রিভিউঃ জেনে নিন অ্যান্ড্রয়েড ১১ তে কি কি নতুন ফিচারস নিয়ে আসছে?

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
জোসস করেছেন

এই বছরের শুরুতেই চলে এসেছে অ্যান্ড্রয়েড এর নতুন সংস্করণ আন্ড্রয়েড ১১। আমরা অনেকে অ্যান্ড্রয়েড এর বিভিন্ন ভার্সন দেখেছি। অ্যান্ড্রয়েড ১১ যার কোড নাম হলো R।

অ্যান্ড্রয়েড ১১ তে কি কি পরিবর্তন এবং যুক্ত করা হয়েছে

  • ১. ডার্ক মোড শিডিউলিং ফিচারস রয়েছে।
  • ২. নোটিফিকেশন শেড এ কনভারসেশন সেকশন রয়েছে।
  • ৩. বিল্ট-ইন স্ক্রীন রেকর্ডার ফিচারস রয়েছে।
  • ৪. শেয়ার মেন্যুতে অ্যাপ পিনিং করার মতো ফিচারস রয়েছে।
  • ৫. নোটিফিকেশন এ চ্যাট বা মেসেজিং করার জন্য এডভান্স ফিচারস রয়েছে।
  • ৬. ৫ জি কানেকশন এর জন্য নতুন এপিআই রয়েছে।
  • ৭. এয়ারপ্লেন মোড এবং ব্লুটুথ এ এডভান্স ফিচারস রয়েছে।
  • ৮. স্ক্রলিং স্ক্রীনশট ফিচারস রয়েছে।
  • ৯. শো বা ডিসপ্লে রিফ্রেশ রেট ফিচারস রয়েছে।
  • ১০. এডভান্স পারমিশন অপশন ফিচারস রয়েছে।
  • ১১. অটো ব্লক পারমিশন ফিচারস রয়েছে।
  • ১২. নোটিফিকেশন হিস্টোরি ফিচারস রয়েছে।
  • ১৩. টাচ সেন্সিটিভিটি ইম্প্রুভমেন্ট ফিচারস রয়েছে।
  • ১৪. ব্যাক সেন্সিটিভিটি ইম্প্রুভমেন্ট ফিচারস রয়েছে।
  • ১৫. পাঞ্চহোল ডিসপ্লে ও ওয়াটারফল ডিসপ্লে সাপোর্ট ফিচারস রয়েছে।
  • ১৬. কুইক সেটিংস এ মিউজিক কন্ট্রোল ফিচারস রয়েছে।

পোস্টটি ভালো লাগলে লাইক, শেয়ার, টিউমেন্ট করুন এবং আমার ব্লগে ঘুরে আসতে পারেন এখানে

Level 0

আমি সামির ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস