ইন্টারনেট জগতে যেভাবে ‘ব্রাউজার মনোপলি’ তৈরি করেছে গুগল

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। আপনারা জানেন আমি প্রায়ই বিভিন্ন কোম্পানি নিয়ে বিশ্লেষণ মূলক টিউন করে থাকি। টিউন গুলোতে কোম্পানির বিভিন্ন ভাল দিক খারাপ দিক, তাদের অভ্যন্তরীণ বিভিন্ন সিদ্ধান্ত, সুযোগ প্রতিবন্ধকতা ইত্যাদি উঠে আসে। তো আজকেও এমন একটি টিউন নিয়ে হাজির হলাম।

ইন্টারনেট ব্রাউজার

ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা সবাই ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করি। বাজারে অনেক ধরনের ব্রাউজার পাওয়া যায় যেমন, Mozilla firefox, brave, Opera আবার নির্দিষ্ট কোম্পানির কিছু নির্দিষ্ট ব্রাউজারও আছে যেমন, গুগলের Chrome, মাইক্রোসফট এর Microsoft edge, এপলের Safari। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কোন ব্রাউজার সব চেয়ে বেশি ব্যবহার করেন, ধরুন উইন্ডোজ এর ক্ষেত্রেই? বেশিরভাগ উত্তর আশাকরি হবে গুগল ক্রোম। আর তাদের বড় একটা অংশ আগে ছিল মজিলা ফায়ার-ফক্স।

ইন্টারনেট নিয়ে আছি প্রায় অনেক বছর, আমাদের সবার প্রিয় টেকটিউনস নিয়ে আছি আজকে প্রায় ৭ বছর। প্রথম থেকেই উইন্ডোজ ব্যবহার করে আসছি সাথে ফায়ার-ফক্স। কিন্তু হটাৎ করে ফায়ার-ফক্স ছেড়ে ক্রোমে চলে আসতে হল।

কিছু দিন আগে উইন্ডোজ থেকে ম্যাক এ আসি। কিন্তু দুঃখজনক হচ্ছে গত কয়েক সপ্তাহে তিন বার আমি ক্রোম ডাউনলোড দিয়ে ইন্সটল করেছি কারণ আমার ম্যাক-বুকের ব্রাউজার গুগলের বিভিন্ন সাইটে প্রবেশ করতে ব্যর্থ। এমনকি গুগলের হ্যাং আউট এবং Google Earth ক্রোম ছাড়া ওপেনই হয় নি। তাছাড়া Youtube ভিডিও দেখার ক্ষেত্রে এবং এডিট করার ক্ষেত্রে ফায়ার-ফক্স মাঝেই মাঝেই অফ হয়ে যায় বা হ্যাং করে। সব মিলিয়ে ভাল সার্ভিস পেতে বেছে নিই Google Chrome.।

এই গল্পটা শুধু আমার না, আমার মত হাজার হাজার টেক প্রেমীদের। এখন আপনার কি মনে হয় যে এর পেছনে গুগলের কোন হাত আছে? চলুন আজকে এই বিষয়েই আলোচনা করব।

যেভাবে গুগল আপনাকে বাধ্য করছে

আমরা জানি বর্তমানে গুগল ছাড়া আমাদের এক মিনিট ও চলে না। আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহৃত সব প্রোডাক্টই হচ্ছে গুগলের৷ কয়েকদিন আগে যখন আমি ফায়ার-ফক্স দিয়ে Youtube এর ভিডিও এডিট করতাম প্রায় সেটা হ্যাং করতো এবং অনেকক্ষনের জন্য আটকে থাকতো। এটা নিয়ে যখন আমি Youtube এর টুইটারে টুইট করি তারা আমাকে অন্য ব্রাউজার ব্যবহার করতে বলে। আমি ক্রোম ব্যবহার করি এবং প্রবলেম সলভড! হটাৎ আমার Google Hangout এর প্রয়োজন পরে। ফায়ারফক্স দিয়ে ঢুকার চেষ্টা করি, কাজ হয় না। সাফারি ট্রাই করি, একই সমস্যা। ইন্টারনেটে এমন হাজার হাজার ইউজারদের অভিযোগ ছিল ইউটিউব নিয়ে যে, ভিডিও ভাল ভাবে রান হয় না এডিট করা যাচ্ছে না। এই সমস্যারও এক মাত্র সমাধান ছিল গুগল ক্রোম।

নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করে দেয়া

কিছু দিন আগে গুগল তাদের ভিডিও কলিং এপ Google Meet মাইক্রোসফট এর edge এ ব্লক করে দেয়। তার কিছু সময় পর ইউটিউবের নতুন ভার্সন ব্যবহারও ব্লক করে দেয় মাইক্রোসফট Edge থেকে। এমনকি Google Earth এর লোগো গুগল ক্রোমের মত করে তৈরি করা যেন একটি নির্দিষ্ট ব্যবহারকারীদের এই সুবিধা দেয়া হচ্ছে। microsoft Edge এর বেটা ভার্সনে এখনো হ্যাং আউট এবং ইউটিউব ভালভাবে রান হয় তার মানে হয়তো গুগল এখনো এটাকে চেক করে নি।

ইচ্ছেকৃত বাগ তৈরি

ইউজাররা যাতে ভালভাবে ইন্টারনেট ব্রাউজ করতে না পারে এজন্য গুগল নিজে থেকে বিভিন্ন বাগ তৈরি করা শুরু করে, এমনটাই দাবী করে অনেকে। ফায়ার-ফক্স এর ইঞ্জিনিয়াররাও দাবী করে গুগল তাদের পুরাতন API ব্যবহার করছে ফায়ারফক্স এর জন্য এবং এতে করে ইউটিউবের গতি ফায়ার-ফক্সে অনেক কম এমনকি এটা ক্রোম থেকে পাঁচ গুন কম। তারা আরও দাবী করে গুগল ইচ্ছে করেই ফায়ারফক্সের জন্য শত শত বাগ তৈরি করেছে যাতে করে ব্যবহারকারীরা ফায়ারফক্স ছেড়ে গুগল ক্রোম ব্যবহার শুরু করে।

বৈষম্যে বাকিরা

আমরা যদি একটু পেছনে ফিরে যাই তাহলে দেখব গুগল এই পথে প্রথম না। এর আগে বাকিরাও এমন বৈষম্য করেছে। Mozilla, apple, Microsoft এর মত কোম্পানি তাদের গুরুত্বপূর্ণ কিছু সার্ভিস তাদের নিজেদের ব্রাউজারে সীমাবদ্ধ রেখেছিল। মাইক্রোসফট ও এক সময় তাদের Internet explore দিয়ে এই ক্যাটাগরিতে আধিপত্য বিস্তার করেছিল।

গুগলের মূল উদ্দেশ্য কি ছিল

গুগল আসলে এর মাধ্যমে চায় সবাই যাতে গুগল ক্রোম ব্যবহার শুরু করে এবং তারা যেন ইন্টারনেট ব্রাউজারে একছত্র আধিপত্য বিস্তার করতে পারে। একজন ব্যবহারকারী কখনো একই সাথে অনেক গুলো ব্রাউজার ব্যবহার করবে না। যার মাধ্যমে একই সাথে সব গুলো কাজ ভাল ভাবে করা যাবে স্বাভাবিক ভাবেই তারা এটা ব্যবহার করবে। আর গুগল এই সুবিধাটাকেই কাজে লাগাতে চায়।

গুগল এই সিদ্ধান্তে কত দিন অটল থাকতে পারবে?

গুগল তার এই আধিপত্য দিয়ে কত দিন টিকে থাকতে পারে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। বর্তমানে টেক কোম্পানি গুলো একেকটা আরেকটার উপর বিভিন্নভাবে নির্ভরশীল। যদি গুগল সবার থেকে আলাদা হয়ে কিছু করতে চায় সেটা কখনো সম্ভব না। আর অতীত সেটাই বলে। আমরা যদি মাইক্রোসফটের দিকে তাকাই তাহলে দেখতে পাব, একটা সময় তারা বাকি সব কোম্পানিদের উপর রাজত্ব করছে। তারা ছিল অন্য কোম্পানিদের সবচেয়ে আক্রমণাত্মক প্রতিদ্বন্দ্বী। কিন্তু আজ? এখন সেই মাইক্রোসফট তারই প্রতিদ্বন্দ্বীদের সাথে বিভিন্ন ভাবে পার্টনারশিপে যাচ্ছে৷ এই বিষয়ে এই টিউনে আলোচনা করা আছে দেখে নিতে পারেন। Microsoft কেন তার প্রতিদ্বন্দ্বীদের সাথেই পার্টনারশিপ করছে? জেনে নিন পেছনের কাহিনী!  (টিউনটি প্রকাশিত হলে আপডেট করা হবে)

গুগলের জন্য বড় হুমকি

আমরা জানি গুগল বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় এবং লাভবান বিজ্ঞাপণী মাধ্যম। গুগলের আয়ের প্রায় ৮০% আসে বিজ্ঞাপণ থেকে। গুগলের বিজ্ঞাপণ গুলো ওয়েবসাইটে প্রদর্শিত হয় এবং এতে গুগল ক্রোম ট্র্যাক কর‍তে সাহায্য করে যে আপনি আসলেই বিজ্ঞাপণ দেখছেন কিনা? এবং আপনি যে ধরনের বিজ্ঞাপণ চান সেটা তারা দেখাতে পারছে কিনা।

এবার একটা বিষয় চিন্তা করুন গুগলের এড শুধু মাত্র ক্রোমেই দেখায় তা কিন্তু নয় অন্যান্য ব্রাউজার গুলোতেও দেখায়। বাকি প্রতিদ্বন্দ্বী ব্রাউজার গুলো যেমন, Microsoft edge, safari, firefox, brave যদি চায় তারা গুগলের এড দেখাবে না অথবা তারা যদি এমন কোন ব্লকিং এক্সটেনশন বানায় যা ডেফল্ট ভাবেই গুগলের এড ব্লক করে দিবে? তখন প্রথমত গুগল তাদের এড বড় একটা অংশকে এড দেখাতে ব্যর্থ হবে একই সাথে ব্যবহারকারীদের ডাটা ট্র্যাক করে তাদের তথ্যও ব্যবহার করতে পারবে না। যা গুগল বিজ্ঞাপণের জন্য বড় ধরনের হুমকিও হতে পারে।

শেষ কথা

বরাবরের মত বলব বর্তমানে টেক কোম্পানি গুলো একটা আরেকটার উপর বিভিন্নভাবে নির্ভরশীল। গুগল যদি চায় বাকী কোম্পানি গুলোকে চাপে ফেলে কোন স্বার্থ উদ্ধার করবে সেটা পারবে না। অতিতেও কেউ পারে নি, একটা সময় এক হতেই হয়েছে। আর গুগলকে তা অবশ্যই হতে হবে কারন গুগলের আয়ের অন্যতম উৎস হচ্ছে গুগল এডসেন্স। যদি বাকী ব্রাউজার গুলো গুগলের এড ব্লক করে দেয় তাহলে গুগল ক্রোম ছাড়া অন্য কোথায় এড শো করবে না। আর এমনটি যদি হয় তাহলে গুগলের মত কোম্পানি অনেক বেশিই চাপে পড়ে যাবে। তো দেখা যাক গুগল কতদিন তাদের ব্রাউজের মনোপলি ধরে রাখে।

কেমন লাগল আজকেই এই টিউনটি তা অবশ্যই জানাবেন। এই টিউন পড়ে আপনার কি মনে হয় তা অবশ্যই টিউমেন্ট করুন।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 527 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস