আজকেরডিলে রমজান উপলক্ষ্যে ফুড ব্যবহারেজের হেলদি কালেকশন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সব ধরনের শপিং আইটেমের পাশাপাশি ফুড ব্যবহারেজের তরতাজা কালেকশন পাওয়া যাচ্ছে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস আজকেরডিলে। মূলত খাঁটি ও টাটকা খাদ্যসামগ্রী তুলে দেবার জন্যই আজকেরডিলের এই আয়োজন। আজকেরডিলের ফুড ব্যবহারেজ মধ্যে বেবী ফুড, মিষ্টি, দই, মধু, কেক, চকোলেট ও ক্যান্ডি, জ্যাম, জেলি ও আচার, ড্রাই ফুড/ স্ন্যাক্স, ড্রিংকস অ্যান্ড ব্যবহারেজ, তেল, ঘি ও মসলা, মাছ ও শুটকীসহ বিভিন্ন রকমের ফলমূল  চলুন আজকেরডিলের কিছু ফুড ও ব্যবহারেজ আইটেম দেখে নেই।

তিলের তিলঃ

তিলের তেল সব জায়গায় পাওয়া যায় না।  রমজান মাসে এটি বাড়িতে রাখতে পারেন ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। এই তেল স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তিলের তেল ব্যবহারে চুল পড়া বন্ধ হয়, মাথা ঠান্ডা রাখে, হার্ট অ্যাটাক, অ্যাসথামা, মাইগ্রেইন ইত্যাদি প্রতিরোধ করে এছাড়া সালাদ হিসেবেও ব্যবহার করা যায়।

কাঠ বাদামঃ

কাঠ বাদাম অন্যান্য বাদাম গুলোর মধ্যে সবচেয়ে বেশি উপকারী। রমজান মাসে নিয়মিত খেলে আপনার ক্ষুধা নিবারন হবে। হজমশক্তি বাড়াতে সাহায্য করে ভেজানো অ্যালমন্ড। প্রয়োজনীয় এনজাইম নিঃসরণে সাহায্য করে। ওজন কমাতে কার্যকরী ভূমিকা পালন করে। অ্যালমন্ডে উপস্থিত মোনোস্যাচুরেটেড ফ্যাট খিদে কমায় ও পেট ভরিয়ে রাখে। হৃদয় ভালো রাখে অ্যালমন্ড। ক্ষতিকারক কোলেস্টেরল (লো ডেনসিটি লিপোপ্রোটিন) নিয়ন্ত্রণ করে।

খাঁটি সরিষার তেলঃ

একেবারে প্রাকৃতিক উপায়ে প্রস্তুতকৃত খাঁটি সরিষার খাঁটি তেল পাচ্ছেন আজকেরডিলে। নিজস্ব তত্ত্বাবধানে জমি থেকে ভালো মানের সরিষা সংগ্রহ করে গরু টানা ঘানিতে তেল তৈরী করা হয়। পুরো রমজান মাস জুড়ে আপনার বাড়িতে খাঁটি সরিষার তেল ব্যবহার করতে পারেন।

অর্গানিক হলুদ গুড়াঃ

খাঁটি হলুদের গুড়া যারা রান্নার কাজে ব্যবহার করতে চান তারা আজকেরডিল থেকে অর্গানিক হলুদের গুড়া কিনে নিতে পারেন। নিজেদের চাষের হলুদের গুড়া এটি। ১০০% কেমিক্যাল মুক্ত এবং ১০০% ভেজালমুক্ত।

সানফ্লাওয়ার সিডস অয়েলঃ

অন্যান্য তেলের চেয়ে সানফ্লাওয়ার সিডস অয়েল বিষেশ উপকারী। এই তেলে রয়েছে উৎকৃষ্ট মানের আমিষ যা মাছ ও মাংসের বিকল্প। নিয়মিত সানফ্লাওয়ার সিডস অয়েল খেলে হালকা পাতলা থাকা যায়। এটি উচ্চ রক্তচাপ এবং কোলেস্টরেল কমায়।

আদি পেস্তা বাদামঃ

পেস্তা বাদাম শরীরের জন্য বেশ উপকারী। পেস্তা বাদামের সবুজ রঙের জন্য, খাবার সাজানোর কাজে প্রচুর পরিমানে ব্যবহার করা হয়। বিশেষত দামী দামী খাবারের প্লেট সাজানোর কাজেও ব্যবহার করা হয়। মিষ্টি, আইস্ক্রিম, পুডিং ইত্যাদিতে বানানোর উপকরন হল পেস্তা বাদাম ব্যবহার করতে পারবেন। পেস্তা বাদামের থেকে তৈরী তেল চর্ম রোগের ওষুধ হিসাবেও ব্যবহার করা হয়।

পাঁচ ফোড়নঃ

পাঁচটি মসলা জাতীয় খাদ্যের বীজ রান্নার পরে ‘ফোঁড়ন’ হিসাবে ব্যবহারকে পাঁচফোড়ন বলে। ‘ফোঁড়ন’ মানে হাল্কা তেলে কিম্বা ঘিয়ে বীজগুলো নেরে রান্না বা সেদ্ধ করা শাক বা সবজির ওপর দেওয়া, ব্যস! উদ্দেশ্য হচ্ছে শাকসবজির ঘ্রাণ ও স্বাদ উসকে দেওয়া। খাবারে স্বাদ ও সুগন্ধ বৃদ্ধিতে পাঁচফোড়ন বহুল প্রচলিত একটি মসলা।

রমজান ‍উপলক্ষ্যে সব ধরনের ভেজালমুক্ত খাদ্যসামগ্রীর সংগ্রহ দেখতে ও  কিনতে এখানে ক্লিক করুন।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস