আপনার ওয়েবসাইট এর ট্রাফিক ও রেঙ্কিং বাড়ানোর জন্য একটি সম্পূর্ণ গাইড ।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আজকে সারাদিন আর্টিকেল লিখে গেস্ত ব্লগিং করতেই চলে গেলো। দুপুর থেকে ৯টি আর্টিকেল লিখলাম এইটি দিয়ে আর টার মধ্যে ৩টি টেকটিউন্সে। যাইহোক, চলুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক ।

আমাদের অনেকেরই ব্লগ বা ওয়েবসাইট আছে। আমরা সবাই চাই, আমাদের ব্লগে অনেক ট্রাফিক আসুক। ব্লগ এর ট্রাফিক আনতে ও রেঙ্কিং বাড়াতে আমরা এসইও করে থাকি। আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু টিপস দিবো যেই গুলো ব্যাবহার করে আপনি আপনার ব্লগের ট্রাফিক ও রাঙ্কিং বাড়াতে পারবেন দ্রুত।প্রথম থেকেই শুরু করা যাক।

কি-ওয়ার্ড নির্বাচনঃ  সার্চ ইঙ্গিন থেকে ভালো ও প্রচুর পরিমানে ট্রাফিক পেতে হলে অবশ্যই আপনাকে ভালো মানের কি-ওয়ার্ড গুলো বেছে নিতে হবে। কি-ওয়ার্ড এর উপরে নির্ভর করেই ডোমেইন নেম থেকে শুরু করে ওয়েব সাইট এর টাইটেল পর্যন্ত নির্বাচন করা হয়। ভালো মানের কি-ওয়ার্ড খুঁজে পেতে আপনি গুগল কি-ওয়ার্ড টুল ব্যাবহার করতে পারেন।
কি-ওয়ার্ড নির্বাচন করার সময় খেয়াল রাখবেন যেই বিষয় গুলো :

  • যেই কি-ওয়ার্ড টি লিখে অনেকবার সার্চ করা হচ্ছে সার্চ ইঙ্গিনে
  • যেই কি-ওয়ার্ড টি নিয়ে কম্পিটিশন কম আছে কিন্তু ভালো পরিমানে সার্চ হচ্ছে প্রতিদিন।

এই সকল বিষয় দেখে শুনে আপনি আপনার পছন্দ মতো কি-ওয়ার্ড গুলো খুঁজে বের করবেন।

ডোমেইন নেমঃ আপনি যেই কি-ওয়ার্ড গুলো পছন্দ করেছেন সেই কি-ওয়ার্ড গুলো এর উপরে এই বার আপনাকে একটা ডোমেইন নেম কিনতে হবে। বিষয় টি পরিষ্কার করে বলি : মনে করেন আপনি এই কি-ওয়ার্ড পছন্দ করেছেন, SEO Tutorial তাহলে আপনার ডোমেইন নেম এর ভিতরে SEO শব্দটি ব্যাবহার করুন, আরও ভালো হবে SEO Tutorial শব্দটি ব্যাবহার করলে। আপনার কি-ওয়ার্ড আপনার ওয়েবসাইট বা ব্লগের ডোমেইন নেমের ভিতরে থাকলে আপনার ব্লগ বা ওয়েবসাইট সার্চ ইঙ্গিন এর প্রথম দিকে আনতে সহজ হবে। টাই সর্বদা চেষ্টা করুন ওয়েবসাইট বা ব্লগের মেইন কি-ওয়ার্ড ওয়েবসাইট বা ব্লগের ডোমেইন নেমের ভিতরে ব্যাবহার করতে।

ব্লগ করলেই ওয়ার্ডপ্রেস ছাড়া কোন কথা হবে নাহ : আপনি যদি ব্লগিং করার চিন্তা ভাবনা করেন তাহলে ওয়ার্ডপ্রেস ( সি এম এস ) ব্যাবহার করাই উত্তম। ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক ভালো মানের এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট করা যায়। ওয়ার্ডপ্রেস অনেক থিম ও প্লাগিন রয়েছে যে গুলো ব্যাবহার করে আপনি অসাধারণ ভাবে আপনার ব্লগটি সাজিয়ে নিতে পারেন। সামান্য কোডিং জ্ঞান আছে বা নেই তারাও ওয়ার্ডপ্রেস দিয়ে ডাইনামাইক ওয়েবসাইট করতে পারবে। টেকটিউন্স ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে তৈরি হয়েছে।ওয়ার্ডপ্রেস নিয়ে অন্য দিন আলোচনা করবো।

আপনার ওয়েবসাইট এসইও ফ্রেন্ডলি করুন : ওয়েব সাইট যতো সুন্দর হোক নাহ কেন, এসইও ফ্রেন্ডলি নাহ হলে আপনার পক্ষে অনেক কষ্ট হয়ে যাবে সেই ওয়েবসাইট এর রেঙ্ক বাড়ানো। ওয়েবসাইট এসইও ফ্রেন্ডলি যে ভাবে করবেন:

  • টাইটেল যেভাবে নির্বাচন করবেনঃ
    আপনি যেই সকল কি-ওয়ার্ড নির্বাচন করেছিলেন সেই সব কি-ওয়ার্ড এর উপরে নির্ভর করে আপনি আপনার ওয়েব সাইট এর টাইটেল নির্বাচন করবেন। আপনার ওয়েবসাইট এর মেইন কি-ওয়ার্ড আপনার ওয়েবসাইট এর টাইটেলে ব্যাবহার করুন। টাইটেল অনেক বেশি বড় করা উচিত নাহ। ওয়েবসাইট এর ক্যাটাগরি এর উপরে ওয়েবসাইট এর টাইটলে দিবেন
  • হোম পেজে কি ওয়ার্ডঃ
    আপনার ওয়েবসাইট এর হোম পেজে কোন এক টেক্সট এর লিঙ্কে আপনার ওয়েবসাইট এর কি-ওয়ার্ড গুলো ব্যাবহার করুন। সাধারন ভাবে ফুটারে ব্যাবহার করলে ভালো হয়। ফুটারে ক্রেডিট লিঙ্ক গুলোতে আপনার ওয়েবসাইট এর মেইন কি-ওয়ার্ড গুলো ব্যাবহার করুন।
  • ওয়েব সাইট সম্পর্কেঃ
    বিভিন্ন সময় অন-পেজ এসইও করার সময় Description লিখতে হয় । আপনার ওয়েব সাইট সম্পর্কে ১৫০ ওয়ার্ডস এর মধ্যে আপনার ওয়েবসাইট এর কি-ওয়ার্ড গুলো একাধিক বার ব্যাবহার করে আপনার ওয়েবসাইট সম্পর্কে  লিখুন।
  • সোশ্যাল বুকমার্ক করার বেবস্থা
    সোশ্যাল নেটওয়ার্ক গুলো এখন ওয়েবসাইট এর ট্রাফিক বাড়ানোর ক্ষেত্রে ভালো অবদান রাখছে। সোশ্যাল নেটওয়ার্ক গুলো যথাযথ ব্যাবহার করে আপনার আমাদের ওয়েবসাইট এর জন্য অনেক ট্রাফিক পেতে পারি।
    সোশ্যাল বুকমার্ক এর আইকন গুলো ওয়েবসাইট এর যেকোন স্থানে ব্যবহার করতে এই টুল ব্যাবহার করতে পারেন। ইহা অল্প জাইগা নেই ও লোডিং সময় বাড়াই নাহ। আমি আমার ব্লগের ডান পাশে ব্যাবহার করেছি , ব্যাবহার করার আগে দেখে ইচ্ছা হলে দেখে আসতে পারেন। এইটা সাধারন কিন্তু ভালো কাজ করে।
  • এসইও ফ্রেন্ডলি আর্টিকেলঃ
    আর্টিকেল প্রতিটি ব্লগ এর জান। যতো ভালো মানের আর্টিকেল আপনার ব্লগে থাকবে ততো দ্রুত আপনি আপনার ব্লগের রাঙ্ক ও ট্রাফিক বাড়াতে পারবেন। বড় আর্টিকেল লিখার চেষ্টা করুন। বানান ভুল ও এই ধরনের ভুল যেন নাহ হয় সেই দিকে লক্ষ রাখুন। মানুষ মাত্রই ভুল তাই আরিকেল পাবলিশ করার আগে ফ্রী এই টুল  ব্যাবহার করে দেখে নিন আপনার আরিকেলে কোথায় কোথায় গ্রামার ভুল হয়েছে। গ্রামার চেক করা শেষ হলে এই বার এই টুল
    ব্যাবহার করে দেখে নিন আপনার আর্টিকেল কতো টুকু ইউনিক। ভুল-ভাল আর্টিকেল পাবলিশ করে কোন লাভ হবে নাহ আপনার ।
  • ইমেজ গুলো এসইও ফ্রেন্ডলি করুনঃ
    আপনার ওয়েবসাইটে বা ব্লগে যখন কোন ইমেজ আপলোড করবেন তখন, সেই ইমেজ এর নাম, ইমেজ সম্পর্কে ও ALT Tag ব্যাবহার করুন ইমেজ উপর নির্ভর করে। ইমেজ সার্চ থেকে আপনি ভালো পরিমানে ট্রাফিক পেতে পারেন। তাই এই ধরনের ছোট ছোট কাজ গুলোকে ভালো কাজে ব্যাবহার করুন। চেষ্টা করুন সব ইমেজ গুলো নিজে তৈরি করতে।
  • সাইট মেপ
    আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য একটি সাইট মেপ তৈরি করুন ও আপনার ওয়েব সাইট এর মেইন ফাইল গুলো যেখানে আছে সেখানে আপলোড করুন। এর জন্য আপনি গুগল এক্সএমএল সাইট ম্যাপ ব্যাবহার করতে পারেন।
    ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বা ব্লগ হলে এই প্লাগিন ব্যাবহার করতে পারেন ।
  • ডিজাইন যেমন করবেনঃ
    আপনার ওয়েবসাইট এর ডিজাইন সাধারন হবে যেন, কোন নতুন ভিজিটর ও বোট গুলো আপনার ওয়েবসাইটের কোথায় কি আছে তা সহজেই বুঝতে পারে। আপনার ওয়েবসাইট লোড নিবে দ্রুত। উলটাপাল্টা স্লাইডার বা ভারি কোন কিছু হোম পেজে ব্যাবহার করা উচিত নাহ। যেই সকল ব্লগ লোড নিতে দেরি হয় সেই সব ব্লগ কেউ পছন্দ করে নাহ ও স্লো কোন ওয়েবসাইট কে গুগল সহজে রেঙ্ক দিতে চায় নাহ।

এই গুলো মাথায় রেখে করলেই একটি এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বা ব্লগ করা যায়। বিদ্রঃ কোন কিছু লিখতে ভুলে গেলে মনে করিয়ে দিবেন আপডেট করে দিবো।

ব্লগ কমেন্ট করুনঃ ভালো ব্যাক লিঙ্ক পেতে হলে ভালো মানের রিলেভেন্ত ব্লগ গুলোতে কমেন্ট করুন। ৫ টি হাই পিআর ব্লগে  কমেন্ট আপনাকে যেই ৫০টি ব্যাক লিঙ্ক এর কাজ করে দিবে ! আপনি প্রথমে খুঁজে বের করুন আপনার সাথে মিল রেখে যেই ব্লগ গুলো আছে সেই ব্লগ গুলোর ঠিকানা তারপরে এই টুল ব্যাবহার করে ঐ ব্লগের এক্সটারনাল ব্যাক লিঙ্ক গুলো থেকে যেই সব সব ব্যাক লিঙ্ক ব্লগ কমেন্ট এর মাধ্যমে হয়েছে সেই সব লিঙ্কে ওপেন করে আপনি আপনার ব্লগ/ওয়েবসাইট এর জন্য কমেন্ট করুন। আর ঐ ব্লগ গুলো নিয়মিত ফলো করে নতুন নতুন আর্টিকেলে কমেন্ট করুন। প্রিতিদিন টার্গেট করুন ১৫ টি হাই পিআর ব্লগ থেকে কমেন্ট এপ্প্রুভ করানোর। প্রতিদিন ১৫ টি রেলেভেন্ত কমেন্ট যথেষ্ট ।

সোশ্যাল বুকমার্কঃ সোশ্যাল বুকমার্ক করুন নিয়মিত । প্রতিদিন ২৫টি নতুন নতুন হাই পিআর সোশ্যাল বুকমার্কিং সাইটে আপনার সাইট সাবমিট করুন। আর এমন ৩০টি সোশ্যাল বুকমার্ক করার সাইট পছন্দ করুন যাদের পেজ রেঙ্ক ভালো, কমপক্ষে পেজ রেঙ্ক ৫, এই সাইট গুলোতে আপনার ব্লগ বা ওয়েবসাইট এর নতুন নতুন আর্টিকেল গুলো সাবমিট করুন নিয়মিত।
সোশ্যাল বুকমার্ক করার সাইটের লিঙ্ক পেতে আমার এই পোস্ট দেখতে পারেন।

ফোরাম লিঙ্কঃ গুগল ফোরাম লিঙ্ক অনেক পছন্দ করে এমনটা পড়েছিলাম এই আর্টিকেলে কিন্তু আমি সঠিক জানি নাহ। কিন্তু ফোরাম থেকে আপনি ভালো মানের ডুফলো ব্যাক লিঙ্ক পেতে পারেন। যা আপনার ব্লগ বা ওয়েবসাইট এর রাঙ্ক বাড়াতে অনেক সাহায্য করবে। অনেক গুলো ফোরাম সাইট এর লিঙ্ক এর জন্য আমার এই পোস্ট দেখতে পারেন ।

