জিপি?বাংলালায়ন?কিউবি?জুম?রবি?অথবা ব্রডব্যান্ড?আপনি কোনটি ব্যবহার করছেন?সকল মন্তব্য ও অভিযোগ এখানে জানান।

আস-সালামু-আলাইকুম।

আপনারা সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ তায়ালার রহমতে সবাই ভালো আছেন।

আপনাদের একটু বিরক্ত করতে চাই।

বর্তমান সময়ে বাংলাদেশের মোটামুটি অনেকেই এখন ইন্টারনেট ব্যবহার করছেন তাও সবার বাসাতেই এখন ইন্টারনেট কানেকশন রয়েছে।কিন্তু কিছু বছর আগেও সেটা ব্যবহার করতে আমাদের সাইবার ক্যাফে তে যেতে হত।যাই হোক,এখন ইন্টারনেট বিল কিছুটা কমে যাওয়াতে এবং লোকাল আইএস্পি ও ডিলার দের কারনে সবাই বাসাতেই ইন্টারনেট ব্যবহার করছেন।

কিন্তু এই ইন্টারনেট ব্যবহার নিয়ে আমাদের রয়েছে অনেক অনেক অভিযোগ ও সমস্যা।এর থেকে বড় সমস্যা হলো এর দেখার যেনো কেউ নেই।তাই আমরাও হয়ে পড়েছি তাদের কাছে জিম্মি অথবা অসহায়।

তাই এই টিউন এ আপনি কোন সার্ভিস ব্যবহার করছেন এবং কোনো অভিযোগ আছে কিনা সেটা এখানে জানান।জদি সবাই ভালো ভাবে বলতে পারেন তবে এই লেখা টা আমি সকল ইন্টারনেট কোম্পানি কে মেইল করে জানাবো।এতে যদি কিছুটা উপকার হয় তাহলে তো আমাদের ই লাভ।তাইনা?

তাই দেরি না করে এখুনি কমেন্টা এর মাধ্যমে আপনার অভিজ্ঞতার কথা এখানে লিখুন।


free counters

SoftMukuT

""""""""""নামাজ কে বলোনা কাজ আছে।কাজ কে বলো নামাজ আছে।""""""""""""

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি বাংলালায়ন ৫১২ ও ব্রডব্যান্ড ২৫৬ ব্যবহার করি।২টাই আনলিমিটেড।
বাংলালায়ন এর ক্ষেত্রে আপাতত কোনো সমস্যা নাই।ডাউনলোড স্পীড ফুল।
ব্রডব্যান্ড এর ক্ষেত্রে ও সমস্যা নাই।তবে মাঝে মাঝে লাইন থাকেনা।

    আমার কিছুদিন পর একটি মডেম কিনতে হবে কোনটা যে কিনি কিছু বুজতেছি না আমাদের জেলায় সবাই জিপি ইউস করে ।আপনি কোন জেলায় আছেন বলবেন কি ?

    Level 0

    আপনি কোন জেলায় থাকেন সেটা আগে বলুন।আমি ঢাকার মানিক নগর এ থাকি।
    আপনার এলাকায় অন্য কোনো Option না থাকলে জিপি ছাড়া উপায় নাই।

    আমি কিছুদিনের মধ্যে দেশে যাচ্ছি ব্রাহ্মমবাড়ীয়া জেলায়।এর আগে দেশে গিয়া জিপি ইউস করেছিলাম পার সেকেন্ড ১৫ কেবি ডাউনলোড স্পিড তেমন ভাল না ।এখন কোনটি কিনলে ভাল হবে । আর আমি সঠিক জানি না আমাদের এখানে কি বাংলালায়ন ,কিউবি এগুলা কি চলবে ?

    Level 0

    আমার মনে হয়না ওইখানে Wimax চল্বে।আপনি তাদের ফোন করে জেনে নিতে পারেন।

    Level 0

    আমি সিটিসেল ব্যবহার করি কিন্তু এইটার দামটা নিয়ে আমি সন্তুষ্ট নই। বাংলালায়ন ও ব্যবহার করি কিন্তু আমার ল্যপটপে ওয়িন ৭ দেওয়ার পরথেকে চালাতে পারছিনা……শুধু কানেক্ট হয় আর ডিসকানেক্ট হয়।

    রানার ভাই এগুলো চলবে না, আপনি বরং রবির মডেম কিনে গ্রামীন সিম ব্যাবহার করুন, কারন গ্রামীন মডেম এবং রবির মডেম একই ব্র্যান্ডের, একই মডেলের, কিন্তু গ্রামীনের মডেম+সিম ২৯৯৯/- টাকা, রবির মডেম+সিম+১জিবি ১৯৯৯/- টাকা।

ভাই! ভোদাফোন মডেম দিয়া কি সিম ব্যবহার করা যাবে? একটু বিস্তরিত জানাবেন ।

    vodafone deya sokol sim use kora jai 100%

    একদম হক কথা ,,আমি ব্যবহার করছি ..সকর gsm প্রযুক্তির সিম সাপোর্ট করবে । সিটিসেল ০ অন্যান্য cdma প্রযুক্তির সিম বাদে …… মজা………..

    "ভোদাফোন" চিন্তা করে বলছেন?

    উচ্চারণটা আসলে ভোডাফোন! 😀 😀

আমি বাংলালায়ন ব্যবহার করি। ১এমবি পিএস. প্রিপেইড.। ডাউনলোড ভালোই তবে আপলোড অনেক সময় নেয়। বাংলালায়ন দিয়ে কোনো something.blogspot.com ব্রাউজ করা যায় না।

    Level 0

    শুধু বাংলালায়ন ই নয়,কিউবি তেও একি সমস্যা।আপ্লোড স্পীড নাই।
    blogspot.com এ এখন ব্রাউস করতে পাছি।কিন্তু মাঝে মাঝে হয়না।
    ধন্যবাদ।

    Level 0

    For XP operating system:
    Go to
    My Computer > My Network Places > View Network Connections > Select your Connection (which one is active)
    > Properties (Right Mouse Click) > General > Internet Protocol (TCP/IP)
    Now Find "Use the Following DNS server addresses" at the bottom and put the following Code:

    Preferred DNS server: 4. 2. 2. 2

    Alternate DNS server: 8. 8. 8. 8

    Now Click OK. Reconnect the Modem and You are DONE.

    For windows 7 / vista operating system

    change value dns server address with the above in your (tcp/ip) protocol.

    [resolved]

    reff link : http://www.google.com/support/forum/p/blogger/thread?tid=48fe1a6581e8fbff&hl=en

আমার কোনোই সমস্যা নেই। নেটওয়ার্ক, ডাউনলোড স্পীড সব ফুল। কোনো ডাউনলোড লিমিট নাই। ব্লগস্পটে ঢোকা যায়। হেহে 😀

    যাদের নেটওয়ার্ক এ সমস্যা বা বিশেষ কারণে কোন সাইট এ ঢোকা যাচ্ছেনা তারা ফেসবুকের এই গ্রুপে জয়েন করে অ্যাডমিনকে টোকা দিলেই সমস্যা সলভ (লিনাক্স এ ড্রাইভার চাওয়া ছাড়া)

    https://www.facebook.com/group.php?gid=126330565464

    Level 0

    আপনি কোন সার্ভিস ব্যবহার করছেন সেটা কিন্তু বললেন না।

    ওহ ভুলে গেছি বলতে। বাংলালায়ন ইউজ করি। রাজশাহীতে এর চেয়ে ভালো আর ওয়ারলেস অন্য কিছু পাচ্ছিনা। ১১৫০ টাকায় ৫১২ কেবিপিএস আনলিমিটেড পেয়ে গেছি, সত্যিকার আনলিমিটেড, তাই কোন সমস্যা নেই। শুধু লিনাক্স এর ড্রাইভার পাচ্ছিনা এই যা 🙁

    Level 0

    বিল বৃদ্ধি করেছে।চেক করুন।৫১২কেবি এখন ১২০০টাকা + ভ্যাট।

    Level 0

    আমিও বাংলালায়ন ইউজ করি। কিন্তু ডিসকানেক্ট ঝামেলাটা ঠিক করা যাবে কি? এটা মাঝে মাঝে হয়।

    @মুকুট ভাই, যারা আগের ইউজার, প্যাকেজ চেঞ্জ করেনি, তারা ১১৫০ টাকাতেই ৫১২ পাচ্ছে। আমি গত ২ মাসে ১১৫০ ই দিয়েছি।

    @ml fast, আপনার CINR কম হয়ত। ইউএসবি মডেম ব্যাবহার করে থাকলে এক্সপ্যানশান কেবল দিয়ে সেটা জানালার ধারে ঝুলিয়ে দেখুন কি হয়। আর কানেকশান ম্যানেজার এ Connection type: Auto দিন। তাহলে ডিসকানেক্ট হওয়ার সাথে সাথে এমনিই কানেক্ট হয়ে যাবে।

    Level 0

    @শাওনঃসহমত। বাংলালায়ন সম্পর্কে।

    ধন্যবাদ মিঠু ভাই

    Level 0

    শাওন ভাই…।বিল কিন্তু জুন মাস থেকে বাড়ছে।আগে কম ছিল সেটা আমি জানি।আপনি তাদের ওয়েবসাইট চেক করুন।

    হু বিল বেড়েছে জানি। অনেকেই ১৩৮০টাকায় ৫১২ কেবিপিএস লাইন নিয়েছে। কিন্তু আমার মত যারা অনেক আগে থেকে ২৫৬ আনলিমিটেড ব্যবহার করত, তাদের একই খরচে ৫১২ আনলিমিটেড দেওয়া হচ্ছে। ওয়াইম্যাক্স এর নেটওয়ার্ক অপারেশান ম্যানেজার এর সাথে কথা বলে আসলাম।

    ৥ মুকুট ও শাওনভাইঃ 512 kbps এ রিয়েল স্পিড কত পাওয়া যায়? 64 KBps? তারচেয় বেশী নাকি কম?

    অন্তত ৬৮। ৭০ ও পাওয়া যায়।

Level 0

Zoom ইউস করি। তবে speed মাঝে মাঝে বেশী আবার কখোেনা এক দমই থাকে না।খুবই problem এর ভিতর আছি।

    Level 0

    আপনি ঢাকায় থাকলে আমার মতে ব্রডব্যান্ড অথবা Wimax service ব্যবাহার করা উচিৎ।জুম এ ইউসেগ লিমিটেশন অনেক বেশি।

    Level 0

    তবে আমি খুলনায় থাকি। এজন্য কোনটি ভাল জানালে খুব উপকার হত।

    Level 0

    http://banglalionwimax.com
    http://qubee.com.bd

    এই ২ সাইট এ চেক করুন আপনার এলাকা এর মধ্যে আছে কিনা

    খুলনায় বাংলালায়ন বেস্ট । আমি ব্যবহার করতেছি।

    খুলনার কোন এলাকায় থাকেন? রুপসা থেকে ফুলবাড়ি , সব জায়গায় পাবেন বাংলালায়ন। তবে সোনাডাঙ্গা এর অই দিকে হাল্কা ঝামেলা আছে। আর গল্লামারি পার হলে আর পাবেন না। জেলখানা ঘাট পার হলে ও পাবেন না।

    খুলনার কোন এলাকায় থাকেন? রুপসা থেকে ফুলবাড়ি , সব জায়গায় পাবেন বাংলালায়ন। তবে সোনাডাঙ্গা এর অই দিকে হাল্কা ঝামেলা আছে। আর গল্লামারি পার হলে আর পাবেন না। জেলখানা ঘাট পার হলে ও পাবেন না। …।

    Level 0

    ধন্যবাদ ভাইয়া। আমি দৌলতপুরে থাকি।

Level 0

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্রডব্যান্ড লাইন ব্যবহার করি। স্পীড মোটামুটি ভালোই সবসময় ১০০-১৪০+।ডাউনলোড আপলোড। বর্তমানে কয়েকদিন ধরে সমস্যা হচ্ছে। ঢাবির বাজেটের পর আবার পূর্ণগতি পাত্তয়া যাবে। কোন সমস্যা নেই 🙂

    Level 0

    মাসে দুইশত টাকা ঢাবি আর একশত টাকা লাইন দেখাশোনাকারীকে দিতে হয়। বন্ধের দিন ছাড়া সবদিনই ডাকলে পাত্তয়া যায় কোন সমস্যায়।
    এই রকম সার্ভিস পাত্তয়া দুস্কর। কেননা কেএস নেটত্তয়ার্ক নাম একটি প্রতিষ্ঠান ১০০০ টাকায় আনলিমিটেড নেট দেত্তয়ার কথা বলে ক্যাম্পাসের কিছু কিছু হল ইন্টারনেট সার্ভিস দেয় ডাউনলোড স্পীড ১৫-২০ :(। মনে হয় অন্যান্য ব্রডব্যান্ড সেবাদাতাদের একই অবস্থা 🙁

    Level 0

    140 KB or 140kbps?

    Level 0

    140 KB 🙂

    Level 0

    বলেন কি? আপনার কপাল তো দেখি খুব ভাল>৩০০ টাকায় 1MB লাইন?

    1 MB নয় মুকুট ভাই। এটা 1Mbps লাইন মনে হচ্ছে।

Level 0

আমি বাংলালায়ন ইউএসবি মডেম ব্যবহার করি। প্রিপেইড । টরেন্ট ডাউনলোড হয় না।

    ভালো সিড দেখে নেন, কানেকশান রেশিও বাড়িয়ে দেন। আমি টরেন্টে ৬৪-৭০ পাই।

    Level 0

    Tech freak ভাই……আপনি অনে হয় টরেন্ট থেকে নামানোর উপায় জানেন না।এর জন্য সব সময় Seeds n Peers বেশি দেখে নামাতে হয়।

    @ফ্রিক ভাই,
    https://www.techtunes.io/other/tune-id/32558/
    দেখেন, সব বুঝবেন

    @tech_freak: tech freak vai, zbigz.com use koren .. kono upload korte hoy na .. torrent file sudhu download korben ,, santi ar santi ,,, olpo seed er file o santi moto full speed e download kora jay IDM die ,,

আমি বাংলালায়ন মডেম ব্যবহার করতে চায়। ১জিবি ব্যবহার করতে চায়। ভাল হবে না খারাপ।

    Level 0

    ভাল।প্রিপেইড ১জিবি ৩৪৫টাকা ভ্যাট সহ।মেয়াদ ৩০ দিন

Level 0

আমি কিউবি ব্যবহার করি। ১২ জিবি ব্যবহার করি ৫১২ কেবিপিএস টা। খুব একটা খারাপ না। ব্যবহার করে ভাল লাগছে।

    Level 0

    same…but unlimited.

কিউবি ব্যাবহার করি প্রায় ৬-৭ মাস। ৫১২ কেবিপিএস। প্রথম প্রথম ডাউনলোড ও আপ্লোড স্পীড, সার্ভিস সব ছিল এক কথায় অসাধারণ। কিন্তু স্পীড ডাবল অফার এর পর সব অর্ধেকে নেমে ঠেকেছে।প্রচুর ডিস্কানেক্ট সাথে সার্ভার আপ-ডাউন। এখনো এই সমস্যায় আছি।বহু বার কাষ্টমার কেয়ারে ফোন করেও এর কোন সমাধান পাইনি। গতকালও দিনের ১১-১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চেষ্টা করে ৩-৪ বার নেটে ঢুকতে পেরেছি। করার কিছু আছে কি???? কেউ পারলে হেল্পান

    Level 0

    আহারে।আপনার কস্ট শুনে কষ্টিত হলাম।হাহা।

    বাংলালায়ন স্পীড ডাবল করার পর থেকে আরো অসাধারন হয়ে গেছে।৭০ এর নিচে নামেইনা।

বাংলালিং বেষ্ট, 512 ডাউনলোড পাই 22কেবিপিএস ভোদার ওয়াইমেক্স সার্ভিস একদম ফালতু শালারা যা দিতেছে ব্যবহারের অনুপোযোগী

    Level 0

    আপনার ভাষার ধরন এমন কেন ভাই?
    বাংলালিঙ্ক এ ৫১২ কেবি?অবাক করা বিষয়।

    আপনার লেখা তে দাড়ি কমা নেই।কিছুই তো বুঝলাম না।
    যা বুঝলাম তাতে তো কথার মিল নাই।৫১২ কেবি তে ডাউনলোড স্পীড ২২? আজব।

    Level 0

    আপনার লেখার ধরনটা পাল্টান। এমন কিছু লেখবেন না যার কারনে আপনি ব্যান হয়ে যান।আশা করি আপনি আবুঝ নন। এইটা কোন ………… সাইট নয়।

ami gp use kori.

Level 0

আমি মুগদাপাড়ি থাকি।ব্রডব্যান্ড ২৫৬ ব্যবহার করি।সমস্যা হলো দুই দিন পরপর ফাইবার কাটা যায়

    Level 0

    sorry মুগদাপাড়া

    Level 0

    হায় হায়।আমি তো আপনার প্রতিবেশি।মানিক নগর।
    আপনি নিশ্চঅই Citycom ব্যবহার করেন?

    Level 0

    no,i m evolution network user.এটা আমাদের এলাকায় নতুন।

@মুকুট ভাই , আমি ১৬০ kbps ব্রডব্যান্ড ব্যাবহার করি ৬০০ টাকায় ! স্পিড এর তুলনায় টাকার পরিমাণ কি বেশি হয়ে গেল ?
স্পিড কখনো ১-৫ kbps চলে ,আবার ১৩-১৭ kbps, আবার রাতের বেলায় ২৫ – ৩৫ পাওয়া যায়, কিন্তু কিছুক্ষণের জন্য ! আমি Banglanet ISP ব্যাবহার করি । আমি থাকি আপনার খুব কাছের এলাকা বাসাবো কদমতলায় । আপনি কোন ISP ব্যাবহার করেন ?
৫১২ kbps কত টাকা বা আপনার ২৫৬ kbps কতো টাকা ?

    Level 0

    আমাদের যারা লাইন দেয় তারা কিছুদিন আগে পর্যন্ত Banglanet ISP ব্যবহার করতো।খুব খারাপ সার্ভিস।স্পীড অনেক আপ ডাউন করে।তাই তারা ওটা ছেরে এখন আকিজ থেকে লাইন নিয়েছে।স্পীড অ খুব ভাল এবং বিল ও কমিয়েছে।আগে ২৫৬ দিতাম ৯০০ টাকা।এখন দেই ৭০০ টাকা।

    আর Banglanet ISP এর সার্ভার ঠিকানা হল http://www.download.banglanetbd.com

    অনেক দিন থেকে তারা FTP Server আপডেট করেনা।

    Banglanet ISP একটা হারামি নেট ! নেট এর এই অবস্থা দেখে আমার কান্না পায় ! 🙂 এরা স্পিড কম দেয় টাকা বেশি নেয়! আপনার প্যাকেজ এর সাথে আমার মাত্র ১০০ টাকার পার্থক্য ! আর ওরা এখনো ৭০০ টাকায় ১৯২ স্পিড দেয় ! আর ৫১২ kbps ১৬০০ টাকা এখন কোথাও আছে কি না আমার সন্দেহ !
    আপনার আকিজ ISP এর লাইন কি মানিকনগর থেকে কদমতলায় আনা যাবে কি ? যোগাযোগ এর ঠিকানা টা কি ?
    প্লিজ একটু জানান ………।।

আমি শ্যামলী থাকি । এয়ারটেলের নেট ব্যবহার করি । জিপির চেয়ে অনেক ভাল ।
বাংলালিঙ্ক ও রবির সার্ভিস কেমন ? কেউ ব্যবহার করলে জানাবেন ।

    Level 0

    আপনার সার্ভিস কেমন? সেটা জানালে ভালো হত।

Level 0

আমি কিউবি ব্যবহার করি 1 Mbps-এর কানেকশন। ডাউনলোড স্পীড মোটামুটি ঠিক থাকে, আপলোড স্পীড খুব-ই কম। তবে, এখন যেই সমস্যায় পরেছি সেটা হল গত ২-৩ দিন থেকে ডাউনলোড স্পীড খুব-ই কম পাচ্ছি। গতকাল কাস্টমার সেন্টার-এ ফোন দিয়েছিলাম। ওরা আমাকে জানাল যে আমি এই মাসে প্রচুর ডাউনলোড করেছি, এইজন্য আমার স্পীড সাময়িকভাবে কমিয়ে দেয়া হয়েছে! আমি বললাম যে, আমিতো আনলিমিতেড প্যাকেজ ব্যবহার করি, আর এত স্পীডের কানেকশন তো নিয়েছি ডাউনলোডের জন্যই, শুধু ব্রাউস করার জন্য তো এত স্পীড নেয়া দরকার লাগে না আমার। ওরা বলল যে, "ডাউনলোড স্পীড আনলিমিতেড-ই। কিন্তু, একটা ইউজার যদি একমাসে অনেক বেশি ডাউনলোড করে ফেলে, তাহলে ঐ এলাকায় যাতে অন্য ইউজারদের সমস্যা না হয়, এজন্য ঐ ইউজারের স্পীড সাময়িকভাবে কমিয়ে দেয়া হয়। দুই-তিন দিন কোন ডাউনলোড কইরেন না, তাহলে ইনশাল্লাহ আবার স্পীড ঠিক হয়ে যাবে।" এখন কথা হল, আমি এত টাকা দিয়ে 1 Mbps-এর কানেকশন ব্যবহার করি। আর আমি বেশি ডাউনলোড করতে পারব না! আমার প্যাকেজের জন্য আমি টাকা দেই, আর অন্য ইউজাররা তাদের প্যাকেজের জন্য তারাই টাকা দেয়। অথছ, আমার আনলিমিতেড প্যাকেজে আমার বেশি ডাউনলোডের জন্য অন্য ইউজারদের সমস্যা হয়-এটা কি আমার দোষ!!! এরকম যদি আগে শুনতাম যে, আনলিমিতেড প্যাকেজে বেশি ডাউনলোড করলে স্পীড কমিয়ে দেয়া হয়, তাহলে তো আর এই কানেকশন নিতাম না…..

    Level 0

    আপনাকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনি তাদের Fair usage Policy এর শিকার হয়েছেন।হেহেহে।
    বেশি ডাউনলোড কইরেন না রে ভাই।ধরা খাবেন।

বাংলালায়ন ৫১২/আনলিমিটেড ব্যবহার করছি। স্পিড নিয়ে সন্তুষ্ট। যদিও রাতের বেলা স্পিড ওঠানামা করে, তবে সার্বিকভাবে সার্ভিস সন্তোষজনক।

মাসিক ৭৫০ টাকা রেটে বাংলালিঙ্ক আনলিমিটেড ব্যবহার করি। এখন স্পিড এভারেজ ২০ এর মত পাই…আগে ২৮/২৯কেবি পার সেকেন্ড পেতাম 🙁

    Level 0

    ভালোই তো।

    @এলেবেলেঃ সহমত। এখন আমি বাংলা লায়ন ব্যবহার করি কারন বাংলালিংক এর স্পিড কমিয়ে দিছে বলে ।

আমি জিপি ব্যাবহার করি। স্পীড পাই ৩০ কিলোবাইটের উপরে।

    Level 0

    আপনার ভাগ্য অনেক ভালো।কারন সবাই জিপি তে এই স্পীড পায়না।

    আমি জিপি ব্যাবহার করি। স্পীড পাই 40 কিলোবাইটের মত ।আমি মোবাইল কে মডএম হিসাবে
    use করছি

    তবে ভাই একটা সমস্যা ।সেটা হল যে জিপির যেই প্যাকেজ ই নেইনা কেন খুব তারাতারি প্যাকেজ তা শেষ হয়ে যায়।এটা বড় সমস্যা।

    জিপির স্পিড যারা 40-30 এর উপ্রে বলেন তাদের হিসাবে সমস্যা আছে।
    জিপি সর্বোচ্চ 232 kbps সরবরাহে সক্ষম যেটি বাস্তবে সর্বোচ্চ হতে পারে 29 KBps.
    2.5 G (EDGE) সার্ভিস দিলেও তারা শেয়ার লাইনের মাধ্যমে এভারেজে 10-11 KBps সরবরাহ করেন বলে কাস্টমার কেয়ার সূত্রে জানা যায়।

গ্রামীন ব্যভার করি। কোন কানেকশন নাই বলে। ডাউনলোড স্পিড ৫-১৫ কেবি পার সেকেন্ড।

    Level 0

    একটু আগে যা বললাম এখানে তো দেখি তাই।

জুম ইউজ করে শান্তিতে আছি। কিন্তু অন লাইন আয় এর সাইটগুলোর জন্য এটা খুব খারাপ। কারণ মোবাইল কোম্পানীর গুলোর আইপি শেয়াড আইপি। ফলে একই আইপি অনেকে ব্যবহার করে, কিন্তু ওয়াইম্যাক্স-এ এই সমস্যা নেই। তাই বাংলালায়ন বা কিউবি হলে ভালো হতো কিন্তু আমার এখানে সেগুলো কিয়ামত এর আগে আসবে বলে মনে হয় না।

    Level 0

    কোন এলাকা? জুম এ লিমিটেশন অনেক বেশি।

গ্রামীন ফোনের একতা সিম ব্যবহার করি । বলা যায় একরকম শান্তিতেই আছি ।

http://www.probarta.com

    Level 0

    আপনি স্প্যামিং করছেন।

আগে লোকাল আইএসপির ১২৮ kbps এর লাইন ইউজ করতাম মাসিক ৫০০ টাকায়……ব্রাউজিং স্পিড খুবই খারাপ ছিল, ডাউনলোড স্পিড ছিল ১৫-১৬ kbps….এই মাসেই বাংলালায়ন প্রিপেইড মডেম কিনে ৬০০ টাকার কার্ড ইউজ করছি……ভালই!! ঠিক করেছি সামনের মাসে বাংলালায়ন পোস্টপেইড নিয়ে নেব।

    দুখেঃর বিষয় এইযে প্রিপেইঊ থেকে পোস্টপেইড করা যায় না। নতুন একটা পোস্টপেইড প্যকেজ কিনতে হইব।

BRODBAND- 256-DOWNLOAD-25-40-UPLOAD-15-20-BROWSING SPEED-VERY SAD-800TK.

kivave browsing speed barabo???

