অনলাইনে প্রতারণার শিকার হলে কি করবেন? আপনার নামে বা আপনার ছবি দিয়ে কেউ অবৈধ ফেসবুক চালালে কীভাবে সল্যুশন করবেন।

কেউ যদি আপনার নাম ও ছবি ব্যবহার করে আপনার অগচরে তাহলে কি করবেন?

কেউ যদি ফেসবুকে আপনার নাম ও ছবি ব্যবহার করে অশ্লীল পেজ  চালায় বা কেউ যদি আপনাকে অনলাইনে উত্যক্ত করে-

তাহলে আপনাকে নিচের পদক্ষেপ নিতে হবে-

  • আপনি BTRC কে ফোন করে কমপ্লেইন করতে পারেন।
  • তারা ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি সমাধান করার চেষ্টা করবে।
  • বেশি মারাত্মক হলে তাকে ৩ দিনের মধ্যে আইনের আওতাই নিয়ে আসবে BTRC.

তাহলে কীভাবে BTRC এর সাথে যোগাযোগ করবেন?

BTRC এর ঠিকানা-

Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC)

IEB Bhaban (5,6 & 7 floor)
Ramna, Dhaka-1000
Phone (PABX): + 880 2 9611111
Fax: +880 2 9556677
Email: [email protected]
Consumer Inquiries Related:
Email: [email protected]
অথবা সরাসরি এখানে কমপ্লেইন করতে পারেন। 

ফেসবুকে এই পেজে লাইক দিয়ে এমন অনেক কিছুর সমাধান  পেতে পারেন

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুনেছিলাম এইটার কথা। কিন্তু এতে কি আসলেই কাজ হই ?

    @রাকিব হাসান: তারাই তো বাংলাদেশের অনলাইন জগতের হর্তাকর্তা। তাদের পারা উচিত। ধন্যবাদ রাকিব ভাই।

      @আই,টি সরদার:

      তবুও বাংলাদেশতো ! । তাও আবার সরকারি ! 😀 এরা বলার সমাই একটু বেশিই বলে , আর কাজের সমায়ে ০ !
      এই জন্যই বললাম আর কি ! !

        @রাকিব হাসান: হ্যাঁ ভাই আমি আপনার কথা বুজ্জচি। যাই হোক আমাদের কাজ তারাই মেটাতে পারে। সরকারি বলে একটু ঝামেলা হবে এটা স্বাভাবিক। 😀

        Level 2

        @রাকিব হাসান: সহমত। আসলে সরকারী কোন কিছুর উপর মানুষের ভরসাটা প্রায় শুণ্যের কৌটায় বলা যায়।

যদিও আমি নিয়মিত এই সাইট ভিজিট করি কিন্তু কমেন্ট খুব একটা করা হয়না! কিন্তু আজকে আর কমেন্ট না করে থাকতে পারলাম না। ওই নাম্বার এ কল করলে ওরা কোন পদক্ষেপ ই নেয় না। কয়েক মাস আগে আমার এক ফ্রেন্ড এর ছবি দিয়ে একটি আইডি খুলে নানা ধরনের ভিডিও আপলোড/লিংক দেয়া হচ্ছিল। এখানেই সেই লোক থেমে থাকেনি, বিভিন্ন মানুষ কে ওই মেয়ে সেজে মেয়ের নাম্বার+তার বাবা-মায়ের নাম্বার পর্যন্ত দিতে থাকে! যেই মেয়ে একদিনের পরিচয়ে রাতে কল দিতে বলে তাকে মানুষ কি ভাবতে পারে!!! একবার ভেবে দেখুন একটা মেয়ের জন্য এটা কতটা কষ্টদায়ক হতে পারে! ওদের কাছে সাহায্য চেয়েছিলাম, পাইনি। শেষে বাধ্য হয়ে গেলাম র‍্যাব এর কাছে তারা যা বলল তার সার-সংক্ষেপ এই যে আপনি ফেইসবুক ব্যবহার বন্ধ করে দিন। সরকারি সব সংস্থাই যে খারাপ তা বলছি না…কিন্তু অনেক সংস্থাই তাদের দায়িত্ত অবহেলা করে! আসলে চোখের সামনে আমার ফ্রেন্ড এর কান্না দেখেছি তাই এই বিষয়ে কমেন্ট না করে পারলাম না! ধন্যবাদ এই সচেতনতামূলক টিউনটি করার জন্য।

    @মুশফিক: ধন্যবাদ, সবাই সেই ভাবে পদক্ষেপ নিবে তাদের সাথে যোগাযোগ করার সময়। ধন্যবাদ সবাই।

    @মুশফিক: ধন্যবাদ, সবাই সেই ভাবে পদক্ষেপ নিবে তাদের সাথে যোগাযোগ করার সময়। ধন্যবাদ মুশফিক ভাই।

    Level 2

    @মুশফিক: সহমত।

Level 0

সুন্দর পোষ্ট করার জন্য ধন্যবাদ।

এই বিষয়টা নিয়ে আমিও খুব কনফিউজড ছিলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি টিউন উপহার দেওয়ার জন্য। আশা করি আগামিতে আরও ভালো কিছু পাবো

আমার ফেসবুক ওয়ালে বা টাইম লাইনে অন্য ফ্রেন্ড পোস্ট করে চলে যায় যা আমি একেবারেই চাই না কারণ তার কোন খাবাপ পোস্ট আমার প্রিয়জনের মধ্যে আমার সম্বন্ধে খারাপ ধারনা হতে পারে। তাই আমি চাই আমি ছাড়া অন্য কেউ যেন আমার ফেসবুক ওয়ালে বা টাইম লাইনে পোস্ট করতে না পারে। সেটা কিভাবে?
——————————————————
আমি Timeline & Tagging এর আন্ডারে Who can add things to my timeline? 1 Who can post on your Timeline – Only me করে রেখেছি আর Review posts friends tag you in before they appear on your timeline? – অপসানটা Off করে রেখেছি।
———————————————
কিন্তু এর পরও পোস্ট করে চলে যাচ্ছে, আপনার কাছে সমাধান জানা আছে কি?

    @writerbuddha: Who can add things to my timeline? 1 Who can post on your Timeline – Only me
    Review posts friends tag you in before they appear on your timeline?–Off
    এগুলো করলে তো সমাধান হওয়ার কথা।