হ্যান্ডস অন রিভিউঃ Walton Primo G7+ – আছে অ্যান্ড্রয়েড নউগ্যাট ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা

হ্যালো টিউনার কমিউনিটি,

সবাইকে অগ্রীম ঈদ মুবারক জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম ওয়ালটনের নতুন ফোন Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউ! এর আগে লিখেছিলাম Primo G7 এর রিভিউ, এর সাথে নতুন এই মডেলের পার্থক্য মূলত র‍্যাম আর রমে। Primo G7+ এর র‍্যাম ও রম যথাক্রমে ২ গিগাবাইট ও ১৬ গিগাবাইট। এছাড়া Primo G7 এর রেয়ার ক্যামেরা ছিলো ৮ মেগাপিক্সেল আর Primo G7+ এর রেয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল।
মাত্র ৮৫৯০ টাকা দামের এই ফোনটির অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট, ২.৫ডি কার্ভ ডিসপ্লে, BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৫.৫ ইঞ্চি, ২৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি প্রভৃতি উল্লেখযোগ্য।
Primo G7+ এর বিল্ড কোয়ালিটি ও ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ, গেমিং পারফরম্যান্স, বেঞ্চমার্ক স্কোর, ক্যামেরা পারফরম্যান্স ইত্যাদি নিয়েই আমার আজকের টিউন Walton Primo G7+ এর Hands-on Review

Primo G7+ review

একনজরে Primo G7+ এর উল্লেখযোগ্য ফিচার-

  • অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট
  • ৫.৫ ইঞ্চি ২.৫ ডি কার্ভ ডিসপ্লে
  • ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
  • ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ২৮০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি
  • ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ
  • ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
  • ২ গিগাবাইট র‍্যাম
  • মালি ৪০০ জিপিউ

Primo G7+ Specs

যেসব কারণে ভালো লেগেছে Primo G7+:

  • BSI সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
  • সাশ্রয়ী দাম
  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ২.৫ডি কার্ভ ডিসপ্লে
  • অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট

Primo G7+ এর আনবক্সিং: ফোনটি কেনার পর এর বক্সে যা পাবেন

  • চার্জার অ্যাডাপ্টার
  • ডাটা ক্যাবল
  • ইয়ারফোন
  • ইউজার ম্যানুয়াল
  • ওয়ারেন্টি কার্ড

Primo G7+ Unboxing

অপারেটিং সিস্টেমঃ

এই বাজেটের ফোনে সাধারণত লেটেস্ট অপারেটিং সিস্টেম দেওয়া হয়না, এদিক থেকে Primo G7+ ব্যতিক্রম, কারণ এতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ব্যবহৃত হয়েছে।

Primo G7+ review OS

বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ

দারুণ ডিজাইনের Primo G7+ এর ভলিউম কী ও পাওয়ার কী দুটোই একপার্শ্বে। এর উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট

Primo G7+ hands-on review

এর উচ্চতা ১৫২ মিলিমিটার, প্রস্থ ৮০ মিলিমিটার ও পুরুত্ব ১০.৫ মিলিমিটার। ব্যাটারিসহ এর ওজন মাত্র ১৯০ গ্রাম। এই ফোনের পেছনের দিকে উপরের অংশে রয়েছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর নিচের অংশে রয়েছে স্পিকার।

Primo G7+ review

ডিসপ্লে:

এই ফোনে ২.৫ ডি কার্ভ ৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজ্যুলেশন ১২৮০*৭২০ পিক্সেল।

Primo G7+ Display

ইউজার ইন্টারফেস:

অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেমের এই ফোনের ইউজার ইন্টারফেস দেখে নিন-

Primo G7+ User Interface

প্রসেসর ও জিপিউ:

১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে মিডিয়াটেকের চিপসেট ও মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে।

Primo G7+ CPU and GPU

গেমিং পারফরম্যান্স:

কোয়াডকোর প্রসেসর ও ২ গিগাবাইট র‍্যামবিশিষ্ট এই ফোনে ফুটবল ম্যানেজার, মিনি মিলিশিয়া, পোকেমন গো ইত্যাদি গেম বেশ স্মুথলি খেলা গেছে।

