আবারও এলাম দেশী সফট Date Converter নিয়ে (self created)

বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন। আমার তৈরী CntrlCD সফটওয়্যারটির ওপর প্রকাশিত টিউনে আপনাদের আগ্রহ আমায় উৎসাহিত করেছে। তাই আজ আরেকটি প্রয়োজনীয় সফটওয়্যার নিয়ে এলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। আমরা সাধারণতঃ কম্পিউটারে ইংরেজী তারিখ ও বার দেখতে পাই। কিন্তু আজকাল অফিস-আদালতে ইংরেজী তারিখের পাশাপাশি বাংলা তারিখের প্রচলন হয়েছে। তাছাড়া আমাদের ব্যক্তিগত কাজেও অনেক সময় বাংলা তারিখ জানার প্রয়োজন পড়ে। আবার অনেক সময় আমাদের পূর্ববর্তী বা পরবর্তী কোন ইংরেজী তারিখের বাংলা তারিখ জানার প্রয়োজন পড়তে পারে। এ সব দিক লক্ষ্য করে আমি Date Converter প্রোগ্রামটি তৈরী করেছি। আমার বিশ্বাস এটি আপনাদের অনেক কাজে লাগবে।

নিচের লিংকটি থেকে প্রোগ্রামটি ডাউনলোড করুনঃ

http://www.mediafire.com/download.php?iwk1gzuhryk

Dtcnvrtr

প্রোগ্রামটি চালু হলে এতে আপনি বাম পাশে ইংরেজী তারিখ এবং ডান পাশে বাংলা তারিখ দেখতে পাবেন। উপরে বাংলাতে সময় দেখতে পাবেন। ডান দিকে নীচে প্রদর্শিত তারিখের সূর্যোদয় ও সুর্যাস্তের সময় দেখতে পাবেন।

আপনি যদি পূর্ববর্তী বা পরবর্তী কোন ইংরেজী তারিখের বাংলা তারিখ দেখতে চান তাহলে Converter বাটানে ক্লিক করুন অথবা C চেপে এন্টার চাপুন। একটি ছোট ডায়ালগ বক্স প্রদর্শিত হবে। এতে যথাক্রমে তারিখ, মাস ও সন এন্ট্রি করে Convert বাটনে ক্লিক করুন। ঐ তারিখের বাংলা তারিখ, বার, সূর্যোদয় ও সুর্যাস্তের সময় প্রদর্শিত হবে।

বলে রাখা ভাল, সূর্যোদয় ও সুর্যাস্তের সময় বর্তমান প্রচলিত DLS পদ্ধতিতে প্রদর্শিত হবে না। সুতরাং এ ক্ষেত্রে আপনারা প্রদর্শিত সময়ের সাথে এক ঘন্টা যোগ করে নিবেন।

সবার সুস্বাস্থ্য কামনা করি।
আপনাদের মন্তব্য আমায় প্রেরণা যোগাবে।
ভাল থাকুন সবাই।

Level 2

আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Islam ভাই, সবার আগে আপনাকে ধন্যবাদ জানাতে পেরে আমি আনন্দিত।আসলে, ধন্যবাদটা সফট তৈরির আগে দেওয়ার দরকার ছিল। আমি ইহা download করে ব্যবহার করেছি। খুবুই ভাল লেগেছে।………………………………………([email protected])

Level 0

ডউনলোড করে দেখি। ভাল লাকগবে। ধন্যবাদ।

Level 0

আরবি তারিখ সংযোজিত করলে আরো বেশি ভাল হতো।

Level 0

Ai software ti apni ki use kore creat korsen. bolben PLS

Level 0

কাজের জিনিষ……..।
ধণ্যবাদ।

( আমরা টেকটিউনে এখন ভালো ভালো Programmer পাচ্ছি। যা কিনা ভালো একটা দিক। )

ধণ্যবাদ আপনাকে ।

Level 0

কাজের স্যাফটওয়্যার।ধন্যবাদ।

Level 2

সবাইকে মন্তব্যের জন্য ধন্যবাদ।
@ Ruhul Amin – আরবী তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই অনেক সময় তারিখ সঠিক হয় না। তবুও আমি চেষ্টা করবো এটি সংযোজন করতে।
@ mak_nader – এ সফটওয়্যারটি আমি Visual Basic ব্যবহার করে তৈরী করেছি।
ভাল থাকুন সবাই।

Thanks.Kaje lagbe.

    Level 2

    Thanks for your comment. Nice to meet you.

Ismail ভাই,
এতোদিন কোথায় ছিলেন । অনেক দিন পরে আসলেন ।
আশাকরি এখন হতে নিয়মিতই পাবো ।
————@ ধন্যবাদ @————–

Level 2

@ রুহল আমীন!
অনেক ধন্যবাদ আপনাকে। চেষ্টা করবো নিয়মিত থাকতে।
ভাল থাকুন।

ভালো লাগলো…।কাজের জিনিষ একটা
আপনার সফলতা কামনা করি

ইসমাইল ভাই – অসাধারণ !

বলার ভাষা হারিয়ে ফেলেছি।

VeeeeeeeeeRyyyyyyyyy,VeeeeeeeeeeRyyyyyyyyyyyyy,VeeeeeeeeeeeRyyyyyyyyyyyy Thank Youuuuuuuuuuuuuuuuuuu…………