চারপাশের নতুন জায়গা সহজে খুঁজে পেতে গুগল ম্যাপের নতুন ফিচার

আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি। আপনিও নিশ্চয়ই এমনটি করে থাকেন। ধরুন আপনি এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে আপানার আশে পাশের সব কিছু অপরিচিত। পরিচয় করে দেবার মতো কেউই সাথে নেই। এমন সময় আপনার কফি খেতে ইচ্ছা করলে আপনি কি করবেন? আবার ধরূন আপনি লং ড্রাইভে বের হয়েছেন। তারাহুরো করে বের হবার জন্য প্রয়োজন অনুযায়ী ফুয়েল নেবার কথা ভুলে গেছেন। আপনি এটাও নিশ্চিত না আশে পাশে কোথায় ফুয়েল পাম্প রয়েছে। তাহলে কি হবে এখন? অবশ্যই চিন্তার কথা তাইতো?

আপনার কথা ভেবেই গুগল ম্যাপে এসেছে নতুন আপডেট। এই আপডেটের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার আশে পাশের ভেন্যু গুলো দেখতে পারবেন। ভেন্যুগুলো তাদের ক্যাটাগরী অনুযায়ী বিভিন্ন রংয়ে সাজানো হয়েছে। এ সম্পর্কিত আলোচনা হয়েছে আমাদের পূর্ববর্তী টিউনে। কয়েক সপ্তাহের মধ্যে গুগল ম্যাপের অ্যাপ সহ অন্যান্য অ্যাপ ভিত্তিক সার্ভিস যেমন - গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল সার্চ, গুগল আর্থ ও অ্যান্ড্রয়েড অটো এ পাওয়া যাবে এ সুবিধা।

এই আপডেটের ফলে আপনি কি করছেন তার উপর ভিত্তি করে গুগল ম্যাপে পরিবর্তন আসবে। উদাহরণ হিসেবে যদি আপনি নেভিগেশন ব্যবহার করে গাড়ী চালানোর সময় আপনার আশে পাশের ফুয়েল পাম্প গুলোর অবস্থান আইকন এবং কালারসহ হাইলাইট করে দেখাবে। অনুরূপভাবে আপনি যদি অন্য কোন পরিবহন ব্যবস্থা ব্যবহার করেন তাহলে আপনার আশে পাশে থাকা বাস স্টেশন এবং পাবলিক পরিবহনের স্ট্যান্ড গুলো অবস্থান নির্দেশ করবে।

আপনার যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে আপনার বর্তমান লোকেশনের আশে পাশের রেস্ট্রুরেন্ট গুলোর অবস্থান জানতে পারবেন এই আপডেট থেকে।

তাই নি:সন্দেহে বলা যায় গুগল ম্যাপের জন্য এটি একটি ছোট আপডেট হলেও আপনার জন্য নিয়ে এসেছে অনেক কিছু।  আপনি যদি কোন অপিরিচিত জায়গায় যান তাহলে সবকিছু খুব খুঁজে বের করতে পারবেন নিমিষেই। ফলে গুগল ম্যাপ ব্যবহারে যোগ হবে এক নতুন অভিজ্ঞতা। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস