মাইক্রোসফট ইকুইপ্ট : গুগলের জন্য একটি বড় থ্রেট ?

গত ২ জুলাই মাইক্রোসফট অফিসিয়ালি তাদের নতুন সার্ভিস "মাইক্রসফট ইকুইপ্ট" রিলিজ করার ঘোষনা দিয়েছে। এটি মাইক্রোসফটের একটি "অল ইন ওয়ান সফটওয়্যার সাব্স্ক্রিপশান প্যাকেজ"। এইপ্রথম মাইক্রসফট কোন সফটওয়্যারকে সার্ভিস হিসেবে নিয়ে এলো। এই ইকুইপ্ট মাইক্রোসফটের কনজ্যুমারদের মাইক্রোসফট অফিস হোম এবং স্টুডেন্ট ২০০৭, উইন্ডোস লাইভ কেয়ার, উইন্ডোস লাইভ টুলস এবং অফিস লাইভ ওয়ার্কস্পেস ব্যবহার করার সুন্দর সুযোগ অফার করছে। তাছাড়া সাবস্ক্রাইবড ইউজাররা সাথে সাথে ইকুইপ্টের আপডেট ও পাবেন।

microsoftequipt.png

এই ইকুইপ্ট গুগলের জন্য বড় একটি থ্রেট ও হতে পারে। যে সমস্ত কারনে এই রকম ধারনা করা হচ্ছে তা হল -

১. ই মেইল এবং অনলাইন স্টোরেজ :

আমার সবাই মাইক্রোসফট অথবা গুগলের এই সেবা গ্রহন করছি। এই দুটি সার্ভিসই আমাদের যথেষ্ট পরিমান ষ্টোরেজ করার সুযোগ করে দিয়েছে। জনপ্রিয়তা পাওয়া এই দুটো সার্ভিসের ই বৈশিষ্ট হল ব্যবহারের সহজ ও সুন্দর ফিচারগুলো। এদের মধ্যে সাদৃশ্যময় কিছু ফিচার ও পাওয়া যায়। গুগল যেখানে ই মেইলের মাধ্যমে তাদের অনলাইন স্টোরেজ সার্ভিসের সেবা দিচ্ছে সেখানে মাইক্রোসফট ব্যবহার করছে তাদের স্কাই ড্রাইভ সার্ভিস। সুতরাং আপনি যখন গুগল ব্যবহার করবেন তখন আপনি ৫ গিগাবাইটের মত জায়গা অনলাইন স্টোরেজের জন্য ব্যবহার করতে পারছেন আর অন্যদিকে মাইক্রোসফটের ইউজাররা ৫গিগা ইমেইল স্টোরেজ এর পাশাপাশি স্কাইড্রাইভের মাধ্যমে আরো ৫গিগা জায়গা বেশি পাচ্ছে।

২. অফিস এ্যাপ্লকেশান :

গুগল তার অফিস এ্যাপ্লিকেশন গুগল ডক এর সাথে হয়ত আমরা অনেকেই পরিচিত নই। আর মাইক্রোসফটের অফিস এ্যাপ্লিকেশানের কথা তো বাচ্চা ব্চ্চা ও জানে। আমাদের দেশের অধিকাংশ মানুষের কম্পিউটারে হাতে খড়ি হয় এই এ্যাপ্লিকেশান দিয়ে। মাইক্রোসফট অফিসে গুগল ডক এর তূলনায় ফিচারেও সমৃদ্ধ কিন্তু আফসোসের কথা হল এতে collaboration এর বড় অভাব। যদিও গুগল ডক শুধু বেসিক ফাংশানের সাথে ডীল করে থাকে কিন্তু এর collaboration সিস্টেম মাইক্রোসফটের অফিসের তূলনায় উন্নত। যদিও মাইক্রোসফট লাইভ অফিসে অনেক উন্নততর collaboration এর সংযোজন করেছে কিন্তু তিদের অনলাইন এডিটিং ফিচারটা একটু দূর্বল।

৩. সিকিউরিটি সার্ভিস :

এখন গুগল আর কোন সিকিউরিটি সার্ভিস অফার করছে না কিন্তু মাইক্রোসফট নিয়ে এসেছে তাদের ওয়ান কেয়ার সিকিউরিটি প্রোগ্রাম। এই ওয়ানকেয়ার ফায়ারওয়াল, ব্যাপআপ, সিস্টেম টিউনআপ এবং আরো অনেকগুলো সার্ভিস অফার করছে।

৪. খরচ :

এখানেই হয়ত "দুধ কা দুধ আর পানি কা পানি" হয়ে যাবে ব্যাপারটা। যেখানে গুগল ডকের ক্ষেত্রে শুধুমাত্র একজন এমপ্লইর বাৎসরিক সাবস্ক্রিপশন $৫০ ডলার অপরদিকে মাইক্রোসফট ইকুইপ্ট প্যাকেজের মাধ্যমে এই সমস্ত সার্ভিসের বাৎসরিক সাবস্ক্রিপশন মাত্র $৬৯ ডলারে অফার করছে। আর এই সাবস্ক্রিপশানের বড় মজাটি হল যখনই এই প্যাকেজের কোন প্রোডাক্টের আপডেট রিলিজ হওয়ার সাথে সাথে সেই আপডেট ফ্রী পাওয়া যাবে।

টিউনার বন্ধুরা আপনাদের কি মনে হয়? মাইক্রোসফট কি এই প্যাকেজ দিয়ে গুগলকে একটা ভলো বিট দিতে পারবে?

আরো বিস্তারিত জানতে আপনি মাইক্রোসফট এ একবার ঢু মেরে আসতে পারেন।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাইক্রোসফটের সমস্যা একটাই – উন্মুক্ত মনা না।

কিন্তু ইকুইপ্ট এর অফিসিয়াল সাইট এড্রেস কই?

Level 0

অফিসিয়াল সাইট এড্রেসটা দিয়ে টিউনটা আপডেট করেন। তা না হলে ব্যপারটা পরিষ্কার হচ্ছে না।

আমি অত্যন্ত দুঃখিত। একটু তাড়া ছিল তাই ফাইনাল চেক না করে টিউন করে দিয়েছিলাম। এখন আমি টিউনে মাইক্রোসফটের লিংক করে দিয়েছি।
ধন্যবাদ সবাইকে।

কোন লাভ নাই। ছেচ্চড় আজীবন ছেচ্চড়ই থাকবে। আর গুগল গুগলের জায়গায় অটুট থাকবে। গুগল জয়তু।