এ সময়ের আলোচিত আট স্মার্টফোন!!!!

সবাই কেমন আছেন?টেকটিওনস এ আমি একদম নতুন।এই ব্লগ এ এসে আমি ব্লগটাকে ভালবেসে ফেলেছি।আমি নতুন হিসেবে আনেক নিয়ম জানি না ।আমার বানানে ও অনেক ভুল হতে পারে।তাই ক্ষমাসুন্দর দ্রিস্তি তে নিবেন।আর আমি আগামিতে কিভাবে ভালো করতে পারি পরামর্শ দিবেন।আজ আমি প্রযুক্তি বিষয়ে কিছু বলব।
প্রযুক্তি-বিশ্লেষকেরা চলতি বছরকে স্মার্টফোনের বছর হিসেবে উল্লেখ করেছেন। সাম্প্রতিক সময়ে বাজারে আলোচনায় রয়েছে অ্যাপল, স্যামসাং, সনি, এলজি, এইচটিসি, নকিয়া, জেডটিই ও ব্ল্যাকবেরির তৈরি আটটি স্মার্টফোন। স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে অসাধারণ ফিচার আর দ্রুতগতির শক্তিশালী ফোন হিসেবে বাজারে আলোচিত আট স্মার্টফোনের তালিকা তৈরি করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।

আইফোন ৫
দুই বছর ধরে চলে আসা বিভিন্ন গুজব আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০১২ সালের ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত এক অনুষ্ঠানে হালকা-পাতলা গড়নের ও ফোরজি প্রযুক্তির ‘আইফোন ৫’-এর ঘোষণা দিয়েছিল অ্যাপল। সারা বিশ্ব তাকিয়ে ছিল অ্যাপলের এ স্মার্টফোনটির দিকে। বাজারে আসার পর এ স্মার্টফোনটি সাড়া ফেলে। কাচ ও অ্যালুমিনিয়ামের কাঠামোয় তৈরি আইফোন ৫-এর রেটিনা ডিসপ্লের মাপ চার ইঞ্চি। ১১২ গ্রাম ওজন আর ৭ দশমিক ৬৬ মিলিমিটার পুরুত্বের আইফোন ৫-এ ব্যবহূত হয়েছে ডুয়াল কোরের প্রসেসর।

গ্যালাক্সি এস ৪
১৪ মার্চ নিউইয়র্কের একটি অনুষ্ঠানে জনপ্রিয় গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন ‘এস ৪’ বাজারে আনার ঘোষণা দিয়েছিল স্যামসাং। স্মার্টফোনটিতে আইট্র্যাকিং এবং জেশ্চার কন্ট্রোল বা অঙ্গভঙ্গি শনাক্ত করার প্রযুক্তি রয়েছে। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর ‘গ্যালাক্সি এস ৪’ হচ্ছে বাজারের জনপ্রিয় ‘গ্যালাক্সি এস ৩’ স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ। ৪ দশমিক ৯৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে দুই গিগাবাইট র্যাম, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং হাই ডেফিনেশন বা এইচডি মানের ভিডিওর সুবিধা রয়েছে। স্মার্টফোনটিতে আই স্ক্রল ও ফ্লোটিং টাচ সুবিধা রয়েছে। ফলে চোখের ইশারা ও অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারে।

এলজি অপটিমাস জি প্রো
ট্যাবলেট ও স্মার্টফোন চালানোর অভিজ্ঞতা একসঙ্গে দিতে পারে এলজির অপটিমাস জি প্রো স্মার্টফোনটি। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেতে ১০৮০ পিক্সেলে সমর্থন করে। ১ দশমিক ৭ গিগাহার্জ কোয়াড কোর গতির প্রসেসর, দুই গিগাবাইট র্যাম রয়েছে স্মার্টফোনটিতে। এ স্মার্টফোনটিতে চোখের ইশারায় ভিডিও নিয়ন্ত্রণ করার প্রযুক্তি রয়েছে।

সনি এক্সপেরিয়া জেড
বাজারের আলোচিত আরেকটি স্মার্টফোন হচ্ছে সনির এক্সপেরিয়া জেড। অ্যান্ড্রয়েড জেলিবিননির্ভর স্মার্টফোনটিতে রয়েছে ১ দশমিক ৫ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর। পানিরোধী সুরক্ষাযুক্ত এ স্মার্টফোনটি ময়লা হলে পানি দিয়ে ধুয়েও ফেলা যায়। স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ছাড়া সনি ব্রাভিয়া টেলিভিশনের প্রযুক্তি এ স্মার্টফোনের ভিডিও দেখার সুবিধা হিসেবে যুক্ত রয়েছে। শূন্য দশমিক তিন ইঞ্চি পুরুত্বের এ স্মার্টফোনটি ফোরজি সমর্থন করে।

এইচটিসি ওয়ান
তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসির তৈরি আলোচিত স্মার্টফোন হচ্ছে ‘এইচটিসি ওয়ান’। ফেসবুকের সম্প্রতি প্রকাশিত ‘হোম’ সফটওয়্যারটি প্রথমত এইচটিসি ওয়ান স্মার্টফোনটিতেই যুক্ত হচ্ছে। ১ দশমিক ৭ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসরের ও এক গিগাবাইট র্যামের স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডনির্ভর। এইচটিসির এ স্মার্টফোনটিকে বলছে ‘আলট্রা-পিক্সেল’ ক্যামেরাযুক্ত স্মার্টফোন। মেগাপিক্সেল সেন্সরের কয়েকটি স্তর মিলে তৈরি হয় আলট্রা-পিক্সেল। ৪ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে ১০৮০ পিক্সেল ফরম্যাট অর্থাত্ হাই ডেফিনেশন মানের ভিডিও দেখা যায়।

নকিয়া লুমিয়া ৯২০
নকিয়া কর্তৃপক্ষের ভাষ্যে, ‘লুমিয়া ৯২০ বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী বৈশিষ্ট্যের ফোন’। লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের বাঁকানো এইচডি প্রযুক্তির ডিসপ্লে, ডুয়াল কোরের ১ দশমিক ৫ গিগাহার্টজের প্রসেসর, এক গিগাবাইট র্যাম, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি, আট মেগাপিক্সেল পিউরভিউ ক্যামেরা-সুবিধা। শক্ত প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে তারবিহীন চার্জিং পদ্ধতি যুক্ত হয়েছে।

জেডটিই গ্র্যান্ড এস
জেডটিইর তৈরি গ্র্যান্ড এস স্মার্টফোনটিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে পাতলা ‘চীনা’ স্মার্টফোন! পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ‘গ্র্যান্ড এস’ নামের স্মার্টফোনটি ৬ দশমিক ৯ মিলিমিটার পুরু, ৬৯ মিলিমিটার প্রশস্ত, ১৪২ মিলিমিটার লম্বা। জেডটিইর তৈরি গ্র্যান্ড এস স্মার্টফোনটিতে হাই ডেফিনেশনে ভিডিও দেখা যায়। ৮ জানুয়ারি লাসভেগাসে অনুষ্ঠিত হওয়া বিশ্বের বৃহত্তম প্রযুক্তিপণ্যের মেলা সিইএস উপলক্ষে বিশ্বের সবচেয়ে পাতলা এ স্মার্টফোনটি উন্মুক্ত করেছিল জেডটিই। গ্র্যান্ড এস স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন এস ৪ প্রসেসর, ১ দশমিক ৭ গিগাহার্টজ সিপিইউ, দুই গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট তথ্য সংরক্ষণের সুবিধা। স্মার্টফোনটির সামনে দুই মেগাপিক্সেল ও পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

