বিজ্ঞান কল্পকাহিনীর কিছু বাস্তব অস্তিত্ব

বিজ্ঞান কল্পকাহিনী পড়তে আমরা অনেকেই ভালোবাসি। অনেকে আবার এতটাই মগ্ন হয়ে যায় যে সেই কাহিনীর একটি কাল্পনিক জগৎ সে নিজেই নিজের ভেতরে গড়ে নেয়। আরো কল্পনা করে বাস্তবে এর অস্তিত্ব কেমন হবে। তবে সার কথা হল মনে প্রানে এখনও অনেকেই মনে করে থাকেন যে বিজ্ঞান কল্পকাহিনী এবং সিনেমার সবটুকুই বানোয়াট এবং মনগড়া। তবে বর্তমানে বাস্তবে সেই কল্পকাহিনীতে ব্যবহার করা কিছু প্রযুক্তি বাস্তবেও ব্যবহার করা হয়। এমনই কিছু আজ আপনাদের সামনে তুলে ধরব

XM 25 গ্রেনেড লঞ্চার

granade launcher

এই লঞ্চারটি প্রায়ই হলিউডের আমেরিকান মেরিন সেনাদের ব্যবহার করতে দেখা যায়। যেমন দেখা গিয়েছিল ট্রান্সফর্মার মুভিতে। তবে এটি এখন বাস্তবেও ইউএস মেরিন সেনার একটি অন্যতম প্রধান হাতিয়ার। একটি অন বোর্ড কম্পিউটার কন্ট্রোল এবং লেসার রেঞ্জফাইন্ডার এবং ২৫ মিমি ম্যাগাজিন প্রজেক্টাইলের ফিচার সমৃদ্ধ একটি ভয়াবহ মারনাস্ত্র। সাধারণত একটি নরমাল এ্যামোর (ammo) চাইতে ৩০০% কর্মক্ষম এবং ৭০০ মিটার রেঞ্জের টার্গেট কে তূলোর মত উড়িয়ে দিতে পারে। বর্তমানে মেরিন সেনাদের কয়েকটি শাখা এই লঞ্চার ব্যবহার করলেও ২০১২ সাল নাগাদ মেরিনদের আরো অনেক শাখাই এটি ব্যবহার করবে বলে জানিয়েছে।

MAARS System (torrent launcher) যুদ্ধ বট

torrent launcher

দূর থেকে অপারেট করা করা যুদ্ধ রোবট এখন হলিউড সায়েন্স ফিকশান মুভিগুলোতে ডালভাত হয়ে গেছে। ইসরাইল ইদানিং একটি অটোম্যাটেড কিলিং জোন বানানোর চিন্তা ভাবনা করছে। তবে আমেরিকার একটি weapon farm এখনই একটি টরেন্ট বানিয়েছে যা একই সময়ে তার দুটি অটোম্যাটেড শটগান এইম এবং ফায়ার করবে এবং সাথে থাকবে গ্রেনেড লঞ্চার। এই ধরনেরই কিছু যুদ্ধ বট মেরিন রা ইরাকে পাঠালেও সেগুলো আজ পর্যন্ত একটি ফায়ার ও করেনি। এর পেছনের রহস্য অবশ্য আমার জানা নেই। হয়ত, এগুলো হাতির দাঁতের মতই শুধু দেখানোর জন্যে!!

এ্যাকটিভ ডেনিয়েল সিস্টেম

active daniel system

এ্যাকটিভ ডেনিয়েল সিস্টেম একটি মিলিমিটার ওয়েভ রেডিয়েশান লঞ্চার যা রেডিয়েশান ফায়ার করে থাকে। যে এলাকার এই রেডিয়েশান থ্রো করা হবে সেখানকার মানুষ নিজেদের চামড়া পুড়ে যাওয়ার মত যন্ত্রনা অনুভব করবে। যদিও প্রকৃতপক্ষে পারমানেন্ট কোন ড্যামেজ হয় না। এটি একটি নন লিথাল ওয়েপান এবং এর এই পেইন রে শত্রুপক্ষকে মারাত্বক ভাবে যখম করে দিতে পারে। তবে এই এনার্জি ওয়েপনের এখনও অনেক সিস্টেম ডিলে থাকার কারনে একে তেমন একটা ব্যবহার করা হয়না। তবে আশা করা হয় বিজ্ঞানীরা শীঘ্রই এর একটি হালকা ভার্সন রিলিজ করবে।

লং রেঞ্জ এ্যাকুয়েস্টিক ডিভাইস

MIKE

ম্যানুফ্যাকচারার এক অস্ত্র বলতে নারাজ তবে মেরিন না এটাকেও তাদের অস্ত্রের তালিকায় একেও খুব গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে। এর মাধ্যমে সাউন্ড ওয়েভের ন্যারো বিম ফায়ার করা হয় যা ৩০০ মিটার রেঞ্জের মধ্যেও পরিস্কার শোনা যায়। তবে, আমাদের দেশের নেতারা এই অস্ত্রটি অনেক পছন্দ করবেন বলে মনে হয় 😉

ড্রোন

DRONES

এর নাম শুনলে নাকি আল-কায়েদা দের আত্বার পানি শুকিয়ে যায়। তবে এটি মেরিনদের সবচাইতে বিতর্কিত যুদ্ধাস্ত্র। এর আল্ট্রারসনিক সাউন্ড রেঞ্জের কারণে ইতোমধ্যে অনেক সিভিলিয়ানের মৃত্যু ঘটেছে।

ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড

FLASH BANG GRANADE

যুদ্ধ ক্ষেত্রে বিপদের সময় প্রতিপক্ষকে আচমকা হতভম্ব করে দিতেই এই গ্রেনেড টি লঞ্চ করা হয়েছিল। তবে এর রেকর্ড খুব একটা সুবিধার নয়। এ পর্যন্ত এর লঞ্চিং এর সময় অন্তত একজন সেনার প্রানহানী এবং অন্যদের শ্রবনশক্তি তে মারাত্বক ক্ষতি করেছে এই গ্রেনেড।

টিজার শকওয়েভ ব্যারিয়ার

SHOCKWAVE

বিভিন্ন এ্যাকশান মুভিতে সচারচর এরকম শকওয়েভ ব্যারিয়ার দেখানো হয়। যেটা পাস করতে গেলেই দুশমন কতক্ষন কাপাকাপি করে শেষ হয়ে যায়। ছবিতে দেখানো যন্ত্রটি সেই কনসেপ্টের বাস্তব রুপ। লাল বোতাম চাপ দেয়ার সাথে সাথে মুহুর্তেই সিঙ্গেল ডিরেকশানে ২৪টি ইলেক্ট্রিফাইড প্রোব রিলিজ হবে। তবে এখনও চেষ্টা চালানো হচ্ছে এর ডিরেকশান নাম্বার বাড়ানোর।

পাল্সেটিং লেড লঞ্চার

boost

এটি ফায়ার করার সাথে সাথেই বের হয়ে আসে ৩৬টি পাল্সেটিং রেড রে। অনেকটা কনসার্টের লাইটিং এর মত পরিবেশ সৃষ্টি করা হয়। তবে এই লাইটের দিকে মনেজগ দিলেই নিজেকে অসুস্থ অনুভব করে থাকে মানুষ।

অকিউলার ইন্টারাপশান ডিভাইস

ocular

আপনি যখন মোটামুটি শিউর আপনাকে আপনার শত্রু টার্গেট বানিয়ে ফেলেছে এবং ফায়ার হতে আর হয়ত কিছু সময়ই বাকী আছে। এই মুহুর্তে হয়ত কিছুই করার থাকেনা। ভয়ে শরীর শক্ত হয়ে আসে। তবে মেরিন রা এই কনসেপ্ট কে ব্রেক করেছে। শত্রু ট্রিগার চাপার আগেই তাকে একটা ওয়ার্নিং দিয়ে হকচকিয়ে দেয়ার মত কাজ করা হয় এই অস্ত্রটি দিয়ে। শুক্ষ একটি সবুজ লেজার পয়েন্টার এই কারিশমা করে থাকে। তবে ইরাকে মেরিন না ফ্রন্ডলি ফায়ারিং এর সময় নিজেদের অনেককেই ইনজুরি করে দিয়েছিল।

আগমনের অপেক্ষায় – ১০০ কিলোওয়াট লেজার বীম লঞ্চার

100 laser

আর সবকিছুর পরে আবারো একবার ধন্যবাদ দেই সেই সমস্ত সায়েন্স ফিকশান রাইটারদের যারা নিত্য নতুন আইডিয়া দিয়ে বিজ্ঞানকে আরো সমৃদ্ধ করে তুলছে। কারণ, স্বপ্ন আছে তো স্বপ্ন কে বাস্তবায়ন করার প্রয়াসও আছে।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 33 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিনটিন ভাইয়ের টিঊন মানেই অত্যাধুনিক কিছূ৷

ওয়াও!!!

জ…………………….টি……………………………ললললললললললললললললললললললললললললললললললল

Just 1 word…fantastic.

    সাম্য ………. আমি তোমার উপরে মহা ক্ষাপা …….

    হায় হায় কি করলাম?

    কিছু করছ মানে তুমি তো অনেক কিছু করছ 😛 এত ভীতু আরে তুমিতো ভাই ব্রাদার দের মানসম্মান আর কিছু রাখলা না 😉

দারুন।খুব ভাল হইয়েছে।অস্ত্র গুলো আমার দরকার।আমার একটা শক্তিশালী বাহিনী গড়ার ইচ্ছা আছে।

Level 2

😛

    আলমাস এতোদিন পর কোথা থেকে উদয় হলা???? 😐
    টিনটিন ভাইকে অনেক ধন্যবাদ চমৎকার এই টিউনের জন্য 😀

FlashBang টা দেখে অবাক হলাম। এটা তো মান্ধাতার আমলের প্রযুক্তি

    আমিও এই ভেবেই অবাক হয়েছিলাম

Level 2

চমৎকার কালেকশান।
উপস্থাপনা ও বিন্যাস খুবি সুন্দর।
জানারও আছে অনেক কিছু।
টপ টিউনারের টিউন আসলেই টপ।
ধন্যবাদ।

    সুন্দর মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ ইসমাইল ভাইয়্যা

ভাই এক কথায় অসাধারন।

    মামুন ……. এটা ঠিক না …… তুমি সামুতে যে কমেন্ট করলা, এইখানেও সেই কাশি কাশলা 😛

    ভাই আপনেরে বলার মত কিছুই আর পাইনা ।অসাধারন ,ফাটাফাটি জট্রিল সবই আপনেরে বলছি ।আর কি কমু???আপনেরে একটা লাইফ টাইম এচিভমেন্ট এ্যাওয়ার্ড দিতে হইব।

    মামুন কইয়া দিমু কিন্তু সেই কথা এরপর আর এমন করলে……………খবরদার 😉

Level 2

সুন্দর ছবি ও সহজ সাবলীল উপস্থাপনার জন্য ধন্যবাদ।

বহুদিন পর টেকটিউনে প্রবেশ করে চমৎকার এই টিউন পড়ে খুব ভালো লাগলো।

    এতদিন কোথায় ছিলেন ভাইয়্যা?

কিছুদিন আগে আল-কায়দা এইসব ড্রোনে ব্যবহৃত Wi-Fi network হ্যাক করে ফেলেছিল কারন নেটওয়ার্ক নাকি unsecured network ছিল এতোদিন; পেন্টাগন এবং এফবিআই এটা স্বীকারও করেছিল। পরের খবর কিছু জানেন নাকি? নেটওয়ার্ক কি শক্তপোক্ত করা হয়েছে?

    আমার জানা মতে নেটওয়ার্কের কন্ট্রোল আবার মেরিন এক্সপার্ট রা নিয়ে নিয়েছিল …… বর্তমানে সিআইএ ব্যাকআপে আছে!

টিউনটা সত্যিই সুন্দর। অনেক কিছু জানার আছে।

প্রশ্ন একটাই- “তাদের সৃষ্টি কেন শুধু
ধ্বংসের লক্ষ্যে,
কেন মানুষের গড়া ছুরি বিঁধে
মানুষের বক্ষে?”

অনেক ধন্যবাদ টিউনটার জন্য।

    আসলে ভাই, আলোর নিচেই আধারের অস্তিত্ব …… সবকিছুর একটা বিপরীত দিক থাকবেই। তবে আমি তাদের সৃষ্টিশীল আবিস্কার নিয়েও টিউন করেছি …… আমার টিউনার পেজে গেলেই সেগুলো আপনার দৃষ্টিগোচর হবে।

    ধন্যবাদ

সুন্দর টিউন।কিন্তু অত্যাধূনিক মারনাস্ত্রগুলো মানুষ তথা মানবতার বিরুদ্ধে ব্যবহিত হয় এটা ভেবে খারাপ লাগে।ধন্যবাদ।

হুম.. টিনটিন ভাই টিউনটি পুরাই পাঙ্খা হইছে।

“পাল্সেটিং লেড লঞ্চার” টি আমি ‘জেট লির’ একটা ছবিতে/মুভিতে দেখেছি। তবে ওইখানে এটার ক্ষুদে সংস্করন ছিলো মানে ভিলেনের চামচার হাতের আঙ্গুলের রিং ও পায়ের জুতার সামনের অংশে একটি করে লিড থাকতো। যখন ই লীডের আলো সরা সরি চোখে পরতো তখন ই ‘জেট লি’ দুর্বল হয়ে পড়তো।

আর “এ্যাকটিভ ডেনিয়েল সিস্টেম” এই যন্ত্রটি হাল্ক[HULK] মুভিতে দেখানো হয়েছিলো।

তবে “XM 25 গ্রেনেড লঞ্চার” এই মারনাস্ত্র টি খুবই মারাত্তক জিনিস ভুল করে নিজের এলাকাতে পড়লে কেল্লা ফতে 😉

হলিউডের বেশির ভাগ যুদ্ধের মুভি গুলোতে “১০০ কিলোওয়াট লেজার বীম লঞ্চার” এটা ব্যাবহার করা হয়।

    তোমার কাছে দেখি আমার টিউনের চাইতে বেশী ইনফরমেশান!! :O

    হুম টিনটিন ভাই তাইতো!!!

ভাই ………………আপনে এগুলা পান কই? জটিল হইছে।

কি আর বলবো , টিনটিন ভাইয়ের টিউনে মন্তব্য করার সাহস পাই না , তবুও করলাম ফাটা-ফাটি হয়েছে ।:)

nice picture. nice collection

টিনটিন ভাই আছেন কেমন ?
অন্নেক ধন্যবাদ এই জটিল টিউনটার জন্য।

সবাই এত সুন্দর সুন্দর কমেন্টস দিচ্ছে যে আমি দেবার মত কোন কমেন্ট পাচ্ছি না । আমার কমেন্ট টা টিনটিন ভাই ই দিয়া দেন ।

টিনটিন ভাই ধন্যবাদ আপনাকে , এই কিছু কিছু অস্ত্র , Splenter cell গেম এ ব্যবহার করেছি । নতুন ভার্সন Covection রিলিজ হয়েছে । এখনি খেলতে বসে পড়ুন । টিনটিন ভাই মানেই ৮৯.৩ রেডিও মিচি , সব সময় হট !!!

Level 0

ভাই এগুলা কি দেখাইলেন আমারত এখনি একটা লইয়া মাঠে নামতে ইচ্ছে করতাছে

Level 0

জ্ঞানের ভান্ডার উন্নিত হলো। ধন্যবাদ (আপনার ভাষায় ধইন্যা)।

অসাধারন টিউন আপনাকে আনেক ধন্যবাদ সুন্দর একটি তথ্য উপহার দেয়ার জন্য।

টিউনটি প্রকাশিত হয়েছে ৫ জানুয়ারী ২০১০। এতোদিন কোথায় ছিল ? মন্তব্যের মধ্যে মাত্র ৫টি নতুন যা আজই করা হয়েছে। বাকী সবই ঐ জানুয়ারী মাসের ৫ থেকে ৮ তারিখের মধ্যে। ফেব্রুয়ারী ও মার্চ মাসের কোন মন্তব্য নেই কেন ?- বিষয়গুলো টিউনার যদি একটু বুঝিয়ে লিখতেন।

vai jotttil hoise to………………. but all r hurmfull……………… we want peace

সেই ঐতিহাসিক ১৮+ টিউন টা 😛

Level 0

ek kathai DARUNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN…………………..

knowledge টিউন ধন্যবাদ।

Level 0

, ,
@”===, ,_____cctI
“?AAAAAAAAAAAAAAAA,,,,,,,,,,,,,,,,,,,,,;LLLLLLLLLL
~”,,, 1″”””””””””””###OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
‘”EEEEE, !'”***”~~~~~~”OOOIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
,EEEEE)>””’???????”WWW!MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
“E.,)+=”WWW~~~~~~#”OOO1OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
,~:#”)LLL!”+++???????”$$$1==========##/
&LLLLLLLLL;;;;;;;;;;;;,,,/
1#LLLLLLLLLLLLLLLLLLLLLL!
,!###LLLLLL”‘EEEE,'”LLLLL!
!######LLL” “EEE” “LLLL”
!#########L! “EEJ. “LL!
!##########1 “JJ*,l”
!############”! ,l”
1##########” 1″~~,~~”
!##########”
!###########!
!###########1
!############!
1#############
!”#############”
!##############!
1##########”‘
1#####”‘

.—————–TTTT_—–_______
/”””””(______O] ———-____ \______/]_
__…—‘”””\_ –” Q ___________@
|”’ ._ _______________=———“””””””
| ..–”| l L |_l |
| ..–” . /-___j ‘ ‘
| ..–” / , ‘ ‘
|–” / ` \
L__’ \ –
– ‘-.
‘. /
‘-./

That’s goodddddddddddddddddddddddddddd

valoe dekailen bhai

ভাই দুনিয়া থেকে এ গুলি বিদাই করার মত কোন প্রগ্রাম কি লিখতে পারবেন????????????

ki dengarous tune.tobe egulu amar porikolpito squader jonno jothesto na.ekta powerful bahini banabo ami.

Level 0

আপনে কোনটা ইউজ করেন?

27 September এর প্রকাশিত টিউন কমেন্ট সব ৪ বছর আগেকার । আমার তো কিছুই মাথায় ঢুকছে না । টিটির কি মাথা খারাপ হল নাকি !!!!!!!!!!!!!!!!?

Level 0

ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আসা করি এরকম টিউন আপনি আরোও করবেন…..

Level 0

এককথায় চরম হইছে।

আপনাকে অনেক ধন্যবাদ , এই অসাধারন টিউনটি উপহার দেয়ার জন্য।

Level 0

Thanks

Level 0

thanks for sharing