মাইক্রোসফট অফিস ২০১০ : রিভিউ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গত মার্চ এপ্রিল থেকে বহুত খোজাখুজি শুরু পর অবশেষে ৪ দিন আগে অফিস ২০১০-টেকনিক্যাল প্রিভিউ এর কপি হাতে পাই।এটি হচ্ছে পাবলিক বেটার আগের ভার্সন যা কিনা শুধুমাত্র ডেভেলপারদের দেয়া হয়।সুতরাং ব্যবহার করে আপনি যে খুব স্বাচ্ছন্দ্যবোধ করবেন তা কিন্তু হলফ করে বলা যায় না!কিন্তু যারা আমার প্রোফাইল দেখেছেন তারা নিশ্চয়ই জেনে গেছেন পত্রিকার জন্য কাজ করতে করতেই নতুন নতুন সফটওয়ার টেস্ট করে দেখাটা এখন আমার শখ থেকে নেশার পর্যায়ে চলে গেছে।
যাই হোক কাজের কথা বলি।অফিস ২০১০ আগামী বছর রিলিজ হবে,তারমানে উইন্ডোজ ৭ এর পর।আর পাবলিক বেটা বিলিজ হবে এই বছরের শেষে।সবার আগে বলতে হয় এই প্রথমবারের মত ৩২ বিটের পাশাপাশি ৬৪ বিট ভার্সনও ছাড়তে যাচ্ছে মাইক্রোসফট।
ওয়ার্ড বা এক্সেলে কিংবা পাওয়ারপয়েন্ট,কোনোকিছুর আউটলুকেই তেমন বলার মতো কোনো পরিবর্তন আসেনি।কিন্তু পারফরম্যান্স বেশ এগিয়েছে এটা বলাই যায়।সব কাজই আগের চেয়ে আরো অনেক বেশি স্বাচ্ছন্দের সাথেই আমি করতে পারছি এই কথা বলাই যায়।যুক্ত হয়েছে পিকচার এন্ড ভিডিও এডিটিং টুল।সুতরাং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করা এখন হয়ে যাবে আগের যেকোনো ভার্সনের চেয়ে অনেক বেশি সহজ।ওয়ার্ডের ক্ষেত্রে বলতে হয় ২০০৭ সার্ভিস প্যাক ২ এর সব সুবিধাই অক্ষুন্ন থাকছে।
এছাড়া ওয়েবেও ফ্রি(এই প্রথমবারের মতো) ভার্সন পাওয়া যাবে।ফলে নেটে বসেই যেকোনো ফাইল সম্পাদনার কাজটি সেরে নিতে পারবেন আপনি।
অন্য ফিচারগুলার কথা আস্তে আস্তে আরো বিস্তারিত বলা সম্ভব হবে।আর আগের চেয়ে দ্রুত হয়েছে কিনা কাজের গতি এই কথা বলার সময় এখনো আসেনি।বেটা রিলিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই প্রশ্নের উত্তর দিতে হলে।তবে এইকথা বলাই যায়,উইন্ডোজ ৭ দিয়ে যে পরিবর্তনের সূচনা করেছিল মাইক্রোসফট তার ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে তারা।

আর সব ফিচার বা পরিবর্তনের কথাগুলা বিস্তারিত জানতে ও আরো স্ক্রীণশট দেখতে ক্লিক করুন এখানে

আর ওয়েবে ফ্রি ব্যবহার এর কথা জানতে এখানে ক্লিক করুন।

052.jpg

স্ক্রীণশট ১: অফিস ২০১০ এপ্লিকেশনসমূহ

06.jpg

স্ক্রীণশট ২: অফিস ২০১০ টুলসমূহ

07.jpg

স্ক্রীণশট ৩: অফিস ২০১০ ওয়ার্ড

Level New

আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমকপ্রদ তথ্যগুলির জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

সেতু ভাই, ধন্যবাদ। আমরা সাধারন ইউজাররা কি করে প্রিভিউ এর কপিটা পেতে পারি জানালে খুব উপকৃত হব।