ব্ল্যাকবেরি জেড ১০
বাজারের আলোচিত আরেকটি স্মার্টফোন হচ্ছে ব্ল্যাকবেরির জেড ১০। চলতি বছরের জানুয়ারিতে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর ৪ দশমিক ২ ইঞ্চি মাপের টাচস্ক্রিন প্রযুক্তির নতুন স্মার্টফোনটি বাজারে আনে ব্ল্যাকবেরি। ইতিমধ্যে ১০ লাখ ইউনিট জেড ১০ মডেলের নতুন স্মার্টফোন বিক্রি করেছে মুঠোফোন নির্মাতা কানাডার প্রতিষ্ঠানটি। নতুন অপারেটিং সিস্টেমনির্ভর ব্ল্যাকবেরির স্মার্টফোনগুলো দ্রুতগতির এবং অসংখ্য অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে।
আমার পোস্টটি যদি ভালো লাগে তাহলে এ আমার সার্থকতা।ভাল থাকবেন,সুস্থ থাকবেন।

Level 0

আমি abuhamja96। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কি যে বলেন ভাই …বাংলাদেশে সবচেয়ে আলোচিত কম্পানি হল এখন মাথা নষ্ট ওয়ালটন … ওয়ালটনের বসুন্ধরার শো রুমে যাইয়া দেখেন 😀 😀 আজকে এক্স ১ দেখলাম … গুলি মারি আইফোন আর সামসাং রে … দেশি পণ্য কিনে হব ধন্য:D 😀

    @labib2021: জি ভাই আমরা সবাই জানি । আঙ্গুর খেতে না পেরে এক শিয়ালের কি অবস্থা হয়েছিল। তা মন্তব্য ছিল “আঙ্গুর ফল টক” 😀 উপরে যে ফোনগুলোর মডেল দেয়া হয়েছে তার সবই বিখ্যাত সব কোম্পানির। কই ওয়াল্টন আর কই এরা। ছাগল আর বাঘের মাঝে কি কোন তুলনা হয় ভাই? এরা এরাই। Apple এর কোন পণ্য অথবা Samsung Galaxy S4 ব্যাবহার কইরা দেইখেন আপনার ধারণাই পালটে যাবে যে এরা কি জিনিস বানায়। আর একটা কথা ওয়ালটন এর পণ্যগুলো কখনই শতভাগ দেশী পণ্য নয়। এগুলো বিভিন্ন চাইনিজ মোবাইলের Modified version branded by walton. বিভিন্ন চাইনিজ কোম্পনাই থেকে চুক্তিবদ্ধভাবে Hardware নিয়া দেশে assembly করা হয়। সেগুলো just দেশী মোড়কের আড়ালে চাইনিজ প্রডাক্ট।

      @techtunes.protibad: সহমত একদম ঠিক কথা বলেছেন আপনি। ++++++

      Level 0

      @techtunes.protibad:
      এখন কমদামে ভাল ফোন ব্যবহার করার সুযোগ আমাদের মতরা ওয়ালটনের কারনেই পারছে এক্তার পর একটা ফোন এনে তারা একটা ক্রেজ তৈরি করেছে তাই আমি মজা করে বলেছিলাম ..ওয়ালটন সবচেয়ে আলোচিত .. আপনি এভাবে খোটা দিবেন ভাবি নাই … সে যাই হোক সত্যি বলতে আমার এই ফোন গুলা কেনার সামর্থ্য নাই … আমার কিডনি বেচার দাম একেকটা … আমি ওয়ালতনের কম দামি ফনেই খুশি …আপনার সামর্থ্য থাকলে আপনি এইগুল কিনেন … টাতে আমার কি আসে যায় … ভাল না লাগলে ওয়ালতন কিনবেন না … আর আমি বলিনাই ওয়ালতন দেশেই এগুল তৈরি করে … ওয়ালতন এটা ব্র্যান্ডিং করছে তাই বলেছি দেশি পণ্য … ভাল থাকবেন 😀

Level 0

ধন্যবাদ ভাই ,ঠিক ই বলেছেন।ওয়ালটন ত পুরাআআআআআআআআই লল…।তবে খথা হছে কতদিন স্থায়ি হবে সেটাই দেখার বিশয়।লল যদি সার্ভিস ভালো হয়,তাহলে দেখবেন iphone,samsung কেও কিনবেনা।

    জ@abuhamja96: হাহাহা…… পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায় 😛

Level 0

source link prothom alo. aita dewa uchit chilo.
m.prothom-alo.com/details.php?newsId=344402

Level 0

donnobad