জেনে নিন গোয়েন্দা গল্পের একাল সেকাল

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

রাজ্য, রাজত্ব আর ক্ষমতার কোন্দল ছিল সেই আদিমকাল থেকেই। গোটা পৃথিবীজুড়ে তাই যুদ্ধ হয়েছে বারবার। আর বাংলায় সেতো কলিঙ্গ যুদ্ধ থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত বিস্তৃত। যুদ্ধ যেমনই হোক গুপ্তচরবৃত্তি বরাবরই মূখ্য ছিল। কেউ হয়তো নিজ রাজ্যের জন্য আর কেউ হয়তো নিজ রাজ্যের সাথে প্রতারণা করে গুপ্তচর হয়েছে অন্য রাজ্যের। তবে মূল বিষয়টি ছিল একই। অর্থাৎ অনুসন্ধান করা। অনেকটা  নিভৃতে থাকা এই গুপ্তচর কিংবা গোয়েন্দা যাই বলি না কেন, সাধারণ লোকচক্ষুর অন্তরালে তাদের এই অনুসন্ধান কার্যের আলাদা বৈশিষ্ট্যের কারণেই হয়তো বিষয়টির প্রতি মানুষের সীমাহীন আগ্রহ। তাই খুব স্বাভাবিকভাবেই এ দিকটি লেখকদের নজর এড়িয়ে যায়নি। তারা তাদের কল্পনা দিয়ে তৈরি করেছে একেকজন দক্ষ ও অসাধারণ ব্যক্তিত্বের গোয়েন্দা চরিত্র। আর দিনে দিনে এসব চরিত্র পাঠকের মনে প্রাণ পেয়েছে, কেড়ে নিয়েছে নায়কের স্থান। বিশ্বে সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র কোনগুলো? প্রথমেই যে নামটি আসবে তা হল শার্লক হোমস। ১৮৮৭ সালে আর্থার কোনান ডয়েলের লেখা ‘আ স্টাডি অব স্কারলেট’ এর মধ্য দিয়ে জন্ম হয় এই বিখ্যাত ডিটেক্টিভ চরিত্রের। পুরো নাম শার্লক স্কট হোমস। যিনি তার বাহ্যিক রূপের চেয়ে অধিক সমাদৃত হয়েছেন ধারালো বুদ্ধি আর অসাধারণ ব্যক্তিত্বের জোরে। দিনে দিনে থ্রিলার ও রহস্যে পরিবর্তিত হয়ে গোয়েন্দা উপন্যাস আরো নতুন রূপে সেজেছে। অগাথা ক্রিস্টি  আবার তার দ্য ভিঞ্চি কোড থ্রিলার উপন্যাস দিয়ে জনপ্রিয় করে তোলেন রবার্ট ল্যাংডন চরিত্রটিকে। এতো গেল গোটা বিশ্বের কথা। তাই বলে বাঙ্গালিরাওতো কম যায় না। সত্যজিৎ রায় তৈরি করলেন এক অসাধারণ গোয়েন্দা চরিত্র ফেলুদা। ফেলুদার জন্ম হয়েছিল ১৯৬৫ সালে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ বইটির মাধ্যমে। সত্যজিৎ রায়ের মত একজন গুনি লেখকের সাহিত্যের মাধুর্যে ফেলুদা চরিত্রটি এতটা জনপ্রিয় হয়েছিল বাঙ্গালির কাছে। আরেকজন লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়  তো রীতিমত ধুতি পড়ূয়া গোয়েন্দা ব্যোমকেশ বক্সী রচনা করেছিলেন। আর এই সত্যান্বেষীর বুদ্ধির প্রশংসাও ছিল পাঠকের মুখে মুখে। আবার শিশু কিশোরদের উপযোগী করে কিছুটা রহস্য ও থ্রিলার ধাঁচে এক বিখ্যাত চরিত্র কিরীটি রায় তৈরি করেছিলেন নিহার রঞ্জন গুপ্তরোমাঞ্চ, থ্রিলার ও রহস্যের মেলবন্ধনে গোয়েন্দা উপন্যাস সবসময় ছিল পাঠকদের পছন্দের শীর্ষে। মূল চরিত্রের সাথে সাথে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল ওয়াটসন থেকে তোপসের মত গোয়েন্দা সহকারীরাও। মোট কথা এ ধরনের উপন্যাস আর পাঠকদের পছন্দ একই রকম ফ্রেমে আটকে আছে। অনেকে হয়তো আধুনিকতার ছোঁয়ায় ফ্রেম থেকে কিছুটা বেরোতে চাইছে। তবে তার সংখ্যা যৎসামান্যই।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 0

আমি রকমারি ডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কৌতূহল আছে বলেই মানুষ বেঁচে থাকার মাঝে অর্থ খুঁজে পায়। কৌতূহল সৃষ্টি করতে হলে মানুষকে তাঁর জগত ও কালপরিক্রমা সম্পর্কে সংবেদনশীল হতে হবে। সংবেদনশীলতা আসে পাঠাভ্যাসের মধ্য দিয়ে। অথচ আশঙ্কাজনক হারে, আমাদের দেশের মানুষের পাঠ্যাভ্যাস হ্রাস পাচ্ছে। কারণ বহুবিধ। যারা ঢাকায় থাকেন, যানজট এর দীর্ঘ ভোগান্তি সয়ে তাদের বই কিনতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস