ডিজিটাল সাইনেজ কিওস্ক Kiosk কি?

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন

একবিংশ শতাব্দীতে ডিজিটাল বিজ্ঞাপণ প্রচারে নতুনভাবে সংযুক্ত হয়েছে ডিজিটাল সাইনেজ কিওস্ক।  বিজ্ঞাপনকে অধিকতর তথ্যমূলক এবং আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে ডিজিটাল সাইনেজ কিওস্ক অতুলনীয়। আপনি আপনার পণ্য বা সেবা অথবা যেকোন ধরনের তথ্যমূলক বিজ্ঞাপণ  ডিজিটাল সাইনেজ কিওস্ক-এ সহজে প্রদর্শন করতে পারবেন। এটি অত্যন্ত রিয়েলটাইম বিজ্ঞাপণ প্রচারের মাধ্যম। এটি ভার্টিক্যাল এবং হরিজন্টাল উভয়ভাবে প্রর্দশন করা যায়। একটিমাত্র সাইনেজ কিওস্ক স্কিন-এ একইসাথে সর্বাধিক চারটি বিজ্ঞাপণ প্রচার করা যায়।

ব্যবহারের সুবিধা সমূহ:

1. ইনডোর এবং আউটডোরে ব্যবহার করা যায়।

2. বিশেষ বৈশিষ্টযুক্ত আইটেম অন-ডিমান্ডে হাইলাইট করা যায়।

3. স্বল্প ব্যয়, দ্রুত আপডেট এবং সহজ নিয়ন্ত্রন সুবিধা।

4. সময়উপযোগী, প্রাসঙ্গিক এবং বিশ্বস্ত মাধ্যম।

5. নতুন গল্প-ভিত্তিক সামগ্রী ব্যবহার করে দর্শনার্থীদের কাছে আরও বেশি আকর্ষণীয়করে ফুটিয়ে তোলা যায়।

 

বাজারে অনেক প্রতিষ্ঠান ডিজিটাল সাইনেজ কিওস্ক বিক্রি করে থাকে। তবে তাদের মধ্যে gctl বাংলাদেশের উল্লেখযোগ্য সাপ্লায়ারদের মধ্যে একটি।

Level 2

আমি jakaria3804। Engineer, Technology, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস