ধন্যবাদ Google Search Engine কে বাংলা সার্চ সুবিধা চালু করার জন্য কিন্তু বাংলা সার্চের নামে এ কি ?

Google Search Engine এ একটা সময় ছিল শুধু মাএ English এ সার্চ সুবিধা ছিল । কিন্তু বর্তমানে সার্চ বাংলায় সুবিধা চালু আছে তাই আমরা ইচ্ছে করলে বাংলায় সার্চ করতে পারি । আপনারা হয়তো এর মধ্যে ভাবছেন যে , এটি পুরাতন খবর হ্যা আসলেই এটি পুরাতন খবর । আমার বক্তব্য হচ্ছে আপনারা একবার দেখেছেন যে বাংলা সার্চ করার কি অসুবিধা যদি না দেখে থাকেন তা হলে একবার A চাপুন এবং দেখুন কি আসে , B চাপুন এবং দেখুন কি আসে C চাপুন এবং দেখুন কি আসে, D চাপুন এবং দেখুন কি আসে,M চাপুন এবং দেখুন কি আসে , T চাপুন এবং দেখুন কি আসে, P চাপুন এবং দেখুন কি আসে Y চাপুন এবং দেখুন কি আসে আর চাপতে হবে না । এবার বলুন বাংলা ভাষা বিশ্বে একমাএ আর্ন্তজাতিক মাতৃভাষা আর সেই ভাষায় সার্চ করলে কি আমার অপরাধ ? আসলে Google Search Engine এর কোন দোষ দেয়া কি ঠিক হবে ? “ না “ আসলে আপনাকে তথা আমাকে বদলাতে হবে ।আপনারা যারা S.E.O. করেন তাদেরকে বলছি এ লজ্জা আমরা রাখবো কোথায় ? আপনাদের বলছি আপনি বদলাতে শুরু করুন তা না পরবর্তি প্রজন্মের কাছে ছোট হয়ে থাকবেন ।
gbl

Level 0

আমি Rex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে ছোটখাট ভুল থেকে অনেক কিছু শিখতে পেরেছি তাই এখন ও ভুল করি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হা হা হা

রেক্স ভাই ……… অনেক দিন পর টেক হিউমারের লেখায় হাসলাম ………. আগে হাসতাম শফিউলের টিউন দেখে …….. ভাই আপনি রেগুলার না কেন?

Level 0

খুব ভাল একটা কথা বলেছেন । খুব কষ্ট লাগে যখন এসব দেখি । মন চায় গুগলে বলি বিষয়গুলো । আমার কথাতো আর গুগল শুনবেনা । কি আর করার !

ভাই তে আমাদের ভুলেই গেছেন।

    তবে ভাই শুধু বাংলা নয় সারা পৃথিবীতেই এরকম অবস্থা উদাহরন স্বরুপ বলা যায় ইন্টারনেটে এ যাবৎ সবচেয়ে বেশী সার্চ হওয়া শব্দ Se.. আর পর্ণো সাইটের সংখ্য সবচেয়ে বেশী এসবের সাথে যুদ্ধ করেই আমাদের টিকে থাকতে হবে এছাড়া উপায় নাই।

Level New

কিছু বুঝলাম না। ব্যাপার কি কেঊ বুঝাবেন?

    হ্যা ভাই বুঝেছি। খালি বাংলা সার্চ ইঞ্জিনে গিয়ে C লিখেন দেখেন কি অবস্থা, আগে তো জানতামই না এই হাল বাংলা সার্চ ইঞ্জিনে। আমি তো অবাক !

hai hai.. sottito vai ami to faltu mone kore birer moto dekte gelam.. giye too shottii lozza onuvob kolam……

খাইসে রে ভাই। মাথা চক্কর দিয়া উঠলো। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এসবই সার্চ করে………..
তবে “M” কিছুটা সম্ভ্রান্ত(!) আছে। বাকি সব 🙁

Level 2

গোগল বাংলা সার্চ ইন্জিন সম্বন্ধে কি আর লিখব । গতকালই গোগল বাংলা সার্চ ইন্জিন ভিজিট করলাম এবং যা দেখলাম তার বিসদ বিবরণ এখানে দিতে পারছি না । কারন এতোটুকু রূচিবোধ এখনো বিবেকের মাঝে অনুভব করি । আমি শুধু এটুকুই বলব আমাদের জাতিকে (বিশেষ করে যুব প্রজন্মকে) ধ্বংশ করার জন্য এর’চে মোক্ষম অস্ত্র আর আছে বলে মনে হয় না । এক সময় আমি খুব বেশি আপসোস করতাম আর ভাবতাম যদি অন্যান্য ভাষার মত আমাদের মাতৃভাষাতেও একটা সার্চ ইন্জিন থাকতে , তাহলে আমাদের ইতিহাস , ঐতিহ্য ও কৃষ্টিকে বিশ্ববাসীর সামনে আরো ব্যাপকভাবে তোলে ধরতে পারতাম । আর এখন শুধু এটুকুই বলব বিদেশী (পরের) ভাষা ইংরেজীই আমার প্রিয় সার্চ ইন্জিন হোক । তাতে অন্ততপক্ষে এই লজ্জার হাত থেকে তো রক্ষা পাবো ।
রেক্স্ ভাই , অনেক অনেক ধন্যবাদ আপনাকে , বাংলা সার্চ ইন্জিন সম্বন্ধে এর কদর্যটাকে সুন্দরভাবে টিউনে তুলে ধরার জন্য ।

খাইছে… এগুলা কি ???? !!!!! ভাগ্য ভাল আমার বয়স ১৮+ 😉

    আচ্চা ১৮+ হইলে কি লজ্জা শরম থাকে না? :p সবই কি জায়েজ হয়ে যায় ১৮+ হইলে? 😛