Windows 8 Developer Preview রিভিউ….!! (টেকটিউনসে আমার প্রথম টিউন)

আপনারা জানেন অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিছুদিন আগে মাইক্রোসফট তার নতুন অপারেটিং সিস্টেম Windows 8 Developer Preview এর চেহারা বেশ আটঘাট বেধেই উন্মুক্ত করে দিয়েছে। যদি ও কিছুদিন আগের রিলিজ পাওয়া Windows 7 এর রেশ এখনো ঠিকমত কাটেইনি। তার মধ্যে আবার এই নতুন উইন্ডোজের মোড়ক উন্মোচন!!! যারা কিছুদিন ধরে Windows 8 Transformation Pack দিয়ে Windows 7 কে একটু রাঙ্গিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাতে চেষ্টা করছিলেন, তাদের জন্য এটা আশির্বাদই বটে। কারন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি অনেক পিসি ইউজারই চেষ্টায় থাকেন তাদের পিসির উইন্ডোজকে কিভাবে রঙচঙ মাখিয়ে আরো আকর্ষনীয় করে রাখা যায়। তাতে করে পিসি যতই স্লো হয়ে উঠুক না কেন!!!

যেহেতু Windows 8 Developer Preview এখনো মার্কেটে তেমন এভেইলেবল না, তাই গত কয়েকদিন ধরে আমার ২৫ কেবিপিএস স্পিডের ব্রডব্যান্ডের উপর দিন-রাত হার্ডকোর টাইপের নির্যাতন করে অবশেষে ৪ দিনে প্রায় ৩.৬০ গিগার নতুন Windows 8 Developer Preview টা ডাউনলোড করে ফেললাম। যদিও এটি ট্রায়াল ভার্সন, তারপরও কেমন জানি নতুন উইন্ডোজ ডাউনলোড করে ব্যবহার করার লোভ সামলাতে পারছিলাম না। আর শুধুমাত্র ইউজার ইন্টারফেস দেখার জন্যই কাজটা করে ফেললাম!!

যেহেতু আমার পিসিতে দুইটা অপারেটিং সিস্টেম XP ও Windows 7 ছিল তাই কেমন জানি নুতন করে আরেকটা অপারেটিং সিস্টেম সেটআপ দিতে ইচ্ছে করছিলনা। তারপরও নতুন উইন্ডোজ ব্যবহার করার লোভ সামলাতে না পেরে হার্ডডিস্কের একটা ড্রাইভের জায়গা Acronis Disk Director দিয়ে বাড়িয়ে প্রায় ৪৫ গিগা সাইজের করে নিলাম। কারন আমার ধারনা ছিল এরকম স্পেস থাকলেই ভালো ভাবে নতুন উইন্ডোজ টা সেটআপ দিয়ে অন্যান্য এপ্লিকেশন সহকারে পিসি রান করতে বেশ সুবিধাই হবে এবং অবশেষে সেটআপ দিয়ে ফেললাম Windows 8 Developer Preview . এবং কয়েকদিন ধরে বেশ ভালো ভাবেই নতুন উইন্ডোজটা চালাচ্ছি। তাই ভাবলাম আপনাদের সাথে সেই অভিজ্ঞতা কে শেয়ার করি। এবং নতুন উইন্ডোজ নিয়ে একটা হালকা টাইপের রিভিউ লিখে ফেলি।

ইনস্টলেশন প্রসেস: যাদের উইন্ডোজ সেভেন ইনস্টল করার অভিজ্ঞতা হয়েছে তাদের কাছে Windows 8 Developer Preview এর ইনস্টলেশন প্রসেসকে নতুন কিছু মনে হবেনা। কারন হুবহু সেভেনের মতই এই Windows 8 Developer Preview এর ইনস্টলেশন প্রসেস। তবে হালকা যে পার্থক্য গুলো রয়েছে তা তেমন উল্লেখ করার মত নয়। তাই এটা নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন বোধ করলাম না। তবে আপনি যে ড্রাইভেই Windows 8 Developer Preview সেটআপ দিন না কেন খেয়াল রাখবেন সেই ড্রাইভে যেন মিনিমাম ২৫ গিগা ফ্রি স্পেস থাকে। কারন এই উইন্ডোজ প্রায় ১৭ গিগা জায়গা একাই দখল করে নেবে।

ফার্ষ্ট ইমপ্রেশন: আপনার কম্পিউটারে যদি একাধিক অপারেটিং সিস্টেম থাকে, তবে সেটআপ শেষ হবার পরে প্রথম যখন উইন্ডোজ বুট করবে তখন বুট মেনুতে এই উইন্ডোজ সহকারে আগের সেটআপ দেওয়া সব উইন্ডেজ লিস্টেড আকারে দেখতে পারবেন। এবং সেখান থেকে আপনার পছন্দমত যেকোন উইন্ডোজ সিলেক্ট করে রান করাতে পারেন। তবে এখানে লিস্টে আপনি Windows 8 Developer Preview কে শুধু Windows Developer Preview নামে দেখতে পাবেন। আমি বুট মেনু থেকে Windows Developer Preview সিলেক্ট করেছিলাম।

………Windows 8 Developer Preview যখন চালু হবে তখন প্রথমেই দেখবেন একটি ওয়ালপেপার। যদিও এই ওয়ালপেপারে তেমন কিছুই খুজে পাবেননা। তাহলে উইন্ডোজে ঢুকবেন কিভাবে?? নো টেনশন!!! আসলে এটি পাসওয়ার্ড উইন্ডো, যেটার পেছন সাইডে লুকিয়ে আছে পাসওয়ার্ড ইনপুট দেবার ঘর। আপনি এই ওয়ালপেপারে মাউস দিয়ে ডাবল ক্লিক করলে বা কী-বোর্ডের এন্টার কী প্রেস করলে দেখবেন এই ওয়ালপেপারটা পর্দার মত উপরে উঠে যাবে এবং আপনি পাসওয়ার্ড ইনপুট করার ঘর পাবেন। অতঃপর পাসওয়ার্ড ইনপুট করে ঢুকে পড়ুন মূল অংশে।

ইউজার ইন্টারফেস: যেখানে এতদিন আপনি মুল অংশ হিসেবে ডেস্কটপকে দেখে এসেছেন সেখানে এখন নীচের স্ক্রিনশটের মত স্টার্ট স্ক্রিন দেখবেন। যেটাকে মাইক্রোসফট নাম দিয়েছে Metro Start Screen. এবং এই Metro Start Screen এ ডিফল্ট আইকনগুলো দেখলেই বুঝবেন যে এই Windows 8 Developer Preview এর ইন্টারফেস আগের গুলোর চাইতে অনেক আলাদা। আমি যতটুকু বুঝেছি সদ্য রিলিজ পাওয়া Windows 8 Developer Preview এখনও Evaluation কপি হবার পরও এটি অনেকটা পরিপূর্ণ একটা উইন্ডোজ। আমি এই উইন্ডোজের ইউজার ইন্টারফেস নিয়ে কয়েক ঘন্টা বকবক করলেও এটার ব্যাপারে আপনাকে সঠিক ভাবে বুঝাতে পারবনা, যতক্ষন না পর্যন্ত আপনি এই উইন্ডোজের ইন্টারফেস নিজের চোখে না দেখেছেন। তবে যাদের মনিটরের সাইজ বড় আকৃতির, তারা এই উইন্ডোজের ইউজার ইন্টারফেস দেখে সত্যিই মুগ্ধ হবেন আশা করছি!!!!

সফটওয়্যার সাপোর্ট: আমার তো মনে হয় অনেকেই এই ইস্যুটার ব্যাপারে এখনো দ্বিধান্বিত বলে Windows 8 Developer Preview এর Evaluation কপি ব্যবহার করতে আগ্রহ পাচ্ছেন না। আর তাই এই রিভিউ লেখার আগে আমি চেষ্টা করেছি এই উইন্ডোজের সফটওয়্যার সাপোর্ট ক্যাপাবিলিটি একটু পরখ করে দেখার জন্য।

……… প্রথম দিকে আমিও এই Windows 8 Developer Preview এর Evaluation কপিতে আমার পিসির হার্ডওয়্যার গুলোর ড্রাইভার সাপোর্ট নিয়ে বেশ চিন্তার মধ্যে ছিলাম। কারন পিসির হার্ডওয়্যার গুলোর Windows 8 এর জন্য আলাদা ভাবে ড্রাইভার এখনো রিলিজ পায়নি। তাই আমি আগের উইন্ডোজ সেভেনের ড্রাইভার গুলো টেস্টিং হিসেবে এই উইন্ডোজে ব্যবহার করার চেষ্টা করেছিলাম। এবং অবাক করার মত ব্যপার হচ্ছে, উইন্ডোজ সেভেনের ড্রাইভার গুলো এই Windows 8 Developer Preview তেও অনেক ভালো ভাবে কাজ করে!!!! যেমন আমার গ্রাফিক্স কার্ড ছিল “Radeon HD 4890 X2″ সিরিজের আর সাউন্ড কার্ড ছিল Creative XFI XtremeGamer, আমি আমার পিসির হার্ডওয়্যার গুলোর মডেল এই কারনেই দিলাম যে অনেকেই যাতে মনে করতে না পারেন যে আমি বিল্টইন ডিভাইস গুলোর ড্রাইভারের কথা বলেছি। বরং আমি এটার মাধ্যমে বুঝাতে চেয়েছি যে সদ্য রিলিজ পাওয়া এই Windows 8 Developer Preview এর ড্রাইভার সাপোর্টিং ক্যাপাবিলিটি একেবারে হেলাফেলার নয়!!!

এরপর আমি পিসিতে সচরাচর যেসব এপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার হয় সেগুলো সেটআপ দিয়ে ব্যবহার করার চেষ্টা করেছি। এবং অবাক কান্ড হচ্ছে এগুলোর মধ্যে ৯৫% সফটওয়্যারই অনেক সুন্দর ভাবে কাজ করে!!! তবে খেয়াল করেছি পোর্টেবল সফটওয়্যার গুলোকে কেমন জানি ঠিকমত সাপোর্ট দিতে পারেনা!! তাছাড়া সফটওয়্যার সাপোর্টিং এর ব্যাপারে Windows 8 Developer Preview এর পারফর্মেন্সকে একেবারে জোস না হলেও ফেলে দেবার মত নয়!!!! এই কথাটা আমি এজন্যই বললাম যে, সব ধরনের সফটওয়্যার নিয়ে গবেষণা করার মত সময় বা ধৈর্য আমার ছিলনা। তবে যতটুকু বুঝেছি, তাতে Windows 8 Developer Preview এর সফওয়্যার সাপোর্ট আমার কাছে বেশ সন্তোষজনক মনে হয়েছে!!!

পরিশিষ্ট: যেহেতু Windows 8 Developer Preview এডিশন এখনো Evaluation মুডেই আছে, তাই এতে এখনো অনেক “বাগ” রয়ে গেছে!!! যা আপনার জন্য মাঝে মাঝে বিরক্তি কারন হতে পারে। যেমন- শাটডাউনের সময় বা রিস্টার্টের সময় পিসি হ্যাং হয়ে যাওয়া, মাঝে মাঝে সফটওয়্যার ক্রাশ করা ইত্যাদি। তবে এসবের চাইতেও সুন্দর ও চরম বিরক্তিকর ব্যাপার হচ্ছে এই নতুন উইন্ডোজের “ইউজার ইন্টারফেস”!!! যেটাকে সঠিকভাবে বুঝে উঠতে আপনার কিছুটা সময় লেগে যাবে!!!

যারা আমার এই রিভিউ পড়ে Windows 8 Developer Preview ব্যবহার করতে আগ্রহী হয়ে উঠবেন, তারা নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তবে একটা ব্যাপার মাথায় রাখবেন, যেহেতু এটা এখনো Evaluation মুডে আছে, তাই এতে অনেক “বাগ” থাকা স্বাভাবিক যা আপনাকে বিভিন্ন সময় হালকা বিরক্তিকর অবস্থায় ফেলতে পারে!!!

আমি এই পুরো রিভিউ টা নতুন রিলিজ পাওয়া Windows 8 Developer Preview ব্যবহার করেই লিখলাম শুধুমাত্র এটা দেখার জন্যই যে, এতে সফওয়্যার সাপোর্ট কেমন!!! এবং আমি অনেকটাই স্যাটিসফায়েড।

Windows 8 Developer Preview এডিশন এর ডাউনলোড লিংক (৩২ এবং ৬৪ বিট)..!!

টেকটিউনসে এটাই আমার প্রথম টিউন। তাই ভুল ত্রুটি হলে আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।

(এই লেখা পূর্বে সামুতে প্রকাশিত)

Level 0

আমি স্বপ্নবিলাসী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I Am A Simple Boy & Believe In Simplicity........!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই অনেক চেষ্টা করে 1.8GB জায়গা নষ্ট করেও এটা নামাতে পারিনি।তাই দয়াকরে WINDOWS 8 হাই কম্প্রেশ করে DOWNLOAD LINK দিন । আর না হয় DVD DISK এ রাইট করে আমআকে ১ কপি পাঠিয়ে দিন।কুরিয়ার সার্ভিস ফি+DISK মূল্য দিব।উত্তর দিলে ঠিকানা ও মোবাইল নম্বর দিব।
ধন্যবাদ।

    @sr: আমি একটু ব্যস্ত আছি। তাই আপনি আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বারটা আমাকে মেইল করুন। আমি ব্যস্ততা কমে যাবার সাথে সাথে আপনাকে ডিভিডি টা পাঠিয়ে দিতে চেষ্টা করব। আর তা অবশ্যই ফ্রিতে!!!! 🙂 এই অফারটা শুধুই আপনার জন্য। 🙂 ধন্যবাদ। [email protected]

Its just an outlook of the new version of windows (released for checking all software compatibility and performance and user feedback).u can’t blame for software crash or system hang becouse its not released officially till now for marketing.
you can send feedback and others problem details online.Reviewing some underdeveloped product in publick not fare.I am using the same.its awesome.Thank u.

Level 0

Bhi apnaka onak onak dhonnobad. Ame o ircha kora install kore nai. wait kortachilam khow eakjon install kora tar por jode bola ata valo ta hola korboo na hoi korboo na. akon apnar message ta dekha install korta ircha kortacha. dake hoi too kora e falboo. onak onak dhonnobad apnaka.

Level 0

ami eita download korci,bootable dvd korci setup deyeci shob ok but sound card instal hoi na……….but feature gula zotil

    আমার পিসিতে এরকম ড্রাইভার রিলেটেড কোন সমস্যা এখনো পাইনি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমার পিসিতে ড্রাইভার রিলেটেড কোন সমস্যা এখনো পাইনি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

টেকটিউনসে আমি নতুন। এর ইন্টারফেস আমি এখনো ঠিকমত বুঝে উঠতে পারিনি। তাই মন্তব্য এবং রিপ্লাই প্রদানের ক্ষেত্রে কেমন জানি সমস্যা হচ্ছে!!!! আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

দারুন টিউন! উইন্ডোজ ৮ এর লগিন স্ক্রিন এর উপরে ক্লিক করে উপরের দিকে ড্রাগ করলেই টাচ স্ক্রিনের মত উপরে চলে যাবে 🙂

ধন্যবাদ সুন্দর এক্তা রিভিউ দেয়ার জন্য।

চমৎকার রিভিউ

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ভাই, সামুতে আমি আপনার টেকি পোষ্টের চরম ভক্ত। তবে যেকোন কারনেই হোক আপনার পোস্টে কখনোই মন্তব্য করা হয়নি। তবে খুব ভালো লাগলো যে আপনি আমার এই টিউনে কমেন্ট করেছেন। যদিও সামুতে এই পোষ্টে কমেন্ট করেননি!!! মনে হয় আমার পোষ্টটা আপনার নজর এড়িয়ে গেছিল। যাইহোক মন্তব্যের জন্য ধন্যবাদ।

    সামুতে আমার পোস্ট ছিল:
    http://www.somewhereinblog.net/blog/broken_dreamer/29460999

Level 0

salam vai
kamon achen
asa kori valo achen
R aponi valo thaker-e kotha
karon ta ami volvona
aponaka onek thanks amon ekta sunddor tuine korer jonna
khub valo laglo w8 chaliya moja-e palam
toba ekto amer prob.. w8dvd ta write korta parini
4-5 dvd nosta kora falasi
dvd thaka boot hoyna
plz ektu volban ki bave write korbo
iso ta write korla data cdita write korlam hoyni

    @LCC: ভাই, আপনি একটা ছোট্ট সফটয়্যার নীচের লিংক থেকে নামিয়ে নিয়ে ঐটা দিয়ে ইমেজ ফাইলটা বার্ন করুন। আশা করছি সমস্যা হবেনা। কারন আমি ঐটা দিয়েই ইমেজ ফাইল রাইট করি। এবং এর পর থেকে ঐটা দিয়েই ইমেজ ফাইল রাইট করবেন। মনে হয় সমস্যা হবেনা। আমার দেখা মতে সফটোয়্যারটা অনেক কাজের। আর দেরীতে রিপ্লাই এর জন্য দুখিত!!! 🙁 🙁

    http://www.softpedia.com/get/CD-DVD-Tools/Data-CD-DVD-Burning/ImgBurn.shtml

Level 0

[email protected]/yahoo.com/hotmail.com
aponer phone no ta din plz ektu janan

জটিল 😀

অনেক কষ্ট করে আমিও ডাউনলোড করেছি। খুলনা বা আশে পাশের কারো লাগলে আমার কাছ থেকে নিতে পারেন । 01717666676

    @Aowlad Hossain: আপনার এই সাহায্যকারী মনোভাবের কারনে আপনাকে ধন্যবাদ। আশা করছি ভালো থাকবেন।

আপনার এই সাহায্যকারী মনোভাবের কারনে আপনাকে ধন্যবাদ। আশা করছি ভালো থাকবেন।

আপনার প্রথম টিউনই অনেক ভাল ও মান সম্মত হইছে,আশা করি সামনেও আরো ভাল ভাল টিউন পাব,
ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।

    @আতাউর রহমান: মন্তব্যের জন্য এবং উতসাহ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। ব্যস্ততার কারনে আপনার রিপ্লাই দিতে বেশ দেরী হল। আশা করছি এজন্য তেমন কিছু মনে করেনননি। ভালো থাকবেন।

vai install koreci .activator ki pauya jabe???

Level New

আগে আপনার এই দুইটা পোস্ট পরছিলাম
১।পিসি (পার্সোনাল কম্পিউটার) আপগ্রেড করবেন?? কোন কোন হার্ডওয়্যার আপগ্রেড করবেন?? কেন করবেন?? কিভাবে আপগ্রেড করবেন?? (ছোট বাচ্চাদের উপযোগী করে পিসি আপগ্রেড করার পরিপূর্ণ গাইডলাইন)
২।পিসি (পার্সোনাল কম্পিউটার) কিনবেন?? কি কিনবেন?? কেন কিনবেন?? কিছু টিপস্ এন্ড ট্রিকস্ এবং সতর্কতা!!! (ছোট বাচ্চাদের উপযোগী করে পিসি কেনার পরিপূর্ণ গাইডলাইন)
আমার একটু সাহায্য দরকার ।হেল্প মি প্লিজ
https://www.techtunes.io/help-ask/tune-id/158546