গেস্ট ব্লগিং: গেস্ট ব্লগিং করে অনেক ট্রাফিক করা সম্ভব। আপনি কিছু ব্লগ খুঁজে বের করুন যেই ব্লগ গুলোতে গেস্ট ব্লগ করতে দেই ও আপনার ব্লগের সাথে ঐ ব্লগের মিল রয়েছে। প্রতিদিন ১টি গেস্ট ব্লগিং করে আপনি অনেক ট্রাফিক পেতে পারেন। যেইসব ব্লগে অনেক অনেক ট্রাফিক আছে ও ভালো পেজ রেঙ্ক আছে সেই সব ব্লগে গেস্ট ব্লগিং করুন।
আপনার আর্টিকেল আপনি নিজে লিখবেন। গেস্ট ব্লগিং করে ২টা অথবা ৩টা ব্যাক লিঙ্ক পাওয়া সম্ভব তার সাথে প্রচুর ট্রাফিকও।

এই টিপস গুলো নিয়মিতি ফলো করলেই আপনি সফল হতে পারেন আমার মতে। কোথায় কোন ভুল হলে ক্ষমাশূন্য চোখে দেখবেন ও কমেন্টের মাধ্যমে ভুল ধরিয়ে দিবেন।

আমার ব্লগে   আমি নিয়মিত এসিও নিয়ে লেখালেখি করি, আপনার যদি মনে হয় এই আর্টিকেল আপনার কাছে ভালো লেগেছে তাহলে আপনি এসইও এর সকল প্রকার টিপস ও সাজেশন পেতে আমার ব্লগ নিয়মিত ফলো করতে পারেন।
আমাদের ফেসবুক পেজ ও আমাদের ফেসবুক গ্রুপ আমার ব্লগে আপনারা সবাই আমন্ত্রিত।

Level 0

আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন।

Level 0

Very helpfull post. Thanks for your advise.

Also visit my web Blog; Preetech3

    @preetech3: আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ। যে কোন আর্টিকেলে নিজের ওয়েবসাইট এর লিঙ্ক শেয়ার করবেন নাহ গুগল সেম্প হিসেবে নিবে আপনার লিঙ্কটা কে। প্রতিদিন অতিরিক্ত ব্যাক লিঙ্ক তৈরি করাও উচিত নাহ।

Seo shike apnar site a adsense lagiye income korun digun besi
adsense real a income korun.To get adsense within upto 3 hours call +8801827448449

    @somoyer songi: অসহায় মানুষ দের সাথে পাগলামি করতে হেবি লাগে নাহ আপনাদের ? আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ১ মাসের বেশি টিকবে গ্যারান্টি দিবো। Flixya, doctoc এই সব রেফারেন্স ব্যাবহার করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিলে খুব জোর ১ মাস টিকবে সেই অ্যাকাউন্ট। আর অন্য ভাবে অ্যাডসেন্স পাওয়া যায় নাহ আসল নিয়ম ছাড়া। এই গুলো বন্ধ করুন। সামান্য ৫০০০ টাকার জন্য আপনি একটি ব্লগার এর মন ভেঙ্গে দিতে পারেন বা আপনার কারনে সে ব্লগিং ছেড়ে দিতে পারে।

প্রিয়তে নিয়ে রাখলাম ব্রো।

Level 0

ভাই আমার এই সাইট ১৫দিন হয়ে গেল অনেক ব্লগ কমেন্ট করছি এখনও PR N/A But Why Ami Akhon Ki Korbo http://www.bookbd.net/

যে কোন ব্লগ কমেন্ট কাজ করে নাহ আমি বলেছি ভাইয়া। অন্য যেই সব ব্লগ আছে যারা আপনার মতো ব্লগ এর মতো বই ডাউনলোড করার সুজগ দেই, বই নিয়ে রেভিউ আছে বা আপনার টপিক এর সাথে কোন ভাবে মিল আছে সেই সব ব্লগ কমেন্ট কাজ করে। যে খানে সেখানে ব্লগ কমেন্ট করলে কোন লাভ হয় নাহ উলটা ক্ষতি হয়।
রিলেভেন্ত ব্লগ কমেন্ট করুন আশা করি পেজ রেঙ্ক N/A থাকবে নাহ। গুগল ও অনন্য সার্চ ইঙ্গিনে সাইট সাবমিট করুন। খুব তারাতারি ফলাফল পাবেন আশা করি।
আপনার সাইট ভালো লেগেছে আমার কাছে। ডান পাশের ভিজিটর কাউন্তার নাহ থাকলে আরও ভালো লাগত।

Level 0

wordpress.com এ প্লাগিন ইন্সটল করা যায় কি?

আপনার পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পারলাম। একটা প্রশ্ন ছিল আশা ব্লোগ্গিং করতে হলে ওয়ার্ডপ্রেস দিয়া না করে PHP দিয়া করলে হবে না ?
আমি একটা সাইট php দিয়া কোরেসি কিভাবে আরো ট্রাফিক বাড়াতে পারি আমার ওয়েবসাইট পরে জানাবেন প্লিজ
website : Bikroy Ads