Walton Primo GM3+ 3GB এর বিস্তারিত হ্যান্ডস অন রিভিউ

ওয়ালটন প্রিমো জিএম৩ বের করার কয়েকমাস পর এবার ওয়ালটন বাজারে নিয়ে এসেছে প্রিমো জিএম৩ এর আরেকটি ভেরিয়েন্ট, প্রিমো জিএম৩+ (৩জিবি)। আগের জিএম৩ তে যেখানে ছিল ১ জিবি র‍্যাম, সেখানে এতে আছে ৩ জিবি র‍্যাম। আর এবার এর দাম রাখা হয়েছে ৮৫৯৯ টাকা।

একনজরে প্রিমো জিএম৩+ (৩জিবি র‍্যাম) ডিভাইসটিঃ

  • ৪জি
  • অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম
  • ৫.৩৪ ইঞ্চি ১৮ঃ৯ রেসিও সম্পন্ন ফুল ভিউ আইপিএস ডিসপ্লে
  • PowerVR Rouge GE8100 জিপিইউ
  • ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • ৩জিবি র‍্যাম, ১৬ জিবি রম
  • ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি

প্রিমো জিএম৩+ (৩জিবি র‍্যাম) ডিভাইসটির বক্সে যা যা পাওয়া যাবেঃ

  • প্রিমো জিএম৩+ ডিভাইসটি
  • চার্জার এডাপ্টার
  • (২.০) ইউএসবি কেবল
  • ইয়ারফোন
  • ডিসপ্লেতে যুক্ত প্রটেকশন গ্লাস
  • ওয়ারেন্টি কার্ড
  • সেফটি ইন্সট্রাকশন
  • সিম ইজেক্টর পিন
  • একটি আকর্ষণীয় ব্যাক কভার

 হার্ডওয়্যার

ডিভাইসটিতে আছে ১.৩ গিগাহার্জ মিডিয়াটেক এর কোয়াড কোর প্রসেসর। প্রসেসরটির সাথে সম্পূর্ণ সিস্টেমকে ব্যাকআপ দিবে একটি ৩ জিবি ডিডিআর৩ স্পীড এর র‍্যাম। অন্যসব কিছুর পাশাপাশি মাল্টিটাস্কিং এ পাওয়া যাবে খুবই ভালো পারফরমেন্স। এতে রম থাকছে ১৬ জিবি, যার ভেতর ব্যবহারকারিরা ১০ জিবি এর মতন ব্যবহার করার জন্য ফ্রি পাবেন। তাছাড়াও প্রিমো জিএম৩ ডিভাইসটিতে ৬৪ জিবি পর্যন্ত এক্সটারনাল মাইক্রো এসডি কার্ডও সাপোর্ট করবে।

বেঞ্চমার্ক

ডিসপ্লে

প্রিমো জিএম৩ ডিভাইসটিতে থাকছে ৫.৩৪ ইঞ্চি ১৮ঃ৯ রেসিও সম্পন্ন ফুল ভিউ আইপিএস প্যানেল ডিসপ্লে। যার ফলে দারুন গেমিং এবং মুভি-ভিডিও ওয়াচিং এক্সপেরিয়েন্স এর পাশাপাশি পাওয়া যাবে দারুন ভিউইং এক্সপেরিয়েন্স। এই দারুন ডিসপ্লেটি সবরকম মোবাইলীয় কার্যকলাপে আপনাকে দিবে এক অনন্য অভিজ্ঞতা। ডিভাইসটির ডিসপ্লেতে একটি প্রোটেকশন গ্লাস আগে থেকেই লাগানো অবস্থায় থাকবে।

কালার


আপনার ব্যক্তিসত্ত্বাকে ফুটিয়ে তুলতে এই স্মার্টফোন ডিভাইসটির সাথে পাবেন বেশ কিছু কালার অপশন। ডিভাইসটি পাওয়া যাবে নীল কালার এরই তিনটি ধরনে, এগুলো হলঃ ডিপ ব্লু, লাইট ব্লু, রয়্যাল ব্লু। পাশাপাশি আরেকটি যে কালারে ডিভাইসটি পাওয়া যাবে তা হল গোল্ডেন।

অপারেটিং সিস্টেম

প্রিমো জিএম৩+ (৩ জিবি র‍্যাম) ডিভাইসটি বাজারে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড এর সাম্প্রতিকতম ভার্সন ৮.১ অরিও অপারেটিং সিস্টেম এর সাথে।

কানেক্টিভিটি

যুগের সাথে তাল মিলিয়ে সুপার ফাস্ট নেটওয়ার্কিং এর সাথে যুক্ত হতে ডিভাইসটিতে দেয়া হয়েছে ৪জি কনেক্টিভিটি সুবিধা।

ক্যামেরা

দারুন সকল মুহূর্ত ক্যাপচার করার জন্য ডিভাইসটিতে থাকছে ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট বিএসআই সেন্সর যুক্ত ক্যামেরা। দুইটিতেই থাকছে এলইডি ফ্ল্যাশ, ফ্রন্ট ক্যামেরারটি সফট এলইডি ফ্ল্যাশ; যার মাধ্যমে কম আলোতেই নেয়া যাবে দারুন সব সেলফি! ছবিগুলো আরও আকর্ষণীয় করবে এর অটো ফোকাস সুবিধা।

ক্যামেরা ইউআই

ব্যাটারি

ডিভাইসটির আরেকটি অন্যতম আকর্ষণীয় ব্যাপার হল এর ৪০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। যার মাধ্যমে অনেক বেশি ইউজেও অন্তত সারাদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

আর সিকিউরিটির জন্য ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছেই।

এই ছিল নতুন ওয়ালটন প্রিমো জিএম৩+ ডিভাইসটির ফুল রিভিউ। আশা করি স্মার্টফোনটি সম্পর্কে কিছু তথ্য এই আর্টিকেল থেকে জানতে পেরেছেন। আরও কিছু জানতে ও দেখতে ভিজিট করতে পারেন যেকোনো ওয়ালটন প্লাজা বা ওয়ালটন স্মার্টজোন।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস