বাংলাদেশ থেকে সূর্য গ্রহন – কিছু টুকরো ছবি শেয়ার করি টিউনারদের সাথে

কাল থেকেই শুনে আসছিলাম যে সূর্যগ্রহন দেখা যাবে বাংলাদেশ থেকে। সকাল ৭টা বেজে ৫৬ মিনিটে শুরু হওয়ার কথা ছিল শতাব্দীর এই শেষ গ্রহন। তবে মনে মনে আক্ষেপ ছিল যে আমি দেখতে পারব না। কারণ ৮টা বাজে ক্লাস। যখন সূর্যগ্রহন শুরু হয় তখন আমি মহাখালিতে বাসে। হঠাৎ যেন পরিবেশ আঁধার হয়ে গেল আর শান্ত একটা ভাব চলে আসল। বুঝতে পারলাম গ্রহন লেগেছে। মনের মধ্যে খচ খচ চলতে থাকল, দেখা হল না আর। কিন্তু কিসের কি? ক্যাম্পাসের সামনে আসা মাত্রই দেখি আমার দোস্ত বিড়ির দোকানের সামনে ক্যামেরা আর ফিল্ম নিয়া রেডী। বলে চল দোস্ত ছাদে, ১০ মিনিটের ব্যাপার। তবে আমি বললাম সে ত দেখা যাবে পঞ্চগড়ে এইখানে বোঝা যাবে না। ও আমাকে বলল যতটুকু দেখা যায় দেখব। ব্যাস দুই দোস্ত গেলাম, দেখলাম এই স্বর্গীয় ঘটনা।

আমার পাগলা দোস্ত ডিজিটাল ক্যামেরা দিয়ে ধুমাধুম কয়েকটা স্ন্যাপ নিয়ে নিল। যেগুলো কিছুক্ষন আগে ফেসবুকে আপ হয়েছে। ভাবলাম আমার টিউনার বন্ধুদের সাথে শেয়ার করি।

5208_1182103745566_1017386371_552866_4851882_n.jpg

5208_1182103785567_1017386371_552867_1309741_n.jpg

5208_1182103825568_1017386371_552868_4582946_n.jpg

5208_1182103865569_1017386371_552869_1619489_n.jpg

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 33 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো ভালো!

ধন্যবাদ আপনাকে। তবে আজকে যে সুর্য গ্রহন তা জানা সত্বেও আমার ঠিক মনে ছিল না।

Level 0

দারুন।
তবে আরো জুম করে ছবিগুলো তুললে আরো স্পষ্ট ও ভালোভাবে দেখতে পারতাম এই অপুর্ব সুন্দর চিত্র।

হে হে ……. ক্যামেরার লেন্স দিয়ে এই রকম ছবি তোলা টা বিপজ্জনক ……. গতকাল ইন্সট্রাকশানে দেখা স্বত্বেও এই রিস্ক নিয়েছে বেচারা …… আবার জুম? ওর ক্যামেরার কিছু হয়নি এই তো বেশি

টিনটিন ভাই জটিল ছবি। তবে বিড়ির দোকান কথাটি কেমন শোনাচ্ছে।

বিড়ির দোকানের পরিবর্তে সিগারেটের দোকান দিলে ভালো হত তাই না শাকিল ভাই… (হা হা হা হাঃ-))

না ভাই আসলে এই বিড়ি – সিগারেট এবং নেশা জাতীয় জিনিসের প্রতি আমার একটা এলার্জি আছে। শুনলেই কেমন লাগে।

Level 0

জটিল, তবে উজ্জলতা একটু কমালে ভাল হতো মনে হচ্ছে। চোখে লাগে ।

ওয়াও!!!! জটিল দুনিয়া ! জটিল চাঁদ সূযের্র খেলা ! জটিল ছবি!!!! ধন্যবাদ টিনটিন ভাই।

Level 0

ও তাই নাকি? খালি লেন্স দিয়ে তোলা?
আমি তো ভেবেছিলাম লেন্স এর সামনে কোনো ফিল্টার দিয়ে ছবি গুলো তোলা।
যাক ক্যামেরার কিছু হয়নি। 🙂

জটিল।

জটিল।