প্রত্যন্ত গ্রাম অঞ্চলেই দেখা যাবে বাংলা স্যাটেলাইট চ্যানেল বাংলাদেশ সরকার যদি……

Untigghgtled-1

আমার এ টিউনটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বাংলাদেশ সরকার এর দৃষ্টি আকর্শন করছি।

স্যাটেলাইট চ্যানেল তথ্য প্রজুক্তির একটি বড় মাধ্যম।এর মাধ্যমে বিশ্বের যে কোন তথ্য এখন মানুষের চোখের সামনে মুহুর্তের মধ্যে ভেসে ওঠে। আমাদের দেশে স্যাটেলাইট চ্যানেল দেখার উপায় একমাত্র ক্যাবলের মাধ্যমে।আর বাংলা স্যাটেলাইট চ্যানেল দেখে একমাত্র শহর অঞ্চলের লোক,গ্রাম অঞ্চলের লোক দেখতে পারেনা।কারন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ক্যাবল পৌছাতে অনেক টাকা ব্যায় হবে আর দরিদ্র মানুষের পক্ষে এত টাকা ব্যায় করা ও মাসে মাসে যে বিল আসবে তাও দেওয়া সম্ভবনা।তাই গ্রাম অঞ্চলে ক্যাবলের মাধ্যমে স্যাটেলাইট চ্যানেল দেখা সম্ভব না। সরকারের শুধু একটি উদ্দোগে গ্রাম অঞ্চলের মানুষও খুব সহজে বাংলা স্যাটেলাইট চ্যানেল দেখতে পারবে।আর এ জন্য সরকারকে কোন টাকা ব্যায় করতে হবে না। আর তা হচ্ছে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল গুলোকে KU BAND স্যাটেলাইটে সম্প্রচার করার অনুমতি দেওয়া।বর্তমানে শুধু C BAND এর অনুমতি আছে। স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশন সম্প্রচার করার মাধ্যম হল দুটি একটি C BAND দ্বিতীয়টি KU BAND।আসুন C BAND এবং KU BAND সম্পর্কে একটু জেনে নেই।

Untitled-1sedsd

এটি হচ্ছে KU BAND সেটআপ বক্স যে সব চ্যানেল KU BAND সম্প্রচারিত হয় সে সব চ্যানেল এর মাধ্যমে দেখা যাবে।বর্তমানে এর মাধ্যমে ইন্ডিয়ার প্রায় ৬০ চ্যানেল ফ্রি দেখা যায়।এটি বাড়ির ছাদে,টিনের চালা,ঘরের জানালায়, ঘরের দেওয়ালে খুবই সহজে সেট করা যায়।প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে বিদ্যুৎ নেই কিন্তু সোলার বিদ্যুৎ দিয়ে টিভি চালাতে পারে সেখানেও এর মাধ্যমে স্যাটেলাইট চ্যানেল দেখতে পারবে।এর দাম খুবই কম মাত্র ২৮০০ টাকায় পাওয়া যায়।বাংলাদেশে VCD দাম ২৫০০-৩০০০ টাকা তাই মানুষ VCD না কিনে এই সেটআপ বক্সটি কিনতে আগ্রহী হবে।

Untitled-1rfgfgf

এটি C BAND স্যাটেলাইট সেটআপ বক্স। যে সব চ্যানেল C BAND সম্প্রচারিত হয় সে সব চ্যানেল এর মাধ্যমে দেখা যাবে।এর মাধ্যমে বাংলাদেশের সব স্যাটেলাইট চ্যানেল এবং ইন্ডিয়ার প্রায় ১০০ বা তারও বেশি চ্যানেল দেখা যায়।এ C BAND ডিস বাড়ির ছাঁদ ছাড়া অন্য কোথাও সেট করা কস্টকর।আর এই C BAND সেটআপ বক্সটির দাম প্রায় ৮০০০ টাকা। আমাদের দেশের গ্রাম অঞ্চলে দরিদ্র মানুষের এমন বাড়ি নেই যে,যে বাড়িতে ছাঁদ আছে এবং দরিদ্র মানুষের পক্ষে ৮০০০ টাকায় C BAND সেট আপ বক্স কেনার সামর্থ হবে না কিন্তু যাদের অন্তত টেলিভিশন আছে তারা ২৮০০ টাকায় KU BAND সেট আপ বক্স কিনতে পারবে।

তাই বাংলাদেশ সরকারের কাছে অনুরুধ বাংলা স্যাটেলাইট চ্যানেল গুলোকে যেন KU BAND স্যাটেলাইটে সম্প্রচার করার অনুমতি দেওয়া হয়।তাহলেই সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে একধাপ এগিয়ে যাবে।

বিঃ দ্রঃসবার কাছে অনুরুধ সরকারকে উৎসাহিত করার জন্য ভাল কমেন্টস করবেন।

Level 0

আমি ফিরোজ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ ভাই

আপনাকেও ধন্যবাদ

    ফিরোজ আলম ভাই আপনাকে ধন্যবাদ,আমি শুনেছি যে এর একমাত্র বাধা হচ্ছে “ক্যাবল এসোসিয়েশন অব বাংলাদেশ’’(coab)।তারা সরকারকে এটি করতে দিচ্ছেনা এবং সরকারকে ভুল বুজাচ্ছে।কারন এটি করলে ক্যাবল অপারেটরের গ্রাহক কমে যাবে তাই।কিন্তু কোন এক মহলের জন্য বাংলাদেশের মানুষ তথ্যপ্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারে না।তথ্য পাওয়ার অধিকার সবারই আছে।
    হায়রে মানুষ সবাই নিজের সার্থ দেখে দেশের জনঘনের সার্থ কেউ দেখে না।

Thankyou for your information

ভালো টিউন , তবে এতো কিছু না করে , সব চ্যানেলকে টেরিস্টেরিয়াল এর অনুমতি দিলেই আর কিছু লাগবে না ।

    টেরিস্টেরিয়াল হলে তো সেই পুরানো আমোল হয়ে গেল।অডিও ভিডিও কোয়ালিটি ভাল আসবেনা আর সরকার কখনো তা অনুমতি দিবে না।
    তার থেকে ku band দিলে ভালো হবে।ধন্যবাদ

Level 2

😛

আশা করি আপনার এই অনুরোধ সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবেন – ইনসাল্লাহ

এই স্যাটেলাইটের ব্যপারে বিস্তারিত জানতে আপনারা শাওন ভাইয়ের টিউন গুলো পড়ে দেখুন ……… ব্যাপারগুলো হয়ত আরো পরিস্কার হবে সেখানে।

C BAND স্যাটেলাইট সেটআপ বক্স নিয়ে একটা বিস্তারিত টিউন দেন, খরচ সহ … … নিজের বাসায় করতে চাই … …

    টেক টিউনে ছোখ রাখুন

    Level 3

    C band LNB 500TK + feeder 190 tk + DVB receiver 1550 TK theke suru kore 10000 tk porjonto ase + 10 feet Dish antenna 5600 tk + Cable + Connector.

    তানবির ভাই feeder কি, আমি ছোট মানুষতো তাই আতো কিছু বুজিনা একটু বুজাইয়া বলবেন।ধন্যবাদ

    Level 3

    সরি, টাইপিং মিসটেক। Feedhorn কে Feeder লিখে ফেলার জন্য।

ধন্যবাদ…………………..

Level 0

খুব ভালো হয় কাজটি করলে! 🙂 🙂

Yo

আমিও আপনার সাথে এক মত

Level 0

হায়রে ডিজিটাল সরকার?

কিউ ব্যন্ডে কি কি চ্যানেল বর্তমানে দেখা যায়। তার একটা লিষ্ট পেলে ভাল হত । তাহলে একটা বাড়ান্দাতে দিতাম। ভাড়া দিতে দিতে তো ফতুর।

ফিরোজ আলম সাহেব, কাজটা কি ঠিক করলেন? আমি আপনাকে কোনপ্রকার অযাচিত মন্তব্য করিনি এবং করিওনা কখনো কাউকে। এদেশের টিভি ইন্ডাষ্ট্রির সাথে দীর্ঘ সময় জড়িত থাকার সুবাদে কেন কিউ ব্যান্ড আমাদের দেশে সম্ভব নয় তার একটা বিবরণ দিয়েছিলাম। এর চেয়ে বেশী কিছু নয়। কিন্তু আপনি কমেন্টসটা এডিট করলেন। ব্যাপারটা আমার কাছে ভালো লাগেনি। ঠিক আছে আপনার যে কোন টিউনে এটাই আমার সুচিন্তিত সর্বশেষ মতামত। ভাল থাকুন।

    কোন মহলকে নয় দেশের মানুষকে বড় করে দেখবেন।
    দয়া করে দঃখ নিবেন না।ভবিষ্যতেও মন্তব্য করবেন,ধন্যবাদ।

Level 0

আমার কােছ শুধু সাদা মাথাটা আেছ। আিম িক বক্স িকনে ব্যবহার করতে পারবো না?? নািক আেরা িকছু লাগবে। লাগলে িক লাগবে আর দাম কতো?

    ছবিতে যা যা দেওয়া আছে তা তা হলেই হবে।আমার সাথে যোগাযোগ করতে পারেন [email protected] বা nimbuzz id firojalam

Level 0

সরকারতো ভাই সরকার
তার কি আছে কিছু নিয়ে মাথা ঘামানো দরকার!!

টিউনটা সুন্দর হয়েছে………

Level 0

bhai ami jante chai kon stb mpeg4 receiver is the best for C-BAND dish……..please tell me the brand name of stb receiver… also i want to know which brand LNB FOR C-BAND DUAL POLARITY IS THE BEST LNB……I HAVE ONE PANORAMA 17K…. IS IT CAN RECEIVE ALL FTA CHANNEL IN C-BAND

PLEASE CAN ANY ONE UPLOAD DISH POSITION FOR C-BAND DISH WHICH POSITION GET MAXIMUM CHANNEL FROM BANGLADSH ..FIROZ BHAI CAN U ADD ME MY email id is [email protected]

and my nimbuzz id is sweetsilent.. or sohagpnk