SEO শিখুন ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৮] :: সঠিক উপায়ে কিওয়ার্ড রিসার্চ

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

SEO শিখুন ক্যারিয়ার গড়ুন

অনলাইনে আমরা জারা কাজ করি তারা সবাই জানি কিওয়ার্ড রিসার্চ কতটা জরুরী। যে কোন ব্লগ সাইট, এমাজন এফিলিয়েট করার জন্য কোন সাইট, ইউটিউব মার্কেটিং, ই-কমার্স সাইট বানানো এছাড়া আরো অনেক অনেক বিষয়গুলার জন্য কিওয়ার্ড রিসার্চ গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে থাকে। আমরা যদি সঠিক ভাবে কিওয়ার্ড রিসার্চ না করে কোন সাইট বানাই তাহলে এক সময় দেখা যাবে আপনার পরিশ্রমটাই বৃথা যাচ্ছে। কারন, আপনি কিওয়ার্ড রিসার্চ না করে সাইট বানালেন দারুন দারুন আর্টিকেল লিখলেন অথচ সেই আর্টিকেল ভিজিটরের কাছে তেমন কোন মূল্য নেই অর্থাত সেই টপিট নিয়ে সার্চ ইঞ্জিনে কোন সার্চ ই নেই। অথবা আপনি যে টপিক সিলেক্ট করলেন সেটি নিয়ে এত লোকজন কাজ করেন যেখানে আপনার আর্টিকেল তাদের কাছে খুবই নগন্য বলে বিবেচিত হয়। এমন যদি হয় তাহলে একটা পর্যায়ে দেখা যাবে আপনি আপনার কাজের আগ্রহ হারিয়ে ফেলেছেন। তখন সময় ও টাকা ইনভেস্টমেন্ট দুটিই বৃথা হয়ে যাবে।

তাই আপনাদেরকে বলব সঠিক উপায়ে কিওয়ার্ড নির্বাচন করুন। যাতে করে খুব সহজেই গুগল বা যে কোন সার্চ ইঞ্জিনে আপনার সাইট প্রথম দিকের সারিতে থাকে।

এই টিউটোরিয়ালে দেখিয়েছি কি করে আপনি আপনি সঠিক কিওয়ার্ড নির্বাচন করবেন। এর জন্য আমি দুটি টুলস ইইজ করেছি। আপনার চাইলে Google adwords ইউজ করতে পারেন। তবে বর্তমানে এটি ব্যবহার একটু কঠিন হয়ে গেছে। আমি যে টুলস দুটি ইউজ করেছি সেদুটি হলো

https://ubersuggest.io

http://www.soovle.com

আপনারা চাইলে আরো অনেক টুলস ইউজ করতে পারেন। তবে ফ্রিতে কাজ করার জন্য আমার মনে হয় এই দুইটাই বেটার।

এছাড়াও গুগলে সঠিক ভাবে সার্চ ভেলু বা কম্পিটিশন বের করার জন্য সার্চের জন্য নিচের কোড দুটি ইউজ করেছি।

allinurl:your keyword

allintitle:your keyword

চলুন কথা না বড়িয়ে টিউটোরিয়াল দেখে শিখে নেই কি করে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে হয়।

টিউটোরিয়াল লিংক পর্ব ০৮: Click>> Keyword Research | Keyword Analysis | Keyword Research For SEO

ফেসবুকে আমি: জোবায়ের রহমান

আমার ফেসবুক গ্রুপ: Online School BD

Level 2

আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় জোবায়ের রহমান,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।