টেকটিউনস জরিপ [এপ্রিল-২০১৭] : জনপ্রিয়তার শীর্ষে Samsung, Xiaomi,এবং লিজেন্ডারি Nokia

এপ্রিল মাসের জরিপ

জরিপের বিষয়টি ছিলঃ কোনটি আপনার পছন্দের মোবাইল ফোন ব্র্যান্ড?

জরিপটি বিগত ১ই এপ্রিল থেকে ৩০ শে এপ্রিল পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

জরিপটিতে মোট ৯২৭  জন ভোটার  ভোটার অংশগ্রহণ করেন।

উপরের ফলাফল থেকে দেখা যাচ্ছে মোট ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার পছন্দের মোবাইল ফোন ব্র্যান্ড হিসেবে Samsung কে 22.98% ভোট দিয়ে পছন্দের ব্র্যান্ডের তালিকায় শীর্ষে রেখেছে। এবং আরো শীর্ষ তিনটি ব্র্যান্ডের গুলোর মাঝে দ্বিতীয় সর্বচ্চো 18.02% ভোট দিয়ে Xiaomi কে দ্বিতীয় অবস্থানে রেখেছে। এবং এ জরিপের পছন্দের তৃতীয় স্থানে রয়েছে Nokia, এ ব্র্যান্ডটি পছন্দের তালিকায় রয়েছে 10.68% ভোটারের।  তার পরের অবস্থানে রয়েছে Apple ও জরিপের অন্যান্য ব্র্যান্ড গুলো।

পছন্দের মোবাইল ফোন ব্র্যান্ড হিসেবে টেকটিউনারা জরিপের শীর্ষে রেখেছে Samsung মোবাইল ব্র্যান্ডটিকে,এর পরেই রয়েছে Xiaomi ও লিজেন্ডারি Nokia ব্র্যান্ডটি!!!

অনেক বছর যাবত Samsung অ্যান্ড্রয়েড বাজারে রাজত্য করে বেরাচ্ছে, নিত্য নতুন মডেল তৈরীর মাধ্যমে তারা নিজেদের বাজারকে সবসময় জমজমাট করে রেখেছে বেশ কিছুদিন ধরেই। এখন মানুষ নিত্য নতুন অ্যান্ড্রয়েড ফোন বলতেই সবার প্রথমে যে ফোনটির কথা চিন্তা করে  সে ব্র্যান্ড হল স্যামসাং মোবাইল ব্র্যান্ড। অ্যান্ড্রয়েড ইউসারদের কথা চিন্তা করে প্রতিটি নতুন মডেলের মোবাইল ফোনে নতুন নতুন ফিচার অ্যাড করছে স্যামসাং। এর মাঝে "J" সিরিজেের প্রতিটি ফোনই উল্লেখ যোগ্য। আর দামও ইউসারের হাতের নাগালে রেখেছে ব্র্যান্ডটি।

টেকটিউনারসদের পছন্দের দ্বিতীয় ব্র্যান্ডটি হল সাওমি। অল্প কিছুদিনের মাঝে এ ব্র্যান্ডটি অ্যান্ড্রয়েড ইউসারদের মাঝে ব্যাপক সারা ফেলে। অ্যান্ড্রয়েড ইউসারদের মাঝে এক ভিন্ন মাত্রা এনে দিয়েছে এ মোবাইল ব্র্যান্ডটি। অনন্য ব্রান্ডের তুলনায় দামের দিক দিয়ে মানের সাথে মিল রয়েছে সাওমি মোবাইল ব্র্যান্ডটির।

ফাস্ট জেনারেশন ফোন থেকে শুরু করে দীর্ঘ দিন মোবাইল ফোন বাজার ছিল নোকিয়ার। এর পর বেশ কিছুদিন নতুন কোন ফোন বাজারে না ছাড়াই ধীরে ধীরে বাজার  হারায় নোকিয়া। এর দীর্ঘ দিন পর নোকিয়ার লিজেন্ডারি ফোন ৩৩১০ আবার ফিরেয়ে এনে বাজারে ফিরেছে নোকিয়া মোবাইল ব্র্যান্ডটি। টেকটিউনারা জরিপে এ ব্র্যান্ডটি তৃতীয় অবস্থানে রেখেছে। কোয়ালিটির দিক থেকে এ ব্র্যান্ডটি অক্ষয়। এবং দামেও কম হয় অন্য ব্র্যান্ড গুলোর তুলনায়।

টেকটিউনস জরিপ [মে-২০১৭] -এ অংশগ্রহণ করুন

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।

শোয়াইব আহমেদ
কমিউনিটি ম্যানেজার
টেকটিউনস

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 127 টি টিউন ও 2877 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 526 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1591 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস