পৃথিবী ও আমরা আর আমাদের নির্মম অত্যাচার [MT]

আমাদের স্বাদের পৃথিবীটা আমাদের জন্য অনেক সুখকর হলেও প্রান ধারনের জন্য সে কিন্তু মাঝে মাঝেই অনুকূল পরিবেশ তৈরি করে রেগে উঠে। তাই গত ৫০ কোটি বছরের মধ্যে আমরা অনেক গনবিলুপ্তি দেখতে পাই। গনবিলুপ্তি সম্পর্কে কিছু বলা যাক। যদি ২০ লক্ষ বছরের মধ্যে পৃথিবীর ৭৫ ভাগ প্রাণী যদি বিলুপ্তি হয়ে যায় তবে তাকে গনবিলুপ্তি বলে।
গত ৫০ কোটি বছরের মহামৃত্যু গুলো উল্লেখ করা হলঃ

# ৪৫ কোটি বছর আগেকার অরডোভিশিয়ান যুগের গনবিলুপ্তি।
# ৩৫.৯ কোটি বছর আগেকার ডেভোনিয়ান যুগের গনবিলুপ্তি।
# ২৫.১ কোটি বছর আগেকার পারমিয়ান যুগের গনবিলুপ্তি।
# ২০ কোটি বছর আগেকার ট্রিসায়িক যুগের গনবিলুপ্তি।
# ৬.৫ কোটি বছর আগেকার ক্রেটোশিয়াস যুগের গনবিলুপ্তি।

এসবের মধ্যে ২৫.১ কোটি বছর আগেকার পারমিয়ান যুগের গনবিলুপ্তি ছিল সবথেকে ভয়ঙ্কর। তখন প্রায় ৯৮ ভাগ প্রেনী বিলুপ্তি হয়ে গিয়েছিল। এভাবে একটা গড় হিসাব করে দেখা যায় যে প্রতি ৬ কোটি বছর পর এমন বিলুপ্তি হয়ে থাকে। সে হিসাব মতে আগামী কয়েক লক্ষ বছরের মধ্যেই এমন একটা গনবিলুপ্তি হয়ার সম্ভাবনা প্রবল। তাতে মানুষের বিলুপ্ত হয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। তাই আমাদেরকে আমাদেরই রক্ষা করতে হবে। উন্নত করতে হবে প্রযুক্তি আর নিজেদের অভিযোজন ক্ষমতা।

আমাদের পৃথিবীটা এমনই সুন্দর। কিন্তু মানুষের অত্যাচারে ধীরে ধীরে তা বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে।

আমরা এসব ধ্বংসের মধ্যে অনেক সভ্যতাকে দেখতে পাই। যারা নিজেদের কারনেই ধ্বংস হয়ে গেছে। যেমনঃ রোমান সভ্যতা এর মধ্যে অন্যতম। তাছাড়া স্টার দ্বীপের কথাও আমরা জানি। তারা পাথরের মূর্তি বানাতে উন্মত্ত হয়ে গিয়েছিল, নিজেদের ধ্বংসের কথা খেয়ালই করে নি। আজ আমরাও ঐ একইদিকে অগ্রসর হচ্ছি। হয়ত আমরা আমাদের প্রযুক্তিকে ব্যবহার করে আরো কিছুদিন তিকে থাকতে পাড়ব। কিন্তু পরাজয় কিন্তু নিশ্চিত। তাছাড়া আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছি একটা পোড়া, নোংরা ও বসবাসের অযোগ্য গ্রহ। তারা কিন্তু আমাদের খুব শ্রদ্ধা ভরে স্মরণ করবে না। তাদের মনে থাকবে শুধু আমাদের জন্য ঘৃণা। আর মাত্র কয়েক হাজার বছরের মদ্ধেই আসছে একটা বড় তুষারযুগ। তাছাড়া কয়েক শতাব্দির মধ্যেই ছোটখাট একটা তুষারযুগ হয়ে যাবে। তো এখনই কিন্তু সময় সচেতন হওয়ার। তাহলে আসুন সবাই মিলে পৃথিবীটাকে সুন্দর করার জন্য কাজ করি আর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি।

Level 0

আমি কামরুজ্জামান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

বিজ্ঞানকে ভালবাসি। চাই দেশে বিজ্ঞান চর্চা হোক। দেশের ঘরে ঘরে যেন বিজ্ঞান চর্চা হয় সেই লক্ষ্যেই কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবই ঐতিহাসিক ধারনা