12, 990 টাকায় চার ক্যামেরার Realme 5i হবে স্মার্টফোনের বস

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
জোসস করেছেন

স্মার্টফোন কম্পানী গুলো একে অপরের সাথে পাল্লা দিয়ে নিয়মিত নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করছে। বিগত কিছু বছর ধরেই একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করেই চলেছে কোম্পানি গুলো। সেই তালিকায় ফোটো লাভারদের পছন্দের ব্যান্ড Realme ও পিছিয়ে নেই কোনো অংশে। সম্প্রতি Realme লঞ্চ করেছে Realme 5 সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন Realme 5i। নতুন Realme 5i ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া ফোনটির সর্ম্পকে।

মোবাইল'টির সর্ম্পকে কিছু বরর্ণনা

Display: 6.52" 720x1600 pixels
Camera: Quad Camera
RAM: 3/4GB RAM Snapdragon 665
Battery: 5000mAh Li-Po
Chipset: Qualcomm SDM665 Snapdragon 665 (11 nm)
Sensor: Fingerprint
Price in Bangladesh: 12, 990 টাকা

এক নজরে আলোচনার বিষয় বস্তু

  1. ডিজাইন
  2. ক্যামেরা
  3. ডিসপ্লে
  4. ব্যাটারী পারফামেন্স
  5. র‍্যাম / রোম

প্রথমেই আসি ফোনটির ডিজাইন এর ব্যাপারটা নিয়ে।
এই ফোনের সামনে রয়েছে একটি ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে (ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ নচতো থাকছেই)। Realme 5i এর ওজন 195 গ্রাম (ব্যাটারী সাথে) ফোনটির ত্রিমাত্রা 164.4 x 75 x 9.3 মিমি  এই ফোন হাতে নিয়েই বেশি ভারি ও মোটা মনে হতে পারে। এই স্মার্টফোনটির বডি বিল্ড করা হয়েছে সামনের দিকে গরিলা গ্লাস পিছনে পার্ট প্লাস্টিক এবং প্লাস্টিক ফ্রেম দিয়ে। ডিজাইন এর দিক দিয়ে অসাধারণ বলতেই হবে ফোনটিকে, তবে সব ভালোর একটা খারাপ দিকও থাকে এই ফোনের পিছনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তুলনামূলক উপরে থাকায় নিয়মিত ব্যবহারের সময় ব্যবহারকারীদের সমস্যা হলেও হতে পারে। তাছাড়া Realme 5i ফোনের বাঁ দিকে রয়েছে ভলিউম ও পাওয়ার সুইচ, এবং ফোনের নীচে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক আর স্পিকার গ্রিল।

Realme 5i স্মার্টফোনের পিছনে রয়েছে চারটি (12+8+2+2 মেগাপিক্সেল) ক্যামেরা।

প্রথমে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। ফোনটিতে ক্যামেরা ফিচার হিসাবে LED flash, HDR, panorama তো থাকছে।

এবার ডিসপ্লে কথা বলা যাক।

Realme 5i স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 inches IPS LCD ওয়াটারড্রপ ডিসপ্লে এবং 83.2% স্কিন টু বডি রাটিও, 720 x 1600 স্কিন রেজুলেশন তাছাড়া গ্লাস প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তাহলে বুঝাই যাচ্ছে গ্রাহকদের জন্য কি চিন্তা ভাবনা করে কম্পানী'টি।

ব্যাটারী পারফামেন্স

ব্যাটারী হচ্ছে একটি স্মার্টফোনের প্রান শক্তি, কম দামের ফোন হিসেবে অনেক উন্নত ফিচার ব্যবহার করেছে কম্পানী'টি সেটা হয়তো আপনাদের বুঝতে কষ্ট হয়নি, তাহলে ব্যাটারী নিয়ে কেনো চিন্তা করতে হবে। ব্যাটারীর জন্য যেনো ব্যবহারকারীদের কষ্ট করতে না হয় সেই জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Non-removable Li-Po 5000 mAh সাথে Standard charging 10W তো এবার খুশি না হয়ে যাবেন কোথায় মশাই।

র‍্যাম / রোম

র‍্যাম/রোম নিয়ে ও ব্যবহারকারীদের চিন্তা করার কোনো কারন আমার মনে হয় না আছে। কারন ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3GB/4GB র‍্যাম এবং 32GB/64GB রোম মানে ফোন মেমোরী।

আমার পরামর্শ

আমি মনে করি যাদের বাজেট ১২ হাজার থেকে ১৩ হাজার টাকা তাদের জন্য এটা বেস্ট একটি স্মার্টফোন হতে পারে। তবে আপনার বাজেট যদি আরো কম হয় তাহলে আপনি Xiaomi Redmi 8A Pro দেখতে পারেন। এটা ও যদি আপনার পছন্দ না হয় তাহলে এই ওয়েবসাইটি গুরে আসুন আপনার একটা না একটা আপনার পছন্দ হবেই হবে। ধন্যবাদ সবাইকে

Level 0

আমি সুমন আহমেদ। CEO, MobileFactBD.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস