সকলকে জানাই ২০০ তম টিউনের শুভেচ্ছা (প্রযুক্তির বাছাই করা অনেক গুলো ছবি) দেখুন অনেক ভাল লাগবে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

শুরুতে সকল টিউনার/টেকটিউন্স এর পরিবারকে জানাই ২০০ তম টিউনের শুভেচ্ছা, টেকটিউন্স থেকে শিখতে শিখতে আজ ২০০ তম টিউন এ পা রাখলাম!! সত্যিয় টেকটিউন্স অনেক কিছু শিখেছি, এবং প্রতিদিন অনেক কিছু শিখছি আর যতদিন শিখব নিজে জানব, অন্যকে জানিয়ে যাব এই টেকটিউন্স প্রযুক্তির বিশাল টেকটিউন্স এর মাধ্যমে। আর সকলে আমার জন্য এবং আমার ট্রেনিং সেন্টার এর জন্য দোয়া করবেন।

আজ আর কোন টিপস নিয়ে নয়, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাছাই করে কয়েকটি প্রযুক্তির ছবি নিয়ে।

তাহলে আসুন এক এক করে প্রযুক্তির ভাললাগা ছবি গুলো দেখে নিই, আশা করি সকলের ভাল লাগবে।
***টেকটিউন্স এর পরিবারে সবাইকে স্বাগতম...।

১। বৈদ্যুতিক বাল্বের মাধ্যমে ইন্টারনেট!

২। এই অচাম পেনড্রাইভ কার কার লাগবে ?

৩। দারুণ এক CPU

৪। কিছু ফায়ার ফক্স, গুগল ক্রোম, ফেইসবুক শটকাট কী!!

৫। গুগল স্টাইল

৬। এভাস্ট এন্টিভাইরাসের অবস্থা!

৭। MicroSoft এর একটি গাড়ী সাথে বিল গেটস

৮। কাঠের মত দেখতে মাউস

০৯। এটা আবার কোন ফেইসবুক

১০। ফটোশপ কারুকাজ

১১। যার কারনে আমরা ইন্টারনেটে বাংলা লিখতে পারছি!

১২। এটা কি ফেইসবুক! নাকি কারওয়ান বাজার

১৩। এবার থেকে Enter Key আস্তে চাপ দিবেন!!!

১৪। ফটোশপ ডিজে

১৫। বক্স সিস্টেম পেনড্রাইভ

১৬। এই হল ইন্টারনেট জগত

১৭। এবার থেকে বাঁকা করা যাবে কি-বোর্ড

১৮। নতুন বের হল পাওয়ার সাপ্লাই

১৯। বিভিন্ন শিখার বিভিন্ন ব্যবহার

২০। কম্পিউটার ব্যবহারকারী হলে মেনে চলুন।

২১। প্রতীক লেখার কিছু শটকাট কি-বোর্ড

২২। খুব গুরুত্ব পূর্ণ ও সহজ কিন্তু কে কে জানি?

২৩। ল্যাপটপ ব্যবহারে মেনে চলুন

২৪। মোবাইল ব্যবহারে সাবধান

২৫। ফটোশপ যাদু

২৬। আমাদের টপ টিউনার হাসান জোবায়ের ভাইয়ের সিডির অসাধারণ এক কভার ডিজাইন।

২৭। যার কারনে আমরা আজ ফেইসবুক ব্যবহার করিতেছি

২৮। অসাধারণ একটি জিপ ফাইল

২৯। পড়ার সময় আর গেমস এর সময়

৩০। অবশেষে প্রযুক্তি নিয়ে আমি

আমার তরফ থেকে সকলকে ২০০ তম টিউন হিসাবে এই মিষ্টি গুলো দিলাম

ইনশাআল্লাহ ! আগামীতে আরো ভালো ভালো প্রযুক্তির ইমেজ নিয়ে হাজির হব।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না,
আজ এই পর্যন্ত,আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসংখ্য সুন্দর হয়েছে। ভালো লাগলো ধন্যবাদ

    Level 0

    @saad rahman: “অসংখ্য সুন্দর” !!!!!! Epic…… 🙂

    @saad rahman: প্রথম টিউমেন্ট এর জন্য আপনাকে ও অসংখ্যা ধন্যবাদ @ সাথে থাকুন…।।

    @saad rahman: ধন্যবাদ সাথে থাকুন…।।

Congratulation & thanks.

darun tune

ধন্যবাদ

সেই সাথে টপ টিউনার হিসেবে ৬ নম্বরে আসার জন্য জন্য অভিনন্দন।

    @সুজন: আপনারা সাথে থাকলে প্রবাসী ভাইয়ের সাথে থাকতে পারব:) ধন্যবাদ

Level 0

contact me on Skype … My Skype ID towhidislam00

Level 0

Nice tunes

Level 0

Congratulation for 200 tunes! and thanks for your Awesome tune!

শুভেচ্ছা ২০০তম টিউনের জন্য। কিছু ছবি দেখে ব্যাপক মজা পেলাম।

ধন্যবাদ

অভিনন্দন হোছাইন ভাই

Level 0

০৯। এটা আবার কোন ফেইসবুক @ amar kase ei jinish ta khub balo laglo. tobe apni kemon misti dilan? dekteo paitasena, khaitao paitasena…….. thanks

চালিয়ে যান। সুন্দোর ছবি।