বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ১০ টি বিমান

পৃথিবীর ক্রমবর্ধমান প্রযুক্তির উন্নতির সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা যেমন দ্রুত থেকে দ্রুততর হয়েছে তেমনি এর কিছু খারাপ ব্যবহারও হচ্ছে তাই আজকে বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন বিমান সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম । আশা করি এর মাধ্যমে কিছু না কিছু জানা সম্ভব হবে । যেহেতু এই সম্পর্কে আমি একটি ইংরেজী ব্লগে পেয়েছি তাই কোন প্রকার তর্ক বা যুক্তি গ্রহনযোগ্য হবে না ।

1. X-15

এই বিমানটি সম্পর্কে অনেকে বলে এই বিমানটি রকেটের গতির মত গতি সম্পন্ন কিন্তু এটা একটা কথার কথা । যাই হোক এই বিমানটি ঘন্টায় ৪৫২০ মাইল পাড়ি দিয়েছে গত মার্চ মাসে । এটাই এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ দ্রুতগতি সম্পন্ত বিমান ।

2. SR-71 Blackbird

এই বিমানটি ও অনেক দ্রুতগতি সম্পন্ন । এই বিমানটি প্রতি ঘন্টায় ২২০০ মাইল পথ পাড়ি দেয়ার রেকর্ড আছে । এটি ১৯৯৮ সালে মাত্র ১ ঘন্টা ৫৪ মিনিটে লন্ডন থেকে নিউইয়র্কে পৌছায় ।

3. MiG-25 Foxbat

এই বিমানটি ঘন্টায় ২১১৫ মাইল পথ পাড়ি দিতে সক্ষম । এটা একটি রাশিয়ান জেট বিমান ।

4. XB-70 Valkyrie

এটা আমেরিকানদের একটি জেট বিমান । এটা ঘন্টায় ২০০০ মাইল পাড়ি দিতে পারে । কিন্তু মাত্র দুটি বিমানই আমেরিকানরা তৈর করেছিল । দূর্ঘটনার কারনে ১৯৬৬ সালে একটি বিমান ক্র্যশ হয় এবং অপরটি এখন আমেরিকার জাতীয় যাদুঘরে রাখা আছে ।

5. F-15 Eagle

এটি একটি রাশিয়ান জেট বিমান যার গতি ঘন্টায় সর্বোচ্চ ১৮৭৫ মাইল । রাশয়া এখন পর্যন্ত এই রকমের ২০২৫ টি বিমান সক্রিয় রেখেছে ।

6. MiG-31 Foxhound

এই বিমানের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮৬৮ মাইল ।

7. F-111 Aardvark

এই বিমানটি যেমন দ্রুত চলতে পারে । এই বিমানটি বিশেষ করে যুদ্ধের জন্যই তৈরি করা হয়েছ যাতে লক্ষ্যবস্ততে আঘাত করতে পারে টার্গেট মত ।এর সর্বোচ্চ গতিবেগ ১৮৫০ মাইল । এটা একটি অস্ট্রেলিয়ান জেট বিমান ।

8. F-14 Tomcat

এটি আমেরিকান নেভিদের একটি জেট বিমান যার গতি ঘন্টায় ১৫৪৪ মাইল । কিন্তু ২০০৬ সালের পর থেকে বিমানটি অবসর নিয়েছে । কিন্তু বিমানটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য এখন আয়ারল্যান্ড রয়েছে ।

9. Tupolev Tu-144

এটা ফ্রান্সের একটি বিমান যার গতিবেগ ঘন্টায় ১৫৫০ মাইল । কিন্তু এই বমানটি ১৯৭৮ সালে অবসরপ্রাপ্ত হয়ে এখন রেস্ট নিচ্ছে ।

10. F-4 Phantom

এই বমানটি ১৯৫৮ সালে প্রথম উড্ডয়ন করে । এর গতিবেগ ছিল ঘন্টায় ১৪৭২ মাইল ।

সকলকে ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য...................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাসিব আমাকে শেষপর্যন্ত পিছনে ফেলে চলে গেলা ।আসতেছি………………………………………………………………………………………………………বোম

    ওই মিয়া আপনের অপেক্ষাতেই তো আছি । নইলে টপটিউনারগন নিশ্চুপ কেন যেমন শাকিল ভাই থেমে আছে কেন ? বুঝলাম না সে কি পাঠক হয়ে গেল নাকি ।

    আসলে আমি অনেকগুলো টিউন রেডি করে রাখছি কিন্তু সময়ের অভাবে আর কিছু ব্যাক্তিগত সমস্যার কারনে টিউনগুলো করা হচ্ছে না। আশা করি খুব শীঘ্রই আবার ট্রাকে ফিরতে পারব আপনারা এগিয়ে যান শুভ কামনা রইল।

বিমান নিয়ে পোস্টের জন্য ধন্যবাদ। বিমান নিয়ে আমার নিজেরও কিছু পোস্ট ( http://shawon.amarblog.com ) আছে। এখানে তথ্যে কিছু ভূল আছে। যেমন মিগ ২৫ এর পর মিগ৩১ হবে। ৮ আর ৯ এর মধ্যে অনেকগুলো বিমান আছে। F111 আমেরিকার তৈরি। Tu-144 রাশিয়ার তৈরি।

    শাওন মিয়া ভাই আসলে আমি যতটুকু পেয়েছি ইংরেজী ব্লগে ততটুকুই তুলে ধরেছি । ধন্যবাদ আপনাকে মস্তব্য করার জন্যে …….