আপনার Blogspot Blog এর Sitemap সাবমিট করুন Google webmaster এ

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

এসইও র গুরুত্বপূর্ণ একটি ধাপ হল বিভিন্ন সার্চ ইন্জিনে সাইট বা বল্গের সাইটমেপ সাবমিট । কিন্তু আমি এখন পর্যন্ত আমার বল্গসপটে সাইটমেপ আপলোড করার কোন অপশন খুজে পাইনি । তাই খুজতে খুজতে কিন্তু বিকল্প একটা ট্রিক পেয়েছি যা দিয়ে আমার কাজও হয়ে গেছে । তা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ।

যারা google webmaster সম্পর্ক কোন ধারনা রাখেন না তারা টেকটিউনের এসইও ক্যাটাগরিতে যান । এই সম্পর্কে অনেক আর্টিকেল পাবেন । খুব সহজেই একটা ধারনা পেয়ে যাবেন। আমি ও এখান থেকে ধারনা নিয়েছি ।

প্রথমে আপনার Google webmaster account এ যান । আপনার সাইট এড করা থাকলে ভাল না হলে আপনার সাইট এড করে নিন। তার Submit Sitemap এ কিল্ক করুন । তারপর নিচের আন্ডার লাইন করা লাইনটি কপি করে আপনার URL এর পর বসিয়ে দিন

atom.xml?redirect=false&start-index=1&max-results=500

এইখানে উদাহারন দিলাম

Ex: http://www.yourblogname.blogspot.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500

ঠিক আমার বল্গপটের মত

Ex: http://www.nayajamana-hamidul.blogspot.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500

ব্যস আপনার সাইট সাবমিট হয়ে গেল।

কাজে লাগলে এইখান থেকে একটু গুরে আসতে পারেন

 

 

 

 

 

 

 

 

Level 0

আমি hamidul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই খুব ছোট হয়ে গেল এতে নতুন দের বুজতে সমস্যা হবে এই ভাবে করলে ভাল হত > http://www.asobondhu.blogspot.com/2013/09/google-sitemap.html

Level 2

thanks