ব্যাটারী টা একটু বড় হওয়ার দরকার ছিল।

    Level 0

    @HosT HuB: ভালো! আমার ইনশাল্লাহ কোন সমস্যা করে না!

আপনি মনে হয় জানেন না এই সেটে পাওয়ার ভলিউম মাইনাস চেপে ধরলে স্কিনশট হয়

    Level 0

    @mdmasumbillah: ধন্যবাদ! আমি সত্যিই যানতাম না! 🙂

ধন্যবাদ, আপনার পোিষ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমি এবং আমার বন্ধু মিলে একসঙ্গে দুটো কিনেছি এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে।

@এস এম জুবায়ের
আমার কেন জানি মনে হচ্ছে আপনি মিথ্যা বলছেন ।

    Level 0

    @শারুক রহমান: মিথ্যা বলে আমার লাভ আছে???