মুভি রিভিউ → কাঠবিড়ালি!

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত

_ _

এত এত রাশভারী কনসেপ্টের সিনেমা আর গতকাল এক্সট্রাকশনের অলৌকিক অ্যাকশন ঠিকঠাক হজম না হওয়ায় চাচ্ছিলাম একটা প্লেইন রোম্যান্টিক সিনেমা দেখতে। সে সূত্রেই পরিচয় এই কাঠবিড়ালীর সাথে। কিন্তু সে যে আমায় নিরাশ করল। সে যে কোন প্লেইন রোম্যান্স না, তার আছে সুন্দর ভাবার্থ। সে যে ভালোবাসা আর চাহিদার মধ্যকার সম্পর্ককে ফুটিয়ে তুলেছে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের মতো করে

বলছিলাম ভালোবাসা ও চাহিদার কথা। যদি বলা হয় এদের মধ্যে কোন সম্পর্ক স্থাপন করতে, ব্যস্তানুপাতিক বললে কি খুব ভুল হবে? চাহিদার বৃদ্ধি মানেই ভালোবাসার হ্রাস। প্রিয়জনের কাছ থেকে পাওয়ার আশায় কবে যে দেয়ার ইচ্ছাটাই মরে যায়! ফিকে পড়ে যায় ভালোবাসা। তবে শুধু চাহিদাই কিন্তু ভালোবাসার অন্তরায় না, এর কারণ হতে পারে দায়িত্ববোধের অভাব। প্রিয়জনের প্রতি দায়িত্ব পালনে অপারগতা কিংবা এড়িয়ে যাওয়াও হতে পারে আপনার প্রতি তার ভালোবাসার অন্তরায়। কিন্তু সে কি
ভালোবাসতে ভুলে যায়? খুঁজে নেয় না কি অন্য কোন পথ?

যেমনটা প্রথমে বলেছি, এটি একটি সাধারণ প্রেম কাহিনী নয়। এর আছে এক সুন্দর ও বাস্তবিক ভাবার্থ। যেখানে আবহমান বাংলার কোলে বেড়ে উঠা এক প্রেমের পরিণতিতে ফুটিয়ে তোলা হয়েছে সম্পর্কের অবলীলা, সে যে কত সরলতার মাঝেও জটিলতার সৃষ্টি করতে পারে তার নিদর্শন।

অভিনয়ের কথা বললে হাঁসু চরিত্রটি আমার কাছে বেশ ভালো লেগেছে। পরিচালক এখানে যেমন একটি চরিত্র তৈরি করতে চেয়েছিলেন তার সাথে বেশ মানিয়েছে তার অভিনয়, আউটলুক আর কথা বলার ধরন। পাশাপাশি স্পর্শিয়া আর শাওনের অভিনয়ও বেশ ভালো ছিল। তবে গ্রাম বাংলার মানুষের কথা বলার অ্যাক্সেন্ট টা ঠিক খুঁজে পাই নি। তাছাড়া সিনেম্যাটোগ্রাফি ছিল চমৎকার। ডিরেক্টর নিয়ামুল মুক্তাও বেশ সহজ ও সাবলীল ভঙ্গিমায় উপস্থাপন করেছেন গোটা প্লটটিকে।

এককথায় আপনার প্রিয় দেশি সিনেমার তালিকায় জায়গা করে নেয়ার জন্যে যথেষ্ট। সিনেমার শুরুর সাথে শেষের আকাশ পাতাল পার্থক্য। আর সেই পার্থক্যই আপনার মনে রয়ে যাবে বহুদিন।

Kathbirali
2020 ‧ Romance ‧ 1h 55m
Director: Niamul Hasan Mukta
IMDb: 7.9

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ অথবা ফলো করুন ইন্সটাগ্রাম একাউন্ট!

আমার এই লিখা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ!

Level 2

আমি শাহ্‌নাজ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস