একটি ৯৯% বিপদ সংকেত (!) Be Careful !!

একটি ৯৯% বিপদ সংকেত (!) Be Careful !!

আসসালামুয়ালাইকুম। আমার টেকটিউনস-লাইফে আমার এটা প্রথম টিউন। এতদিন ভিজিটর ছিলাম বাট গতকাল ‘নেটহ্যাকার’ এর একটি টিউন অ্যান্ড আজস্র্র কমেন্ট পরে বাধ্য হয়ে লিখছি।

Qubee & BanglaLion Usage Limitation HACK!! টিউনটি কি আসলেই কাজে আসছে কারো? “Qubee Sniffer” টা ছিল ভাইরাস ভরা। আমার মত যাদের মাস্টার পাসওয়ার্ড নাই browser এ তাদের কি হবে আল্লাহ্‌ জানে! ইতিমদ্ধে কইজনের কপাল পুড়ছে খোদা মালুম।

সবচে সন্দহজনক হল, অগনিত সাহায্য+কমেন্টের উত্তর না দিয়ে আমাদের ‘নেটহ্যাকার’ এক সপ্তাহ ছুটি নিয়ে নিলেন পরবর্তী টিউনের জন্য !!!
কেও যদি বলে, এই এক সপ্তাহ উনি account hack করাই busy থাকবেন তবে কি ভুল হবে?

একজন স্বনামধন্য টিউনারের বিরুদ্ধে বললাম না জানি কি হই। ছোটমুখে বড় কথা!!
এ টিউনের উদ্দেশ্য just সতর্কতা বৈ কিছু নই।

 

(কাল থেকে ট্রাই করছি টিউন পাবলিশ করতে পারিনি। এই মাত্র পারলাম)

বিঃদ্রঃ এটা আমার ১ম টিউন। ভুল হলে সুদরিয়ে দিবেন।

 

Level 0

আমি একজন "স্বপ্নচারী"। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন "স্বপ্নচারী" যে স্বপ্ন দেখতে..দেখাতে ভালোবাসে....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সর্তক করার জন্য।আমি মাস্টার পাসওয়ার্ড ব্যাবহার করি।কোন সমস্যা কি হতে পারে?

খেকজ, আমিও মাস্টার পাসওয়ার্ড।

আমিও ব্যাবহার করি। আশা করি হবেনা।
ধন্যবাদ for commntz

ধন্যবাদ। আমার ফেইসবুক একাউন্ট হ্যাক হয়েছিল। যদিও তা ঠিক করতে পেরেছি।তবে এ ব্যাপারে টিটির বিশদ নির্দেশনা কামনা করছি

বহু চেষ্ঠা করেও ওনার ওই ট্রিকসদিয়ে কোন কাজ করতে পারিনি।
MAC অ্যাডড্রেস চেন্জ করে IDM নেয় ডাউনলোড করা যাবে, কিন্তু ব্রাউজারে যাবেনা টাইপ কথাগুলো গোজামিল লেগেছে আমার কাছে।

আর নেট হ্যাকারের খুব বেশী টিউন আমার চোখে পড়েনি। টিউনারকে ভালোভাবে চিনিনা।
পুরো ব্যাপারটার মধ্যে একটা সমস্যা রয়েছে, মনে হয়েছে।

    Level 0

    @নেট মাস্টার: উনি বলেছিল যে qubee ও bangla lion modem এর কারনে অন্য আরেক জনের একাউন্ট হ্যাক করা যায় না । এটাও ছিল আরেকটি ভুল , কারন এখানে Modem কোন বিষয় না । user name ও password জানা থাকলে হ্যাক করা যায়। আমি নিজেই প্রি-পেইড যখন ব্যাবহার করতাম মাঝে মাঝে কার্ড না থাকলে অন্য একাউন্টে ঢুকে নিজের কাজ শেষ করতাম । আর ভাইয়েরা ভাল করে লক্ষ্য করে দেখেন যারা তার কথায় কাজ করেছেন আপনাদের একাউন্ট ঠিক আছে না হ্যাক হুয়েছে ।

আমি মাস্টার পাসওয়ার্ড ব্যাবহার করি না, Mozilla Firefox এ Facebook, Gmail, Techtunes এর password সেভ করাছিল, এখন সব পাসওয়ার্ড change করে ফেলছি, এখন কি আর কোন সমস্য করতে পারবে ?

Level 0

google chrome e master password ki bhabe dibo ?

ami o master password use kori………..thnx

Level 0

আমি উনার পদ্ধতি ফলো করলাম……… কোন কাজ হলো না!!! আমার ইউজেস থেকে ঠিকই মেগাবাইট কাটা গেছে। উনার উপর মেজাজটাই বিলা হইয়া আছে…………

হা হা
ঐ সফট আমি প্রথমে দেখেই বুঝতে পেরেছিলাম সাথে সার্ভার বাইন্ড করা 😛
তাই ঐ টিউনে ফুল ভার্শন সফটের লিঙ্ক দিয়েছিলাম আর মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিয়েছিলাম। 😀 😀 কয়জন ফলো করছে কে জানে 😛

যা করার ছিল ইতিমধ্যে ‘উনি’ টা করে ফেলেছেন। কইজনের যে সর্বনাশ করলো কে জানে!
আমিও ভাই খপ্পরে পড়ছিলাম। রাতেই all pass: চেঞ্জ করছি এবং জত তাড়াতাড়ি সম্ভব সবাইকে সতর্ক করছি।
কিন্তু, TT কি করছে? আতগুল মানুষের বিপর্যয় হবে জেনেও কিছু করলনা !?

‘এডমিন’ এর কাছে আবেকঃ ‘নেটহ্যাকার’ কে বর্জন করা হোক।

ইউজারনেম আর পাস জেনে লাভ নেই, ম্যাক না জানলে সারাজীবন চেষ্টা করেও একাউন্টে ঢুকতে পারবেনা। আর সার্ভারে ম্যাক দেখায়না।

    @মিনহাজুল হক শাওন: ইউজারনেম আর পাস জেনে লাভ নেই কথাটা পুরাপুরি সত্য নয়। প্রি-পেইড আইডিতে যে কোন পিসি বা যে কোন মডেম দিয়ে ঢোকা যায় (কিউবি) তবে পোস্ট পেইডে নির্দিষ্ট মডেম ছাড়া ঢোকা যায় না। যদিও আগে পোস্ট পেইড আইডি দিয়েও ব্যবহার করা গেছে 😛 😛

no মিনহাজু vai. মডেমের ইউজারনেম আর পাস না। yahoo,gmail,Fbook…etc এর user name & pass জানলে ক্ষতি হবে তো ! যারা এগুলো browser এ সেভ করে রাখছিল সেগুলো hack হওয়ার সাথে সাথে চলে যাবে hacker এর কাছে।

আমি মাস্টার পাসওয়ার্ড ব্যাবহার করি না, but, Mozilla Firefox এ Facebook, Gmail, Techtunes এর password সেভ করাছিল, এখন সব পাসওয়ার্ড change করে ফেলছি, এখন কি আর কোন সমস্য করতে পারবে ?

Level 0

ami abr kokhonoi browser e password save kori na!!!!!!1 amr mind ei to pass save kora ache………..ar sob gular pass eki!!!!!!!!! 😛 😛

@Abdus Sattar Sazib,
na. asa kori R kichui korte parbena uni.

Level 2

আমিও উনার অন্য কোন টিউন না দেখে সন্দেহে পরেছিলাম। কিন্তু কাল ত দেখলাম অনেকের ই কাজে লেগেছে টিউনটা। তারা কেউ কেন এখানে কমেন্ট করছেনা?

    Level 0

    @shaonx: মনে হই তাদের সবার ই টিটি অ্যাকাউন্ট হ্যাক করেসে 😀 😀 😀

Level 0

ঠিক ই বলসেন ভাই।।এই soft install এর আগেই ১ম এ মজিলা তারপর অপেরা তে access চাই (কিন্তু chrome এ কোন access চাইনি!!!) মানে install হতে হতে সব কাজ শেষ(kaspersky থাকার কারনে বুজতে পারসি)।। এছাড়া ‘নেটহ্যাকার’ ভাই বলসিল।।install এর সময় নেট অন রাখতে।।কিন্তু তার কোন প্রয়োজন হওয়ার কথা না ।।

কিন্তু আমার কথা হল প্রথমে ত অনেকে comment করসিল তাদের কাজ হইসে !! সত্যি ই কি কারো কোন কাজ হইসিল???

kono e kaj hoynai sob chapa bazi.. snoop sft ta ami cnet theke dload kore try korci tao kaj hoy na

ami chrome use kori kintu kono id ba password browser e save kora chilo na….ete ki kono problm hobe….

**** Brother thankx for your kind post. You said something realllllyyyyyy interesting about my post***

Welcome to Techtunes Tuning dunia(as it’s your 1st tune). I think its my credit that you have been forced to write in techtunes and hope all thanx to Me the(hated or beloved) “NETHACKER”

**********4(Four) things to be noted************
1. I didn’t hacked anyone’s account, & indeed, No ones account has been hacked! my me with that tune(The person claims that i have hacked his account please think again because i dont remember hacking anyone.)

2. In my tune I think I have told everyone that “You can’t access other’s account from your modem” So hacking your BanglaLion or Qubee account isn’t worth or trying. You dont Believe me???? Please try your friend’s account on your modem…

3. I would like to WARN!! everyone that please consider a hacker(who calls himself) hacker isn’t a safe person at all. So when you saw a post from a tuner named NETHACKER– doing what he says wasn’t safe at all. I am a good person so i have not done anything but if i were a BAD person what would happen allah knows..

4. Techtunes is very weak in Security system so next time writing something about someone who already have hacked many server Please becareful about your privacy…….

Couldn’t write Bangla so sorry, sorry , sorry(last 2 sorry for the bad English)

See you all Soon.

    Level 0

    @নেটহেকার: জটিল।। বাঁশ দিলেন ভাই ।। 😀

    ভাই আপনার নতুন banglalion এর টিউন তা কবে পোস্ট করবেন??? ওয়েট করতেসি ভাই আশা করি কাজ হবে এবার।। (^_^)

    @@নেটহেকার, ধন্যবাদ হঠাত আসার জন্য। আপনার তো ২৪ তারিখ আসার কথা ছিল?
    ভাই,আমি মডেম hack এর কথা বলিনি। মডেম ছাড়া কেও hack করতে পারবেনা এটা সবায় জানে।

    আপনার “জটিল+রসাল+কাজের(!)” টিউন টা দেখে সবাই লাফ দিছে। yahoo,gmail,Fbook..etc এর account হেক হতে পারে কেও মাথাই আনেনি।
    আপনি good person বলে হেক করেননি বাট কাজটা তো অনেকটা হেকের মত। তাই সবায় ভই পাইছিল।
    আচ্ছা ভাই, আসলেই কাজ করে ওটা?আপনি sure???
    সবাই আশা করছে আপনি soft টা কাজ করিয়ে সবাইকে হেল্প করবেন।
    we r waitng………….

    Level 0

    @নেটহেকার: ভাই , আপনার বাংলা বিলাই হ্যাক সম্পর্কিত টিউনের অপেক্ষায় আছি।
    আমি বাংলা বিলাই ইউস করি। আর আপনার আগের টিউনটি খুজে পাচ্ছিনা কেন?

@@নেটহেকার, ধন্যবাদ হঠাত আসার জন্য। আপনার তো ২৪ তারিখ আসার কথা ছিল?
ভাই,আমি মডেম hack এর কথা বলিনি। মডেম ছাড়া কেও hack করতে পারবেনা এটা সবায় জানে।

আপনার “জটিল+রসাল+কাজের(!)” টিউন টা দেখে সবাই লাফ দিছে। yahoo,gmal,Fbook..etc এর account হেক হতে পারে কেও মাথাই আনেনি।
আপনি good person বলে হেক করেননি বাট কাজটা তো অনেকটা হেকের মত। তাই সবায় ভই পাইছিল।
আচ্ছা ভাই, আসলেই কাজ করে আতা?আপনি sure???
সবাই আশা করছে আপনি soft টা কাজ করিয়ে সবাইকে হেল্প করবেন।
we r waitng………….

Level 0

ভাই আমি কোন পাসওয়ার্ড সেভ করি নাই। আমার কি কিছু হ্যাক হতে পারে?

@aloadar,সাবধানতা অবলম্বন করুন। সম্ভব হলে পাস চেঞ্জ করুন।

ভাগ্যিস আমি পোস্টটিতে ইন্টারেস্টেড হই নি।

Level 0

আরে ফেইসবুক জিমেইল হ্যাক হওয়ার প্রশ্ন উঠে কিভাবে এখানে ? আপনি তো জাস্ট আইডিএম এ একটা নতুন লগিন অথিনটিকেট এড করলেন আর ম্যাক আড্রেস চ্যাঞ্জ করে সার্ভারে প্রবেশ করলেন ! এখানে ফেইসবুক জিমেইল হ্যাক তো দুরের কথা ব্রাউজার এর তো কোন কথাই বলা হয়নি পোস্টটিতে! আর ভাবতে পারেন এই সফটঅয়ার এর মাধ্যমে পাসওয়ার্ড চুরি হয়ে হ্যাকার এর হাতে চলে যাবে তাহলে ভাই এরকম ক্ষতিকর সফটওয়ার সিনেট এর সাইটে থাকতনা।

যদি কেউ ঐ সফট টা ইন্সটল করে থাকেন তাহলে প্রথমে টোটাল সফট টা আনইন্সটল করুন পিসি থেকে পুরপুরি ।তার পরে
টেক্সট বার ে মাউস এর রাইট বাটন ক্লিক করে দেখুন টেক্সট মেনেজার আসে কি না । যদি না আসে তাহলে আপনার পিসি তার দখলে চলে গেছে ,আর যদি ওপেন হয় তাহলে টেক্সট মেনেজার এ ক্লিক করুন এবং Processes সিলেক্ট করে ওপেন করুন । এখন দেখুন winlogon.exe নামক ফাইল টি কি লাল রঙ হয়েছে কিনা ।মানে লিখা গুলোর রঙ কি লাল কিনা ? অথবা winlogon.exe এই নামে ২ টা ফাইল হয়ে গেছে কি না ? যদি হয়ে থাকে এমন টা হলে লাল winlogon.exe অথবা একই রকম winlogon.exe এর উপরের ফাইল টি ডিলিট করে দিন ।তবে সবচে ভাল হয় যারা ঐ ফাইল টি তে ক্লিক করেছিলেন তারা পিসি ফরম্যাট করে নিন ।কখনও কোন প্রকার server.exe নামক ফাইল এ ক্লিক করবেন না ।এসব কি লগার দিয়ে আপনার পিসি এর সব পাসওয়ার্ড চুরি করা সম্ভব ।

আর এডমিন এর উদ্দেশে বলি , এখানে সবাই শিখতে এবং জানতে আসে তাই তাদের কে ফাঁদ থেকে রক্ষা করার দায়িত্ব আপনাদের । ঐ ধরনের টিউন আপনার ব্লগ কে ও ক্ষতি করবে নীরবে ।আর টিউনের ভাইদের বলি আমরা আপনাদের থেকে কিছু জানতে আসি ,তাই আপনাদের অনুরধ ভাল কিছু আমাদের উপহার দিন ।অথবা টিউন করা থেকে বিরত থাকুন ।

যদি আমার কথায় কেউ সামান্য আঘাত পেয়ে থাকেন তাহলে দয়া করে ক্ষমা করবেন ।
ধন্যবাদ সবাইকে ……।

password সবসময়ই আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রাখা উচিত। তাইলেই আর ভয় থাকেনা।
আর নেটহেকারের পোস্টটাতে আমি দেখসি অনেকের কাজ হইসে। অ..নে…কে…র। আমার নিজেরও। আর যে সফটঅযার নিয়ে কথা হচ্ছে সেটা অন্য যে কোন জায়গা থেকে নামায়ে নেন। তাইলেই হয়।
তবে সব কথার শেষ কথা। এই পোস্টটা ঐ পোস্ট এর কমেন্ট না পড়েই করা হইসে সেটা বেশ বোঝা যায়। কারণ কমেন্ট পড়লে আর এই পোস্টটা আসারই কথা না। আমার কাছে পেজটা সেভ করা আছে। কেউ চাইলে মেইল আইডি দিয়েন। (মেইল আইডি দিলে হেক হবেনা . 😉 )

Level 0

@আসক্ত vai please me……[email protected]

vai amake save kora page ta den(Qubee Hack) [email protected]