    Level 0

    আপনি যা ব্যবহার করছেন সেটাই তো পাবেন।খারাপের তো কিছু দেখলাম না।
    ৫১২ ব্যবহার করেন।ব্রাউসিং স্পীড বারবে।হাহা

Level 0

আমি বাংলালায়ন ব্যবহার করি। 1MBPS প্রিপেইড.। ডাউনলোড ভালো। Browsering করা তো খুবই ভাল। বাংলালায়ন দিয়ে blogspot.com ব্রাউজ করা যায় না। সুনেছি blogspot এর problem টা নিয়ে কাজ চলছে দ্রুত solve হয়ে যাবে। সব মিলে ভ্যাটসহ ৩০০ টাকা(1G.B) 1MBPS। বাংলালায়ন Zoom Ultra থেকে ১০০০ গুন ও gp থেকে ১০০০০০ গুন ভাল।

    Level 0

    10000000000000 গুন ভালো।আপনার শুন্য কম হয়ে গেছে।
    ৩০০ টাকায় ১mb.এর চেয়ে ভাল কিছু আছে নাকি।তাও মেয়াদ ৩০ দিন।

Level 0

আমি সেই ৯৯ সাল থেকে প্রবাসী আর প্রবাসী হবার কারণে সম্ভববত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট ব্যাবহার করতে পারছি ২০০০ সাল থেকে.
http://www.speedtest.net/result/1312974122.png
কিন্তু আমি যখন দেশে থাকি তখন dial up,citycell zoom ব্যাবহার করেছি বাধ্য হয়ে।
আমার বাসা বাসাবোতে ওখানে ব্রডব্যান্ড লাইন নিয়েছি কিন্তু সমস্যা হয়েছে আমার wife এর বাসায় পুরান ঢাকায়।ওকে laptop কিনে দিয়েছি ,কিউবি কিনে দিয়েছি কিন্তু কিউবি নেটওয়ার্ক পায়না তারপর গ্রামীনফোন কিনে দিয়েছি তাও এই আছে এই নাই অবস্থা আমি teamviewer দিয়ে ওর speed দেখেছি মাথা নষ্ট সাধারন voice chat ও করতে পারি না অথচ আমার মতো অন্য দেশের প্রবাসীরা voice chat করেই ফোনের কাজ করছে পরে বাধ্য হয়ে গতকাল ওখানে ব্রডব্যান্ড লাগিয়েছি 256kb ১০০০ টাকা অথচ আমি এখানে download speed 10.45mbps এবং upload speed 5.35mbps এর বিল দেই ১৫০০ টাকা ।নিজের দেশ তাই কিছু বলতেও পারিনা আবার সইতেও পারিনা শুধু এইটুকুই দোয়া করি আল্লাহ তুমি ওদের হেদায়েত করো । সবাই বলেন… আমিন

    Level 0

    @সজলঃ সহমত।

আমি Qubee ৫১২ কেবিপিএস use করছি , খুব ভাল . Download speed= 60 ~80kbps.
আমি ঢাকা মিরপুর এ থাকি . All of you ,all the best.

Level 0

আমি বাংলালিঙ্ক P2 ইউস করি। এটা নিয়ে আমি খুশি। আনলিমিটেট………মাসে ৭৫০ টাকা স্পীড ২৫-৩০ কেবি

আমি বাংলালায়ন 1mbps use করি । ব্রাউজিং এবং ডাউনলোডে আমি সন্তুষ্ট ।

আমি বাংলালায়ন use করি । কিন্তু মাজে মাজে একেবারে 0 kbps এ নেমে যাই কিন্তু ডাউনলোড এর ক্ষেত্রে মোটামুটি ভাল।

ভাইয়া,জিপির এই অত্যাচার থেকে কবে মুক্তি পাব বলুন তো । আনলিমিটেড অফারের নামে মাসে ৫ গিগা ব্যাবহারের পর ডাওনলোড স্পিড বন্ধ হয়ে যায়।

    একটু কষ্ট করে GP এর Fair Usage Policy পরে নিয়েন। সবাই যদি আনলিমিটেড চাই, তাহলে কেউই normal speed ও পাবেন না।

আমি এতজন হতভাগ্য কিউবি ব্যাবহারকারী। প্রায় ছয়-সাত মাস ধরে আছি কিউবির সাথে। প্যাকেজ স্পীড ৫১২ কেবিপিএস। প্রথম প্রথম ডাউনলোড ও আপ্লোড স্পীড, সার্ভিস সব ছিল এক কথায় অসাধারণ। কিন্তু স্পীড ডাবল অফার এর পর সব অর্ধেকে নেমে ঠেকেছে। বারবার ডিসকানেক্ট সাথে সার্ভার আপ-ডাউন। ব্লগস্পটসহ আরো কিছু সাইটে বেশ কয়েকদিন ধরে লগইন করতে পারছি না। এখনো এই সমস্যায় আছি। বহু বার কাষ্টমার কেয়ারে ফোন করেও এর কোন সমাধান পাইনি। কি যে করবো?

ব্রডব্যান্ড ব্যবহার করি, বেশ আরামেই আছি আল্লাহর রহমতে, যদিও স্পিড তুলনামূলক অনেক কম তবুও লাইনে কোন সমস্যা নেই, ফুল টাইম সাপোর্ট পাই, যেকোনো সমস্যায় সাহায্য করেন কর্তৃপক্ষ… :mrgreen:

ভাই আমি একজন জিপির সম্মানিত গ্রাহক। তবে ভাবছি Wimax নিব। কিন্তু Comments পরে এই িসদ্ধান্ত বাদ দিলাম। মাঝে মাঝে নাকি লাইন নাই হয়ে যায়, যেটা আমার কাজে বাধা আসবে। আমি চাই কখনও যেন লাইন ডিসকানেক্ট না হয়।

আমি লায়ন ইউস করি আপনিও চোখ বন্ধ রেখে লায়ন কে স্বাগত জানান।আর হ্যা সিটিংসেল থেকে দূরে থাকুন।ভালো কথা আমি অফিসে সিটিংসেল ইউস করি।সময় কাটানো একটা ভালো মাধ্যম হল সিটিংসেল।

    Level 0

    ঠিক বলেছেন।তাইনা।কারন সিটিসেল এ লোড হতে হতে আপনার সময় এম্নিতেই কেটে যায়।

দিনের বেলা ঢাবির লাইন ব্যবহার করি। স্পিড গড়ে ২৫০-৩০০ কিলোবাইট/সে. (বিট নয় কিন্তু)।সর্বোচ্চ একদিন কিছু সময়ের জন্য ৯০০+ পেয়েছিলাম। 🙂 বাসায় আমার এলাকার iconnect নামের Wi-Fi service provider এর লাইন ব্যবহার করি। 🙂

আমি টঙ্গি, চেরাগআলী থাকি।On my mobile i use Gp Internet. On my PC i use Broadband internet. Speed hisebe amar chole.. tobe besi hole bhalo…
ঠেকার কাম চালাই আর কি।
ব্রডব্যান্ড এর স্পীড থাকে ১৬ টু ৩২ কেবিপিএস। জিপি তেও একই স্পীড থাকে।

Level 0

সবাইকে গুরুত্বপুর্ন তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।আমি এই লেখাটা সকল ইন্টারনেট ব্যবহার প্রদানকারী কোম্পানী কে ইমেইল করে জানাবো।

    আপনি এসব অভিযোগ না জানিয়ে লিনাক্স এ ওয়াইম্যাক্স চালানোর ব্যাবস্থা করেন। পারলে একটা পিটিশান জারি করেন, আমরা সবাই জয়েন করমু। প্লিজ করেন ভাইজান

    Level 0

    দেখি আপনাদের জন্য কি করতে পারি।

Level 0

আজকে সন্ধ্যায় জানতে পারলাম আমাদের 256 আগামী মাস থেকে 320 হয়ে যাবে।দেখি কি হয়

আমি টেলিটকের আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করি ৭৬৬ টাকায় (ভ্যাট সহ)। ডাউনলোড স্পিড ২০-২৯ কেবি/এস। কখনই ২০ এর নিচে নামে না। আর একটা বিষয় হল যতবারই প্যাকেজ এক্টিভ করি একই আইপি পাই।

    এটা কি সত্যিকারের Unlimited না ওরা ও Grameen এর মতো বাটপাড়ি করে …???

    আমি তো প্রত্যেক দিন প্রায় ২৫০ মেগার মত ডাউনলোড করি, কোন সমস্যা হয় না। মনে হয় পিওর অনলিমিটেডই হবে।

Level 0

আমি gp use করি তিন চার মাস আগে ভালই স্পিড পাইতেছিলাম ৩০-৩৫ । (আর এখন পাইতেছি ৫-১০-১৫ আপ ডাউন) অফিস এ ফোন করে জানতে পেলাম যে user ব‍ৄদ্দি পেয়েছে তাই স্পিড কমে যাচসে । মনে চাইতেসে বাংলাদেশের সব কম স্পিড কারি মোবাইল সিম কোং তে আগুন দরিয়ে দেই । আর ত কিছু করতে পারবনা সুদু কল্পনা করে মনে শান্তি দেই ।

broadband day 15KB and NIGHT 25 KB

Level 0

আমি Banglalion 512kbps Unlimited Use করি । মোটামুটি ভালই। Download স্পীড Full ।

Level 0

আমিতো citycell alkatel set -এ 1 GB with vat tk/- 275 + vat, 30 days মেয়াদ ব্যবহার করি।কথাও বলা যায় আবার net o use করা যায়। Speed ও ভাল। রাগ করবেন না। সত্যতাই বললাম শুধু।

Level 0

Hi! every one i'm really enjoying this post so, i'm sharing my experiences with my isp its a broadband service provider.

Speed unlimited (24hours) price
356 kb/s (45~48KB/s) Tk. 600/m
upload is same as download

Speed unlimited (12 hours but isp doesn't know that i'm using it ;-D) price
2.1 Mb/s Tk. 000/m
upload is 100~110 KB/s

Although it isn't much but hey its free and i've downloaded over a terabyte last 6~7 month and yet they doesn't realize 😀

    Level 0

    OMG!!!……Speed unlimited (12 hours but isp doesn’t know that i’m using it ;-D) price
    2.1 Mb/s Tk. 000/m
    এটা কিভাবে করেছেন?
    ৬০০ টাকায় ৩৫৬কেবি?সেটাও কিভাবে?আপনি তো আমার জানামতে সবচেয়ে কম খরচে ইন্টারনেট করছেন।

    Level 0

    He!he!!he!!! my ISP uses 5Mb/s dedicated fiber optic link from BTCL. It is a simple trick i'm using their dedicated 2.1 Mb/s Mac and IP and they thought their office is using it at night(!?!) that's it. And 356 kb/s = Tk. 600/m, 'cause a friend of mine works there so he gave me a special higher class IP that never drops below 350 kb/s and its unlimited and how much i downloaded it'll not be slowed down 🙂 . Another thing I've got 2 X 1Mb/s Macs and respective IPs 😀 but sadly my HDD at its limit by my huge downloads 🙁 . Need to upgrade my HDD into 2TB or more to accommodate my downloads.

Level 0

Sobai Banglalion nie valo kotha bollen, ata mone hoi keu jane na j ager 128 kpbs & 256 kpbs a jei customer ra silo tader speed koek din ar jonno double kore die abar komiye ager speed a kore diese. Ata sompurno cheating.

    Level 0

    আপনাকে কে বললো?আমি তো ৫১২ তে ফুল স্পীড পাচ্ছি।৬৫ থেকে ৭০KB.এসব ভুয়া খবর না জেনে দিবেন না।

    Level 0

    Bro vua khobor apni bolsen & amar kotha valo vabe bujhun. Ami bolesi age 128 kpbs & 256 kpbs ar unlimited jei package silo ta akhon ar available nei tobe ager customer ra sei offer passe. Tader speed double kore dea holeo kisu din por abar ager speed a komiye dea hoyese. Ar ami Banglalion ar 128 kpbs ( 600+ 90 taka Unlimited) package use korsi & ja bolsi khub valo vabe bujhei bolsi. Speed double korar por ami 35 kb petam ar akhon 18/19 kb passi.

    Level 0

    আপনি তাদের কেয়ার এ ফোন দিয়ে কমপ্লেইন করুন।

Level 0

Ami Jatrabari te Banglalion 512Kb king package (1150tk including VAT) ta use kori, unlimited net, download kokhonoi fluctuate korte dekhinai last 5month e. Tobe upload speed pai avrg 18KBps. 24×7 net thake. ami kokhono disconnected hoini, Even continue 17hour download e o speed fluctuate korte dekhinai.

amar banglalion ae ZyXEL Modem tate ki wi/fi ache”?

Level 0

ami amar banglalion modem diye onno banglalion id use korte chai.

Level 0

আমি zoom use করি!

Level 0

ওতও কিছু বুঝি না যাত্রাবাড়ী (সূর্য কমল ক্লাব এর পাশে) থাকি বাংলালিংক এর নেট চালাই……………………।৩৫ কেবিপিএস ডাউনলোড স্পীড পাই………………………।।বিগত ১.৫ বছর যাবত চালাই। ভালই আছি বাংলালিংক লইয়া

Level 0

ami rajshahir mohinpur thana theke net use kori.age jkhn rajshahite nijer barite net ues krtam.tkhn banglalion use kortem.ekhn banglalink use kori unlimited.mase 748 taka lage.

ভাই, আমি আছি খুব চিন্তায়। আমার ৩টা মডেম। সবগুলোই পোস্টপেইড। ২টা ৫১২ ১টা ১ মেগাবাইট।
১ মেগাবাইটে আমি খুব ভাল স্পিড পেতাম। ৪৮০, ৭২০ রেজুলেশনে সকল ভিডিও বাপারিং টাইম চাড়াই দেখতাম। কিন্তু গত ১৫ দিন যাবত আমার এই স্পিড ৫১২ এর থেকেও ৮ ভাগ কমে গেছে। গুগল খুলতে ৫-১০ মিনিট লাগে। কিন্তু মাঝে মাঝে ডাউনলোড ভালই দেখায়। নেট কানেক্ট হতে প্রচুর সময় লাগে। এটা কি আমার কম্পিউটারের সমস্যা নাকি মডেমের। কতবার কাস্টমার কেয়ারে কল করলাম। সবাই বললো ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো মহা চিন্তায়। কেউ কি সাহায্য করবেন?
সিএনআইআর ১৮-২২ থাকে সবসময়। সবকিছুই ঠিক আছে।
আমি থাকি ল²ীপুর শহরেই। এক্কেবারে টাওয়ারের পাশেই

    @দিপু: গত কয়েকদিন যাবত বিটিসিএল এর কাজ চলায় কিউবি আর বি-লায়ন এ অনেক সমস্যা হচ্ছে।আমি নিজেও এর ভুক্তভুগি।

    কিছুদিন অপেক্ষা করুন।ইনশা-আল্লাহ ঠিক হয়ে যাবে।

ডাউনলোড আইডিএম এ ১০০-১৫০ পেতাম। আপলোডও ভাল ছিল।

নতুন পিসি কিনব ও ইন্টারনেট কানেকশন নেব?কোনটা ইউস করব?কিউবি অথবা ওলো?বাংলালায়ন ও ব্রডব্যান্ড আমি ভাল পাই না