অনলাইনে আমার Bike বিক্রি করার অভিজ্ঞতা ও কিছু টিপস

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিক্রয় ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

পুরাতন বাইক টা বিক্রি করার প্রয়োজন পরলো । বেশি পুরাতন না, মাত্র ৬ মাস ব্যবহার করেছি । কিন্তু হঠাৎ এক বিশেষ প্রয়োজনে বাইক টা বিক্রি করা খুবই জরুরী ছিল । এখন বাইক বিক্রি করতে গিয়ে পেলাম এক দারুণ অভিজ্ঞতা । শুরুটা ছিল বেশ ঝামেলাকর তবে শেষ এ গিয়ে আমি সফল হই । আজ আমি আমার অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরছি ।

বাইক সম্বন্ধে কিছু কথা

প্রথমে বাইক সম্বন্ধে কিছু কথা বলে নেই । বাংলাদেশে এখন Pulsar, FZS, FZ, R15, R15 v2, Apache, CBZ, Discovery এসব বাইক খুব বেশি চলে । রাস্তায় যেসব বাইক দেখবেন তার অধিকাংশই উল্লেখিত ব্র্যান্ড সমূহের । আর এসব বাইক বেশি চলার কারন টাও এসব বাইক আর মান । বাইক গুলো চালিয়ে দারুণ মজা । কম তেলে বেশি দূর চলে । এছাড়া মনকারা দারুণ ডিজাইন তো আছেই । একেক ব্র্যান্ড এর একেক সুবিধার কারণে এগুলো জনপ্রিয় । আর মানুষ আর বয়স ভেদে ও রয়েছে বাইক নির্বাচন করার ক্ষেত্রে ভিন্নতা ।

পুরাতন বাইক বিক্রি করা নিয়ে আমার অভিজ্ঞতা

বাংলাদেশে পুরাতন বাইক কেনা যেমন ঝামেলা বিক্রি করা ও ঠিক তেমন ঝামেলা । ভাল মানের ক্রেতা পাওয়া যায় না । বাইক টা বিক্রি করতে গিয়ে টের পেয়েছি ক্রেতা পাওয়া কত ঝামেলার 🙁 ভাল কোন ক্রেতাই পাচ্ছিলাম না । কয়েকজন অসম্ভব কম দাম বলে যা শোনার পর বাইক না বেচারই সিদ্ধান্ত নিয়েছিলাম ।

এরপর একবন্ধু আমাকে বিক্রয় ডট কমের কথা বলল । http://bikroy.com/ ও বলল এটার সাহায্যে নাকি বাইক টা বিক্রি করতে পারবো। http://bikroy.com/ ভিজিট করে দেখলাম হাজার হাজার মানুষ তাদের বাইক বিক্রি করছে এবং হাজার হাজার ক্রেতা তাদের পছন্দের বাইক গুলো এই ওয়েবসাইট এর মাধ্যমে কিনে নিচ্ছে । দাম অবশ্যই অতিরিক্ত কম বা অতিরিক্ত বেশি না । মোটামোটি বিক্রেতা, ক্রেতা দুজনের পছন্দের দামেই বাইক বেচাকেনা হচ্ছে । ভাবলাম আমি আর অপেক্ষা করবো কেন? খুব সহজেই দিয়ে দিলাম বিক্রয়.কম এ আমার বাইক এর ফ্রী বিজ্ঞাপন । আর কয়েকদিনের মধ্যেই মোটামোটি ভাল দামে আমার বাইক টি বিক্রি করতে পারলাম! নিজের চোখেই দেখে নিন কিছু বাইকঃ http://bikroy.com/bn/motorbikes-cycles-motorbikes-scooters-in-bangladesh

সত্যি অসাধারণ লেগেছে বিক্রয়.কম ওয়েবসাইট টা । বাংলাদেশ প্রযুক্তিতে এতটা এগিয়ে গেছে বুঝতে পারি নি । এখন অনলাইন এ ওয়েবসাইট এর মাধ্যমেও কেনাবেচা করা যায় খুবি সহজে আর দ্রুত! বেশ অবাক করার মত হলেও সত্যি । ওয়েবসাইট এ আপনার বাইক এর বিজ্ঞাপন দিতে পারবেন খুবি সহজে । নিচের ধাপ গুলো অনুসরন করলেই হবেঃ

প্রথমে বিক্রয়.কম এ একটি একাউন্ট খুলে নিতে হবে । এরজন্য এখানে ক্লিক করে আপনার নাম, ইমেইম, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন । আপনার ইমেইল এ একটা কনফারমেশন ইমেইল যাবে । সেটাতে একটি কনফারমেশন লিঙ্ক থাকবে, যাতে ক্লিক করে আপনার একাউন্ট টি কনফার্ম করতে হবে । এরপর থেকে আপনি এই ইমেইল আর পাসওয়ার্ড ব্যবহার করেই লগিন করতে পারবেন ।

লগিন হয়ে গেলে আপনাকে বিক্রয়.কম এ আপনার বাইক এর একটি বিজ্ঞাপন দিতে হবে, যা সম্পূর্ণ ফ্রী । এর জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ

প্রথমে এখানে ক্লিক করুন । যে পেজ টি আসবে সেখানে শ্রেণী হিসেবে মোটর বাইক ও বাই সাইকেল এবং উপশ্রেণী হিসেবে মটরবাইক ও স্কুটার সিলেক্ট করুন । এবার আপনার বাইক এর মডেল, ছবি, ইঞ্জিন ক্ষমতা, মাইলেজ ইত্যাদি বর্ণনা দিয়ে "আপনার বিজ্ঞাপনটি দেখে নিন" বাটনে ক্লিক করুন ।

এবার আপনার দেয়া সব তথ্য ঠিক আছে কিনা ভাল মত দেখে নিন । দেখে 'বিজ্ঞাপন দিন' বাটন এ ক্লিক করলে আপনার বিজ্ঞাপনটি রিভিও এর জন্য প্রকাশ হয়ে যাবে ।

বিক্রয়.কম এর মডারেটররা ৪ ঘন্টার মধ্যেই আপনার বিজ্ঞাপনটি চেক করে দেখবে । যদি সব ঠিক থাকে তবে আপনার বিজ্ঞাপন টি প্রকাশ হবে এবং মোটামোটি ২-৩ দিনের মধ্যেই আপনার বাইক টি বিক্রি হয়ে যাবার সম্ভাবনা থাকে ।

বাইক দ্রুত বিক্রি করার ক্ষেত্রে যা করবেন

বাইক যদি দ্রুত বিক্রি করতে চান তবে কিছু বিষয় খেয়াল রেখে বিজ্ঞাপন দিবেন ।

  • বাইক এর মুল্য অবশ্যই যাচাই বাচাই করে যোগ্য মুল্য নির্ধারণ করবেন ।
  • বাইক এর সঠিক এবং বিস্তারিত বিবরন লিখুন ।
  • বাইক এর ভাল ভাল ছবি যুক্ত করুন । ক্রেতা প্রথমে ছবি দেখেই আপনার বাইকটি প্রাথমিক ভাবে পছন্দ করতে পারে ।

আশা করি বিক্রয়.কম থেকে আমার মত আপনিও বেশ উপকৃত হবেন।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিক্রয় ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Bikroy .Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেকটা মজা করেই এক ছোট ভাইয়ের বাংলালায়ন ওয়াইম্যাক্স মডেমের বিজ্ঞাপন দিয়েছিলাম বিক্রয় ডট কমে,মূল্য ৭০০ টাকা।ধরেই নিয়েছিলাম কেউ হয়ত যোগাযোগ করবে না।কিন্তু বিজ্ঞাপনের দুই ঘন্টা পর থেকেই ফোন আসা শুরু হয়।প্রথমে যে ফোন করেছিলেন তিনি পরদিন বিকাশের মাধ্যমে টাকা পাঠালে তাকে মডেমটি চট্টগ্রামে পাঠিয়ে দেয়া হয়।পরে তিনি খুশী হয়ে আরো ৫০টাকা ছোট ভাইকে ফ্লেক্সি করেছিলেন।

এখানে বিশ্বস্ততা আর সততা হল মূল জিনিষ।।

Level 0

ভাই অনেকটা ঘুরিয়ে পেচিয়ে কিন্তু আপনি নিজের সাইটের বিজ্ঞাপন দিলেন। তবুও ভালো, বিক্রয়.কম আসলেই ভালো একটা সাইট, আপনাদের সামনে এখন ভাল দিন আসতেছে, আল্লাহর উপর ভরসা করে চালিয়ে যান।

Level 0

বিক্রয়.কম নিঃসন্দেহে ভালো একটি সাইট, কোন সন্দেহ নেই। কিন্তু বিজ্ঞাপণে লিংকগুলো ডিলিট করে দেওয়া হয়। আমার মতে কোন রিলেটেড লিংক ডিলিট করা উচিত নয়, আর রিলেটেড লিংক কখনো স্প্যাম হতে পারে না।
বিক্রয়.কম যেভাবে তার পাবলিসিটি করেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। সকল ওয়েবসাইটে, টিভিতে, শপিং মলে বিক্রয়.কমের অ্যাড দেখতাম। ১ বছরের মধ্যেই দেশের ১ নম্বর অনলাইন মার্কেট প্লেস এর স্থান দখল করা চারটি খানি কথা নয়। মনে আছে, ক্লিক বিডিতে এড দেওয়ার পর বিক্রয়.কম থেকে ফোন করে আমার অ্যাডটি পাবলিশ করার অনুমতি চাওয়া হয়েছিল। আর এখন সকল ক্লাসিফাইড সাইটকে অতিক্রম করেছে এই সাইটটি। ওয়েবসাইটটি অনেকটা ও.এল.এক্স জাতীয়। দেখার অপেক্ষায় রইলাম কীভাবে ভবিষ্যতে এটা নিজেকে মনেটাইজ করে।

Khub valo maner ekta site buying-selling er jonno