SEO BANGLA TUTORIAL – PART 01 | Definition of SEO | Shahin Alam

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আসসালামু আলাইকুম  🙂

আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই চাই ফ্রিলান্সিং টাকে নিজের পেশা হিসেবে ধরে রাখতে। অনেকেই সফল আর বেশীর ভাগই আশা হারিয়ে ফেলি। আসলে আমি নিজেও এরকম পরিস্থিতির শিকার হয়েছিলাম। কিন্তু ধৈর্য হারিয়ে ...আবার উঠে দারিয়েছি। অনেক ব্লগ ঘাটাঘাটি করেছি ভালো রিসোর্স এর আশাই, একটা কথাই বেশি চোখে পরেছে " ধৈর্য হারানো যাবে না"।  আশা করি আপনারাও পারবেন, তো চলুন শুরু করা যাক।  😛

যারা ডিজিটাল মার্কেটিং (এস. ই. ও.) এর উপর ক্যারিয়ার করতে চাই, তাদের জন্য আজকে থেকে SEO এর ধারাবাহিক টিউটোরিয়ালস শুরু করছি । ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

SEO bangla

 

এস. ই. ও. কী ?

SEO এর পুরো অর্থ হলো "SEARCH ENGINE OPTIMIZATION"

আমরা মুলত কোন তথ্য কোন তথ্য খোজার জন্য গুগোল করি। এবং যা সার্চ করি সেই রিলেভেন্ট তথ্য গুগোল আমাদের প্রদর্শন করে। এটা এস. ই. ও. করার ফলে হয়ে থাকে। এখন আপনি যদি একটি বিড়ালের ছবিকে "Tiger" কি-ওয়ার্ড দিয়ে অপ্টিমাইজ করেন, তবে Tiger  লিখলে বিড়ালের ছবি দেখাবে। (just একটা উদাহরন দিলাম)  😆

মুলত সার্চ ইঞ্জিনের RANK BRAIN এর জন্য গুগোল সঠিক তথ্য প্রদান করে থাকে। আপনার সাইট যদি গুগোলের ১ম পেজে ১০ টা রেজাল্টের মধ্যে থাকে  এই RANK BRAIN এর জন্য গুগোল আপনার সাইটকে "SITE LINK BOX" হিসেবে প্রদর্শিত করতে পারে। এর জন্য অবশ্যই আপনার সাইটে মান সম্মত কন্টেন্ট থাকতে হবে।

 

এস. ই. ও. এর প্রকারভেদ

"এস. ই. ও." কে মুলত ২ ভাগে ভাগ করা হই

  • অন-পেইজ এস. ই. ও.
  • অফ-পেইজ এস. ই. ও.

কিন্তু হ্যাকিং এর মতে এস. ই. ও. কে আবার ৩ ভাগে ভাগ করা হয়ে থাকেঃ

  • ব্লাক হ্যাট এস. ই. ও.
  • হোয়াইট হ্যাট এস. ই. ও.
  • গ্রিউ হ্যাট এস. ই. ও.

 

আমাদের মুলত হোয়াইট হ্যাট মেথড টা নিয়ে এগিয়ে যেতে হবে। যাতে গুগলের চোখে এভারগ্রিন হয়ে থাকা যাই।  🙄

গুগোলে সার্চ করার পর যে রেসাল্ট পেজ শো করে সেটাকে " SERP" বলা হয়। এর পূর্ণ অর্থ হলোঃ "SEARCH ENGINE RESULT PAGE"

তো চলুন SERP এর বিভিন্ন রেসাল্ট এর সাথে পরিচয় হয়ে নিই।

seo bangla

 

আমরা অনেক সময় গুগোলে সার্চ করে যে রেসাল্ট দেখি তার মধ্যে উপরের  দিকে কিছু "Ad" লেখা রেসাল্ট শো করে, এইগুলা গুগলকে পেমেন্ট করে উপরে আনা হই। কিন্তু ক্লাইন্ট গুগলকে যত দিন টাকা দিবে, ঠিক ততদিন এটা উপরে শো করবে। অন্যদিকে নিচে যেগুলো শো করে সে গুলো অরগানিক পদ্ধতিতে উপরে এসেছে। যেটাকে হোয়াইট হ্যাট এস. ই. ও এর ফলে হয়ে থাকে।

আবার অনেক সময় গুগোলে সার্চ করে ডান পাশে একটা অপশন বা গুগোল মাপ্স দেখতে পাই। এটাকে বলা হই "KNOWLEDGE GRAPH" এটা গুগোলের রাঙ্ক ব্রেইন এর মাধ্যমে গুগোল প্রদর্শন করে থাকে।

 

SERP result

এবং ছবিতে বাম পাশের Zappos.com এর নিচে যে অপশন গুলো শো করছে সেটাকে বলা হয় "Site Links" এটাও গুগলের রাঙ্ক ব্রেইনের জন্য শো করে।

 

ধন্যবাদ সাথে থাকার জন্য  😀

আজকের পার্ট এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রন রইলো।  এবং অবশ্যই টিউমেন্টে আপনার মতামত / প্রশ্ন জানাবেন।

 

Level 0

আমি শাহীন আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস