আপনার শ্রবন শক্তি পরিক্ষা করুন।

আস-সালামু-আলাইকুম।

আজ আপনাদের মজার এবং কাজের একটি ব্যাপার শেয়ার করবো।

আপনি কেমন শুনতে পান?আপনার শ্রবন শক্তি এখন কোন পর্যায়ে আছে?তা পরিক্ষা করতে চান?

সাধারণত মানুষ 8kHz থেকে 22kHz ফ্রিকোয়েন্সির এর মধ্যে যেকোনো শব্দ শুনতে পায়। তবে যাদের বয়স ২৫ এর উর্ধে তারা সাধারনত 15kHz ফ্রিকোয়েন্সির এর উপরের কোনো শব্দ শুনতে পায়না, এটা সাধারন ব্যপার…
এখানে 8kHz থেকে 22kHz এর কিছু শব্দের লিস্ট দেওয়া আছে।
টেস্ট করে দেখুন বর্তমানে আপনার কানের অবস্থা কি….
আপনি কতটুক KHz পর্যন্ত শুনতে পেলেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন।

আপনি এখানের লিস্ট অনুযাইয়ি যত বেশি kHz এ শুনতে পারবেন তত আপনার জন্য ভালো।
আর যদি সবগুলো শব্দ ঠিকভাবে শুনতে পান তাহলে বুঝতে হবে আপনার কানের অবস্থা এখনো বেশ ভাল।

যারা হেডফোন বা আইপড ব্যবহার করে গান শুনেন কিংবা দীর্ঘক্ষন মোবাইল কানে লাগিয়ে কথা বলেন তাদের শ্রবনশক্তি কমে যাওয়ার আশংকা বেশি। সবচেয়ে বেশি ঝুকিতে থাকে শিল্পীরা।

তাই এখুনি চেক করুন আর জানান।চেক করতে এই লিঙ্ক এ ক্লিক করুন।

বিঃদ্রঃ এটা কিন্তু কোনো বৈজ্ঞানিক ভাবে প্রমানিত  নয়।এটা শুধুমাত্র একটা পরিক্ষা।তাই এটা কে সিরিয়াসলি নিবেন না।

ধন্যবাদ।

আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে  1KHz =1000 Hz.

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি তো জানি মানুষের শ্রবন ক্ষমতা 20Hz থেকে 20000 Hz. তথ্য text book ৯ম ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান। আপনার তথ্য সূত্রটি দিলে ভাল হত। ধন্যবাদ।

    জিয়া উদ্দিন ভাইয়ের সাথে সহমত। আমিও তাই পড়েছি। কুকুর শুনতে পাই ২০০০০ Hz +…….

    Level 0

    আমার শেষ লাইন টি পরুন।

8kHz থেকে 22kHz vua information.

    Level 0

    ভাই…ভুয়া না।শেষ লাইন টি দেখুন

Level 0

ভাই KHz, Hz এর মধ্যে পার্থক্য আছে তা হয়তো আপনারা জানেন।

সেরকম… দারুন জিনিস, শেয়ার করার জন্য ধন্যবাদ মুকুট ভাই।

    Level 0

    ধন্যবাদ।আপনার লেখা অনেক দিন দেখিনা।ব্যস্ত নাকি?

    জি ভাই, পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে অনেক…

বাহ ! দারুন তো! আমি অবশ্য সবগুলাই ভালভাবে শুনতে পাইছি। কিন্তু আমার দুলাভাই ২৫ বছরের উদ্ধে উনি সত্যিই ১৫ এর উপরে শুনতে পাচ্ছেন না। 😀
ধন্যবাদ। মজার জিনিসটি সেয়ার করার জন্য।

    Level 0

    আমি তো আগেই বলেছি।কাজের না হলেও মজার।আপনাকে ধন্যবাদ।

Mojar jenes delen bhai

সব গুলুই সুন্তে পাই 8-21

sorry 8 kHz-22 kHz

    Level 0

    বলেন কি?আমি তো ১৮ এর বেশি শুনতে পাইনা।আপনি তো মহা শুনি(যার বেশি জ্ঞান তাকে জ্ঞানী বলে)।হাহা

Level 0

8-20 পর্যন্ত শুনতে পারলাম… ২১. ২২ পারলাম না 🙁

হায় হায় ১৭ বছর বয়সে আমার শ্রাব্যতার উর্ধসীমা ১৭। আজ থেকে হেডফোন স্পিকারের প্রতি রেস্ট্রিকশন।
আপনার টিউনে যে ভুলটা হয়েছে এবং সবাই যেটা নিয়ে বলছে সেটা আমি ঐ ব্লগ পুরোপুরি বুঝতে পেরেছি। স্বাভাবিক মানুষের সীমা 20Hz-20kHz । এখানে নিচের ফ্রীকুয়েন্সি দেয়া হয়নি। শুধুমাত্র উপরের সীমা যেগুলো হতে পারে সেগুলো দেয়া হয়েছে। যেমনঃ বৃদ্ধ মানুষের উচ্চসীমা 8kHz হতে পারে।

    Level 0

    ভাইজান…আমারো তো একি অবস্থা।কাল আবার চেক করবো।এটা কে কিন্তু সিরিয়াসলি নিবেন না।

Level 0

মানুশের শ্রবন সীমা ২০-২০০০০Hz. & ৮KHz=৮০০০Hz & 22KHz=২২০০০Hz. so মানুশের শ্রবন সীমা ৮০০০-২২০০০Hz হয়ে গেল না?

Level 0

Boss ami 15 ar porar gulo shon ta passi na.! tai la ki amar problem asa?

Level 0

Boss sound full deya shon se but 16 number ta shonta pai nai…..baki shob shon ta pai se.!…….apnara k k 16khz ta shon ta pai san?

আমি তো সব গুলো শুনছি ভাল ভাবে। শুধু ২২ গেছি আর দেখি সাউন্ড কমে গেল। আমার কি তাহলে ?????????????

কি সুনাইলেন ভাই … ১৫ ই তো দেখি ভালো ভাবে শুনি না … … 🙁

Level 0

kopa hoise.. 😀