প্রযুক্তির যে সকল চমক আপনার জন্য অপেক্ষা করছে

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। এই টিউনে প্রযুক্তির কিছু কথা লেখার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভাল লাগবে। আসলে আমি প্রযুক্তিকে অনেক বেশি ভালবাসি আর টেকটিউনস কে ভালবাসি বলেই টেকটিউনসে টিউন করা। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই টিউন।

উইনডোজ 10

নিশ্চই ব্যাপারটি সবাই জানেন যে উইনডোজ 10 খুব শিগ্রই উন্মুক্ত হচ্ছে।

2015 তে ব্যবহার করতে পারবেন উইন্ডোজ 10। যাদের আর অপেক্ষা করার মত সময় নেই তারা উইন্ডোজ 10 এর প্রিভিউ ভার্সন ব্যবহার করতে পারেন। এবার দেখব উইন্ডোজ 10 এ কি কি চমক রয়েছে। উইন্ডোজ 10 এর সবছেয়ে বড় চমক হচ্ছে এটি সকল ডিভাইস এ সাপোর্ট করবে। অর্থাৎ মোবাইল, টেবলেট, কম্পিউটার ও অন্যান্য সকল ডিভাইস এর জন্য একটি ভার্সন।

উইন্ডোজ 8 অনেক সমালোচিত হয়েছে। উইন্ডোজ 8 এ সবছেয়ে বেশি সমালোচিত হয়েছে START Menu নিয়ে। কিন্তু উইন্ডোজ 10 এ  বহুল সমালচিত স্টার্ট মেনু ফিরিয়ে দেওয়া হবে।

উইন্ডোজ 10 অনেক দ্রুত গতি সম্পন্ন।

এক কথায় উইন্ডোজ 10 হচ্ছে অপারেটিং সিস্টেম এর এক নতুন চমক।

ডিএনএ ভিত্তিক বৈদ্যুতিক সার্কিট

২০ শতকে সবছেয়ে বেশি উন্নয়ন হয়েছে কম্পিউটার, যোগাযোগ ও ইন্টারনেটের। বিশেষ করে কম্পিউটারের আক্রিতি দিন দিন ছোট করা হচ্ছে। ১৯৭০ সালের দিকে একটি কম্পিউটার ছিল ১টি টেনিচ কোর্ট এর আক্রিতির। বিজ্ঞানীরা মাস্টার কী মাধ্যমে উপাদান পৃথক করে এর আকার ছোট করার মহান পদক্ষেপ গ্রহণ করেছে।

তারা ট্রানজিস্টর মধ্যে দূরত্ব এই ব্যাপারে কম সফল হয়েছে। ট্রানজিস্টর মধ্যে এই শূণ্যস্থান আরো অনেক চ্যালেঞ্জিং। ইলেকট্রনিক উপাদান ফেবরিকেশনের জন্য বিল্ডিং ব্লক হিসাবে অণু ব্যবহার করে, যা আণবিক ইলেকট্রনিক্স, ক্ষুদ্র সংস্করণের চ্যালেঞ্জ চূড়ান্ত সমাধান হিসেবে দেখা হয়. আসলে অণু ব্যবহার করে জটিল বৈদ্যুতিক সার্কিট তৈরী করতে সক্ষম হয়েছে। প্রাথমিক ডিজাইন করা হয়েছিল যা শুধুমাত্র পরিচিত অণু ঘুরে যোগাযোগ করতে পারে যা কম্পিউটারের জন্য ব্যবহার করা যেতে পারে, যা জটিল ও ক্ষুদ্র সার্কিট।

এ পর্যন্ত দীর্ঘ ডিএনএ অণু মাধ্যমে নির্ভরযোগ্যভাবে এবং পরিমাণজ্ঞাপক বৈদ্যুতিক বর্তমান প্রবাহ প্রদর্শন করতে সক্ষম হয়েছে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Danny Porath এর নেত্রীত্বে একটি আন্তর্জাতিক গ্রুপ, চারটি ডিএনএ strands দিয়ে গঠিত দীর্ঘ অণুর মাধ্যমে বিদ্যুত প্রবাহ পুনরায় উৎপাদন ও পরিমাণগত পরিমাপ রিপোর্ট. প্রোগ্রামযোগ্য সার্কিট উন্নয়ন করতে সক্ষম হয়েছেন। যা নেচার জার্নালে ন্যানোটেকনোলোজিতে “Long-range charge transport in single G-quadruplex DNA molecules” শিরোনাম প্রকাশিত হয়।

পূর্বের তুলনায় ৫গুন গতি সম্পন্ন ওয়াইফাই

ক্যাপে, মার্কেট, পাবলিক প্লেস এ Wi-Fi ব্যবহার করে থাকি। Wi-Fi এর স্পীড অনেক হতাশা জনক। সম্প্রতি স্যামসাং ইলেকট্রনিক্স এর যুগান্তকারী আবিষ্কার একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। তারা 4.60 গিগাবিট পার সেকেন্ড বা 575MBps আর পুর্বের speed ছিল (866Mbps, বা প্রতি সেকেন্ডে 108MB) আগের সর্বোচ্চ গতির চেয়ে 5.3 গুণ দ্রুত। স্যামসাং নেটওয়ার্ক ইউ কে এর জেনারেল ম্যানেজার পল টেম্পলটন বলেন "স্যামসাং এর এই যুগান্তকারী আবিষ্কার এর পরবর্তী প্রজন্মের ডিভাইসের জন্য উত্তেজনাপূর্ণ সম্ভাবনার দরজা খুলে দিয়েছে"। ডিভাইস টি ২০১৫ সালে মার্কেটে আসবে বলে আশা করা যাচ্ছে।

আবিষ্কৃত গতি সম্পর্কে একটি ধারণা দেওয়া যেতে পারে: একটি 1 গিগাবাইট সিনেমা YouTube থেকে ৩ সেকেন্ড এর ও কম সময়ে ডাউনলোড করা যাবে।

২০২০ সালে আমেরিকার আকাশে টহল দিবে 30, 000 ড্রোন

2012 আমেরিকায় আইন পাশ করে যুক্তরাষ্ট্রীয়, রাজ্য, স্থানীয় পুলিশ এবং মার্কিন আকাশসীমায় প্রতিরক্ষা বাহিনীকে ড্রোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়। 2015 সালে বাণিজ্যিক কাজে ড্রোন অনুমোদন দেওয়া হবে।

আমরা সকলে জানি যে ড্রোন সবছেয়ে বেশি ব্যবহার হয়েছে আফগানিস্থানে সামরিক অভিযানে। এছাড়া মার্কিন আকাশসীমায় নজরদারি, দূর্যোগে ত্রাণ ও সহায়তার এবং জননিরাপত্তা দিতে ড্রোন ব্যবহার করা হয়।

ড্রোন এর মাধ্যমে ইনফ্রারেড, তাপ সেন্সর এবং রাডার এর সাহায্য সমগ্র শহর স্ক্যান ও উন্নত পর্যবেক্ষণ করা সম্ভব। 60, 000 ফুট উপর থেকে কাগজে লিপিবদ্ধ যে কোন কিছু পড়তে সক্ষম এমন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়া কোন ওয়ারেন্ট বা আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে নাগরিকদের গুপ্তচর ব্যবহার করা হচ্ছে।

2012 সালে, মার্কিন আকাশসীমা মধ্যে 7, 000 অপারেটিং ড্রোন ইতিমধ্যে ছিল। 2020 সালে এই সংখা বেড়ে দাঁড়াবে 30, 000 যা বর্তমান সংখার ছেয়ে চারগুনের ও বেশি। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের উপর তাদের নজরদারি বিস্তৃত হয়েছে। উদাহরণস্বরূপ, ব্রিটেনে ইতিমধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন CCTV পরিমান 30 গুণ বৃদ্ধি পেয়েছে।


টিউনটি কেমন হল টিউমেন্ট করে জানাতে ভুলবেন না।  কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

কষ্টকরে টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সময় পেলে আমার সাইট  http://www.ebookfair.net  গুরে আসতে পারেন, আশা করছি ভাল লাগবে।

Level 0

আমি আবদুল্লাহ্ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। ফেসবুক এ আমি Abdullah Al Mamun


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুধু আপনার পোষ্টে কমেন্ট করতে লগিন করলাম।

দারুন হয়েছে পোষ্ট 🙂

পোষ্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ @ অনিক হাসান

কি আর বলব,এক কথায় অসাধারণ

পোস্টটি পড়ে অনেক কিচু জানতে পারলাম । চমৎকার হইছে……….

পোস্টটি কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ @ আশিক

মাইক্রোসফট শুধু স্টার্ট মেনু নিয়েই ৩ টা ওএস বার করে ফেলল ।
ধন্যবাদ টিউনের জন্য ।

ভাল লাগল

Level 2

দারুন

Level 0

ওয়াও , সবচেয়ে মজা পেয়েছি ড্রোন থেকে । আমাদের বাংলাদেশে যে কবে ড্রোন নিরাপত্তা দেবে !!!

    @SIAN RAJI: আমাদের প্রতিভাবান তরুন প্রজন্মের দিকে তাকিয়ে থাকতে হবে। আমাদের নতুন প্রজন্ম ড্রোন বানাচ্ছে । আমরা হয় তো অদূর ভবিষ্যতে অর্জন করতে পারব।

Level 2

Wi-fi এর অংশ বেশি ভাল লেগেছে

দারুন হয়েছে ভাল লাগল

ভালো লাগলো

ভালো লিখেছেন।

Valo laglo

Level 2

Windows 10 operated mobile/Tab e ki pc software gula use kora jabe?

Level 4

দারুন হয়েছে পোষ্ট।

ভাল লাগল