জি-মেইল মোশন – গুগলের এক নতুন চমক… (নাকি নির্মম কৌতুক?)

গুগলকে নিয়ে বড়ই বিপদ। কিছুদিন পরপরই একটা না একটা চমক নিয়ে হাজির হয়। গুগল সার্চ, গুগল ডক্স, জি-মেইল, গুগল আর্থ/ম্যাপ,  গুগল টক/চ্যাট, গুগল ট্রানস্লেট, গুগল ক্যালেন্ডার, গুগল ক্রোম, ব্লগার এর চমক নিয়ে যখন আমরা সবাই মহাব্যস্ত ঠিক তখনই গুগল বের করল আরেক ঝামেলা – জি-মেইল মোশন। এখন নাকি আর সারাক্ষণ কি-বোর্ড আর মাউস নিয়ে টেপাটেপি করতে হবে না। ই-মেইল করতে হলে এখন নাকি কম্পিউটারের সামনে বসে হাত-পা ছুড়ে নাচানাচি করলেই ই-মেইল টাইপ হয়ে যাবে। কি ভয়ংকর ব্যাপার! আসুন একটু বিস্তারিত জানি।

না আর জানার দরকার নেই। জি-মেইল মোশন গুগলের একটি নির্মম এপ্রিল-ফুল কৌতুক। অতএব বিভ্রান্ত হবেন না। জি-মেইল মোশন বলতে আসলে কিছু নেই।

আজকে জি-মেইল ইনবক্সে মেইল চেক করতে যেয়ে দেখি ডানকোনে New! Gmail MotionBETA লিখা। ক্লিক করে যা দেখলাম তাতে চোখ ছানাবড়া! বলে কি, হাত পা ছুড়ে মেইল করা? জি-মেইল মোশন এর ব্যাপারে গুগল যা বলল তা হলঃ

“জি-মেইল মোশন হল গুগলের একটি বেটা প্রজেক্ট যেখানে মেইল বার্তা লিখতে বা পড়তে কি-বোর্ড বা মাউস নয়, বরং আমাদের শরীরের বিভিন্ন মোশন বা নড়াচড়াকে ব্যবহার করা হবে। এই টেকনোলজিতে গুগল আপনার কম্পিউটারের বা ল্যাপটপের বিল্ট-ইন ওয়েবক্যাম ও গুগলের বিখ্যাত ট্র্যাকার টেকনোলজি দিয়ে শরীরের বিভিন্ন নড়াচড়া চিহ্নিত করে সেগুলোকে লিখায় বা কমান্ডে পরিণত করবে।”

গুগল তার জি-মেইল মোশন পেজ এ এটা কিভাবে কাজ করবে তার একটি বর্ণনা দিল।

ব্যাপারটাকে আরও খোলসা করতে যেয়ে গুগল এই ভিডিওটাও দেখালো।

দুজন বিশেষজ্ঞের এ ব্যাপারে ইন্টারভিউও প্রচার করা হল। যেখানে বলা হল মানুষের যোগাযোগের ৮০% ই হল নড়াচড়ার (জেসচার)  মাধ্যমে হয়ে থাকে, গুগল এটাকেই কাজে লাগাতে চায়। আরেকজন বলল মানুষের জীবনটা একটি ডেস্কে বসে কি-বোর্ড/মাউস নিয়ে বসে থাকার জন্য নয় – ইত্যাদি ইত্যাদি।

এত কিছু জানার পরে ভাবলাম দেখি চেষ্টা করে। আর তখনই বিরাট ধরাটা খেলাম।

তবে গুগল তার এপ্রিল ফুল বার্তায় বলেছেঃ Gmail Motion doesn't actually exist. At least not yet...

তার মানে আমরা গুগল মোশন এর সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেয়া যায় না। কি জানি, হয়তো গুগল অচিরেই সত্যিকারের গুগল মোশন নিয়ে একদিন চলে আসবে। গুগল বলে কথা!! অবিশ্বাস করি কিভাবে?

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1054 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জিমেইলও কিন্তু একটা এপরিল ফুল ছিল 😉

    হুমম…দেখলাম। এর আগেও জি-মেইল নিয়ে ‘জি-মেইল কাস্টম টাইম’ আর ‘জি-মেইল পেপার’ নামে দুটো এপ্রিল ফুল প্র্যান্ক ছাড়া হয়েছিল।

    ভাবার বিষয়। আসলে কি তাই!!

কৌতুকই মনে হচ্ছে।

    মনে হবার কিছু নেই নাইম ভাই….এটা একটা উন্নতমানের কৌতুক!

O no……

    সাইদুল ভাই কি আমার মত ট্রাই করতে যেয়ে ধরা খেলেন নাকি? 🙂

    Na vi

Level 0

অনেক দিন পর সত্যই অনেক মজা পাইলাম।
Google is the Boss all time.

    মজার ব্যাপারই বটে! তবে ধরা খাওয়াটা একটু নিষ্ঠুর ছিল।
    গুগল ইজ অলওয়েজ দ্য বস!

Level 0

আমি 'sign language' (SL) টাইপ কিছু একটা ভেবেছিলাম।

    আমিও সরল মনে বিশ্বাস করেছিলাম…

এপ্রিলের ১ তারিখ জিমেইল থেকে ১০ হাত দূরে থাকি। এইদিন গ্রাহকদের বোকা বানানো ওদের ঐতিহ্য। হি হি হি

    এখন থেকে গুগল ক্যালেন্ডার এ একটা রিমাইন্ডার দিয়ে রাখব।

Level 0

তারা সব এপ্রিলেই কিছু না কিছু করে যাতে আমরা বোকা হই ।

    আমার জানা ছিল না…এইবার জানলাম

Level 0

আমি কালকে এটা সিএনএন এ দেখসি…।

    আমি অবশ্য ধরা খাবার পরে কয়েকটি জায়গায় জি-মেইল মোশন এর ব্যাপারটা দেখলাম

ব্যাপারটা আজ কৌতুক থাকলেও একদিন হয়তো সত্যিও হয়ে যেতে পারে………গুগলের উপর বিশ্বাস নেই………

    ১০০% সহমত…গুগলের উপর আসলেই কোন বিশ্বাস নেই! 🙂

Thanks.