যুক্তরাষ্ট্রে টেসলা’র সবচেয়ে বড় নতুন সুপার চার্জার স্টেশন

জেনারেল মোটরকে টপকে মডার্ন অটোমোবাইল ইতিহাসে প্রথমবার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এখন সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি বাজার মূলধন নিয়ে টেসলা বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল্যবান গাড়ি নির্মাতা। ইতিমধ্যেই যুক্তরাস্ট্রে তাদের নতুন বৃহত্তম সুপার চার্জার স্টেশনের ঘোষনা করেছে।

ক্যালিফোর্নিয়ায় তাদের দুটি হাব হচ্ছে। একটি কেটলম্যান সিটিতে অন্যটি বেকারে। এখানে 40 টি সুপার চার্জার স্টল থাকবে। এটা টেসলা ড্রাইভারদের জন্য একটি বিশেষ সুবিধা।

নতুন স্টেশন গুলো ব্যাপক ভাবে ভ্রমণের এলাকা হিসেবে পরিচিত  লস এঞ্জেলেস থেকে সান - ফ্রান্সিস্কো ও লস এঞ্জেলেস থেকে লাস - ভেগাস  রুট গুলির হাইওয়ের নিকটে অবস্থিত। অন্যটি কেটলম্যান সিটির মধ্যে দক্ষিন ক্যালিফোর্নিয়া এবং বে-এরিয়ার মধ্যে অবস্থিত।

টেসলা তৈরি করেছে একটি প্রাইভেট কাস্টমার লাউন্জ। এখানে গ্রাহকদের জন্য রয়েছে পারবিরিক বিনোদনমূলক ব্যবস্থা এবং পোষা প্রানী গুলোর জন্য কেটলম্যান সিটিতে রয়েছে আলাদা ব্যবস্থা।

সোলার প্যানেলে আচ্ছাদিত পার্কিং সাইটে রয়েছে খাদ্য এবং পানীয় সহ রেস্টরুম, ওয়াই-ফাই। এছাড়া এখানে একটি পোশাকাদির দোকানও রয়েছে। কেটলম্যান সিটির লাউন্জটি হলো Tesla-only club; যার অ্যাক্সেস কোড আপনার টেসলা টাচস্ক্রিন এর মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে।

নতুন স্টেশনগুলি স্পষ্টভাবে কার্যকরী উদ্দেশ্যে কাজ করবে, এ  সম্পর্কে সিইও এলন মুস্ক আগেই জানিয়েছিলেন এগুলো হবে টেসলা’র টপ শেল  লাক্সারী সেনসিবিলিটির অংশ বা অংশ বিশেষ। এই টিউনটি লেখা পযন্ত বিশ্ব ব্যাপী টেসলা’র সুপার চার্জার স্টেশনের সংখ্যা হলো ১০৪০ টি।

সুপার চার্জার স্টেশনগুলি রয়েছে উত্তর আমেরিকা এবং ইউরোপের উপকূল থেকে উপকূলে। এছাড়া রয়েছে মধ্য প্রাচ্য এবং এশিয়ায়। আরও অনেক সুপার চার্জার স্টেশন ভবিষ্যতে করার পরিকল্পনা রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে  টেসলা নগর এলাকার আরো চার্জিং স্টেশন তৈরির উপর নজর দিয়েছে। অদূর ভবিষ্যতে তৈরি হবে আরও নতুন নতুন সুপার চার্জিং স্টেশন।

আপনি কি মনে করছেন টেসলার এই সুপার চার্জ স্টেশন নিয়ে? জানান আপনার মতামত টিউমেন্ট এর মাধ্যমে।

Level 0

আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস