ছেলেমেয়েগুলো আকাশ সমান স্বপ্ন নিয়ে ছুটে চলে!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Onnorokom Electronics'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

গুটি গুটি পায়ে স্কুলে যাওয়া ছেলেমেয়েগুলো আকাশ সমান স্বপ্ন নিয়ে ছুটে চলে। অনেক কৌতুহলের একেক করে সমাধান খুঁজে বেরায়। বিজ্ঞানই প্রথম জানতে শেখায়-

  • কেন আকাশ এত নীল?
  • দূরের ঐ তারাগুলো এত কাছে মনে হলেও কেন ছুঁয়ে দেখা যায় না?

জীবনের সবকিছুতে মিশে আছে বিজ্ঞান, হোক সে রান্না করা, ফুটবল খেলা কিংবা বাগান করা। মুগ্ধ নয়নে বৃষ্টি দেখার মাঝেও আছে বিজ্ঞানের পদচারণা। বিজ্ঞান জানার মধ্যে দিয়ে শিশুরা তাদের চারপাশে ঘিরে থাকা জগৎকে জানতে পারে। মেলাতে পারে তাদের ভাবনার সাথে। পাঠ্য বইয়ের সেই হাতে আঁকা ছবি আর গৎবাঁধা বর্ণনায় এক্সপেরিমেন্টের দিন কিন্তু শেষ।

এখন নিজের হাতে হবে সত্যিকার এক্সপেরিমেন্ট!
ছবিগুলোকে হাতে ছুঁয়ে দেখা যাবে। একটা সময় মনে হত ব্যবহারিক শুধু বড় ক্লাসেই করা যায়। কিন্তু ছোটদের যে অনেক মজার মজার এক্সপেরিমেন্টের সুযোগ আছে অনেকেই হয়তো জানি না!

ছেলেবেলার সেই স্বপ্নপূরণের জন্য এসেছে বাংলাদেশের প্রথম সায়েন্স কিট বিজ্ঞানবাক্স। এক্সপেরিমেন্টের সব উপাদান, টিউটোরিয়াল সিডি আর সহায়ক বই নিয়ে অন্যরকম বিজ্ঞানবাক্স। চোখ মেলে তাকানোর আগেই পৃথিবী ছুটে চলেছে অনেক দূর...তার সাথে তাল মেলাতে পাশে চাই এমনই কিছু বিজ্ঞানবাক্স। যার সাথে সন্ধি করে বিজ্ঞানের পশরা সাজানো যায়। ঝালিয়ে নেয়া যায় নিজের প্রতিভাগুলো।

যোগাযোগঃ

সরাসরি কথা বলতে- ০১৮৪৭ ১০৩ ১০২

অনলাইনে- http://www.facebook.com/OnnoRokomBigganBaksho

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Onnorokom Electronics'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 0

আমি অন্যরকম বিজ্ঞানবাক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস