দেশের সেরা অনলাইন মার্কেট-প্লেসে লাখো বিজ্ঞাপণ!!

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম যাত্রা শুরুর ২ বছরের মধ্যে ৩২ লাখেরও বেশি বিজ্ঞাপন প্রকাশ করেছে। এই সাইটটিতে এক বছর আগে যেখানে প্রতিদিন ৩০০০ ক্ল্যাসিফাইড বিজ্ঞাপন প্রকাশিত হতো, বর্তমানে সাইটটি প্রতিদিন ৯০০০ ক্ল্যাসিফাইড বিজ্ঞাপন প্রকাশ করছে। ব্যবহৃত পণ্যের বিজ্ঞাপনের ক্রমবর্ধমান এই চাহিদা পূরণ করা পুরো সংবাদপত্র শিল্পের পক্ষে সম্ভব নয়।

বিক্রয় ডট কমে ২ বছরের মোট পণ্যের বিজ্ঞাপণ

বিক্রয়ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, অনলাইন মার্কেটপ্লেসে এর যাত্রার প্রথম তিনমাসে জুন-আগস্ট ২০১২ সময়ে বিক্রয় ডটকম ২৬ হাজার বিজ্ঞাপন পেয়েছিলো। ২০১৪ সালের মার্চ থেকে মে পর্যন্ত বিজ্ঞাপনের হার বেড়ে ৮ লাখ ২৭ হাজারে গিয়ে দাঁড়িয়েছে।

ব্যবসা-বাণিজ্যের দিক থেকে দেশের শীর্ষ চারটি শহরের মধ্যে ২০১৪ সালে ঢাকা থেকে এসেছে বিজ্ঞাপনের ৭৯ শতাংশ; অন্যদিকে চট্টগ্রাম, সিলেট ও খুলনায় এ হার হচ্ছে যথাক্রমে ১৩ শতাংশ, ৬ শতাংশ ও ২ শতাংশ।


কেনাবেচার জন্য মার্কেটপ্লেসের সবচেয়ে জনপ্রিয় পণ্যগুলো হচ্ছে মোবাইল ফোন, ল্যাপটপ, প্রোপার্টিস এবং প্রাইভেট কার ও যানবাহন। ২০১৪ সালের তথ্য অনুযায়ী, অনলাইন মার্কেটপ্লেসে প্রায় ৬ লাখ মোবাইল ফোন এবং ১ লাখের বেশি প্রাইভেট কার ও যানবাহনের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

এছাড়া সোফা, পোশাক, ক্রিকেট সরঞ্জাম, পাখি, চাকুরি ও সেবার বিজ্ঞাপন দিনদিন বেড়েই চলেছে এই অনলাইন মার্কেটপ্লেসে- যেখানে আপনি প্রায় সবকিছুই কেনা-বেচা করতে পারবেন।

শীর্ষ অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন বলেছেন,

কম দামে ও দরদামের মাধ্যমে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের কেনা-বেচার জন্য আজকাল ইন্টারনেট সাশ্রয়ী ও সহজ উপায় হিসাবে দেখা দিয়েছে। সশরীরে বাজারে যাওয়ার বদলে অনলাইন মার্কেটপ্লেসের ব্যবহার পণ্য কেনা-বেচার বিষয়টিতে নতুনত্ব যোগ ও কাজটিকে আরো প্রাণবন্ত করে তুলেছে।

তিনি আরো বলেন, দেশের শীর্ষ অনলাইন মার্কেটপ্লেস বিক্রয়ডটকম পাল্টে দিয়েছে আমাদের কেনা-বেচার ধরণকে। ব্যবহৃত পণ্য কেনা-বেচার মাধ্যমে পণ্যের পুনঃব্যবহারের সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। এর ফলে সহজেই আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে; উদাহরণ হিসাবে বলা যায়, নতুনের চেয়ে অর্ধেক দামে একটি ব্যবহৃত ফ্রিজ কিনে প্রয়োজন মেটাতে পারে যে কেউ। অনলাইনের মাধ্যমে আমরা মুহুর্তেই ব্যবহৃত একটা সিম্ফনি হ্যান্ডসেটের দাম, ২০০৮ সালের একটি টয়োটা করোলার দাম বা উত্তরার কোন অ্যাপার্টমেন্টে কত স্কয়ার ফিটের কত দাম তা জানতে পারি।

২০১২ সালের জুনে কার্যক্রম শুরুর পর থেকে এক বছরের কম সময়ের মধ্যে বিক্রয়ডটকম বাংলাদেশের বৃহত্তম মার্কেটপ্লেসে পরিণত হয়েছে এবং অ্যালেক্সা রেটিং অনুযায়ী বাংলাদেশের স্থানীয় ওয়েবসাইটগুলোর মধ্যে এর অবস্থান অষ্টম।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিক্রয় ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Bikroy .Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

এই বেপারে জানতাম । এইটা নিয়ে পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে…।

ভাই নতুন একটা ভাল সাইট এসেছে যে কোন ধরনের পন্য কেনা বেচা করার জন্য …। নাম http://www.shopingmol.com