Primo G7+ Gaming review

স্টোরেজ ও র‍্যামঃ

Primo G7+ এ ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। আর এতে ২ গিগাবাইট র‍্যাম ব্যবহৃত হয়েছে।

Primo G7+ review RAM ROM

বেঞ্চমার্ক:

কোন ডিভাইসের সক্ষমতা যাচাইয়ের জন্য সাধারণত বেঞ্চমার্ক স্কোর যাচাই করা হয়ে থাকে। Primo G7+ এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো। AnTuTu তে এর স্কোর এসেছে ২৩৯৯৮, অন্যদিকে GeekBench Primo G7+ এর স্কোর এসেছে ৪১৫ (সিঙ্গেল-কোর) ও ১১৭৪ (মাল্টি-কোর)

Primo G7+ review Antutu Benchmark Score
বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ Primo G7+ এর স্কোর এসেছে ৫১.৪

Primo G7+ hands-on review Nenamark Score

ক্যামেরা:

এই ফোনের ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় রয়েছে সেলফ-টাইমার, ফেস ডিটেকশন, প্যানোরোমা, আইএসও, ম্যানুয়াল এক্সপোজার প্রভৃতি ফিচার। এছাড়া ক্যামেরায় অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ ইত্যাদি ফিচারও বিদ্যমান।
এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস–

Primo G7+Camera Review
Primo G7+ এর রেয়ার ক্যামেরায় তোলা কিছু ছবিঃ

Primo G7+ review Camera Sample
Primo G7+ review Camera Sample 2
Primo G7+ review Camera Sample 3

Primo G7+ এ BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকায় দারুণ সেলফিও তোলা যায়-

Primo G7+ review Front Camera Sample

মাল্টিমিডিয়া:

৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকবিশিষ্ট Primo G7+ এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে।

Primo G7+ audio review
এই ফোনে ২.৫ ডি কার্ভ ডিসপ্লে থাকায় এর ভিউয়িং অ্যাঙ্গেলও দারুণ। এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলেছে।

ব্যাটারি:

৫.৫ ইঞ্চি ডিসপ্লের Primo G7+ এ ২৮০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়েছে। এর ব্যাটারি ব্যাকআপ আশানুরূপ। ৭০% চার্জ নিয়ে টানা ১ ঘন্টা গেম খেলার পর এর চার্জ ৫৩% এ নেমে এসেছিলো।

Primo G7+ Battery

কানেক্টিভিটি:

এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এর পাশাপাশি আছে জিপিএস নেভিগেশন সুবিধা। আর ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনের ন্যায় Primo G7+ এ-ও রয়েছে ২টি সিম ব্যবহারের সুবিধা।
সেন্সর:
Primo G7+ এ অ্যাক্সিলেরোমিটার, লাইট ও প্রক্সিমিটি সেন্সর রয়েছে।

Primo G7+ Sensors

দাম:

ফিচারের দিক থেকে মিড-রেঞ্জের হলেও দামের দিক থেকে এন্ট্রি লেভেলের স্মার্টফোন ওয়ালটন Primo G7+; লেটেস্ট অপারেটিং সিস্টেম আর চমৎকার কনফিগারেশনের এই ফোনের বর্তমান দাম মাত্র ৮৫৯০ টাকা

Primo G7+ Price

শেষ কথা:

যারা ৮-৯ হাজার টাকা বাজেটে যারা ভালো ক্যামেরা ও আপডেটেড অপারেটিং সিস্টেমের ফোন কিনতে চান, তারা অনায়াসেই Primo G7+ বেছে নিতে পারেন। এর ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এই বাজেটের অন্যান্য ফোন থেকে একে স্বাতন্ত্র্য দান করেছে।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আজ এ পর্যন্তই। টিউন নিয়ে আপনাদের টিউমেন্ট/পরামর্শ/জিজ্ঞাসা জানান টিউমেন্টে। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আল্লাহ্ হাফিজ।

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় আরিফিন সৈকত,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

আমি আএর আগেই ফর্মটি পূরণ করেছি। ধন্যবাদ।