পর্দার সাথে ফ্যাশনেবল হয়ে উঠুন ইসলামিক পোশাকে

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

সামনে রমজান মাস। এমাসে সিয়াম সাধনার পাশাপাশি সবাই পর্দানশীল থাকতে পছন্দ করেন। এছাড়াও যারা ধর্মভীরু তারা সবসময় ফ্যাশন করতে চায় পর্দা মেনে। সেজন্য ইসলামি ফ্যাশনের সাথে মানানসই বিভিন্ন রকম পোশাকের সাথে নিজেদের মানিয়ে নিচ্ছেন অনেকেই। ধর্মভীরু প্রতিটি নারীর পছন্দের একটি পোশাক হলো হিজাব। মাথার চুল ঢেকে রাখাই এই হিযাবের মুখ্য উদ্দেশ্য। হিযাবের পাশাপাশি বোরকা, আবায়া ও স্কার্ফ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চলুন পর্দার সহিত ফ্যাশনেবল হয়ে উঠার মত কয়েকটি ইসলামিক পোশাকের কালেকশন দেখে নেই।

বোরকাঃ

 

বোরকা আমাদের ধর্মীয় পোশাক হলেও এখন এটি ফ্যাশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। বোরকা সম্পর্কে প্রথমেই যা বুঝতে হবে তা হচ্ছে, এটি সৌন্দর্য প্রকাশের জন্য নয়; সৌন্দর্য আবৃত রাখার জন্য। এমন বোরকা ব্যবহার করতে হবে, যা এই উদ্দেশ্য পূরণ করে।

বোরকার ব্যবহার অনেক আগেও ছিলো, রয়েছে সবসময়। তবে পরিবর্তন হয়েছে ধরন-ধারণে। পর্দা বা শালীনভাবে চলার পাশাপাশি বোরকা এখন মেয়েদের ফ্যাশনও। সেই ফ্যাশনও পরিববর্তন হচ্ছে দিনকে দিন। তবে যারা বোরকা, হিজাব কিংবা আবায়া পড়েন তারা সেই পোশাকের মধ্য দিয়েই নিজেকে ফুটিয়ে তোলেন। সব মুসলিম দেশেই একে আবায়া বোরকা বলে।

হিজাবঃ

 

একটা সময় ছিল যখন নারীরা পর্দা করার উদ্দেশ্যে বোরকার সাথে হিজাব ব্যবহার করতেন। তবে বর্তমানে হিজাব শুধু গুটিকয়েক নারীর মাঝে সীমাবদ্ধ নয়। এটি একটি ফ্যাশন ট্রেন্ড হিসাবে ছড়িয়ে পড়েছে সব বয়সের নারী ও তরুনীদের মাঝে। হিজাব যেমন পর্দা করার জন্য উপকারী, ঠিক তেমনি এর রয়েছে আরও অনেক উপকারী দিকও। বাইরে বের হলে আপনার ত্বক এবং চুলের সব থেকে বড় শত্রু হল ধুলাবালি ও ক্ষতিকর সূর্যকিরণ। আপনার ত্বক এবং চুলকে রক্ষা করার একটি ভাল উপায় হতে পারে হিজাব ব্যবহার। শুধু বোরকার সাথে নয়, হিজাব পরতে পারেন শাড়ি, কামিজ, কুর্তা বা অন্য যে কোনো পোশাকের সাথে।

স্কার্ফঃ

 

হিযাবের পাশাপাশি অনেক তরুণী পিন দিয়ে আটকে স্কার্ফ ব্যবহার করেন। আর পার্টি, অনুষ্ঠান কিংবা বিশেষ দিনে পোশাকের রঙের সঙ্গে রঙ মিলিয়ে স্কার্ফ পরাও বেশ জনপ্রিয়। টপস কিংবা ফতুয়া যা-ই হোক না কেনো এর সঙ্গে মিলিয়ে স্কার্ফ ব্যবহার করেন প্রায় সব তরুণী। কখনো একরঙা আবার কখনো বা বহু রঙের মিশেলে তৈরি স্কার্ফ তরণীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে।

কোথায় থেকে কিনবেন?

রাজধানীসহ দেশের সব শপিংমল গুলোতেই ধর্মীয় পোশাক পাওয়া যাবে। কেনা যাবে ৪০০-১০০০০ টাকায়। তবে সবচেয়ে লেটেস্ট কালেকশনগুলো পাওয়া যাবে অনলাইন শপগুলোতে। তাই যারা ঘরে বসে বোরকা ও হিযাবের নান্দনিক সাজে নিজেকে সাজাতে চান তারা ঘুরে আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকের ডিল থেকে। তাদের কালেকশন দেখতে ও কিনতে এখানে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস