আজকের টেকবুম – ২৬ জুন ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

হ্যালো! টেকটিউনস টেকবুমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। টেক বিশ্বে ঘটে যাওয়া সর্বশেষ খবরাখবর নিয়ে টেকটিউনস এর নতুন নিয়মিত আয়োজন টেকটিউনস টেকবুম। আজ ২৬ জুন, ২০১৮, ১১ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার। তো চলুন প্রতিবারের মতো বিস্তারিত খবরে যাবার আগে প্রথমে শিরোনামগুলো দেখে নেই:

  • ১) সোমবার লন্ডনের লাইসেন্স রক্ষা করতে কোর্টে আপিল করতে যাচ্ছে Uber
  • ২) ইন্টেল CEO Brian Krzanich এর পদত্যাগের কারণ উন্মোচিত হয়েছে, কারণ হিসেবে অফিসিয়াল সম্পর্কে দেখানো হয়েছে।
  • ৩) পরবর্তী আইফোনের The Screen Time ফিচারটি নিয়ে খোদ অ্যাপল সিইও নিজেই চমকে রয়েছেন।
  • ৪) রেস্টুরেন্ট, হেয়ার সেলুন এবং জব ফেয়ার থেকে ফেসবুক কোনো বিজ্ঞাপণ গ্রহণ করছে না।
  • ৫) ২০১৮ সালের শীর্ষ ২৬ জন টেক সিইও লিস্ট প্রকাশিত হয়েছে।
  • ৬) NetFlix এর শীর্ষ কমিউনিকেশন কর্মকর্তা কোম্পানি ছেড়ে চলে যাচ্ছেন।
  • ৭) নিজেদের ম্যাগাজিন ছাপিয়ে এবার প্রকাশক হিসেবে আত্নপ্রকাশ করলো ফেসবুক!
  • ৮) Your Time On Facebook নামের নতুন ফিচার পরীক্ষামূলক ভাবে শুরু করতে যাচ্ছে ফেসবুক
  • ৯) সিলিকন ভ্যালির ১৬ জন বড় লিডার তরুণদের সাফল্যের জন্য একটি করে বাণী দিয়েছেন।
  • ১০) ২৪টি পাওয়ারপয়েন্ট স্লাইডশ্লো তৈরি করে ৫ দিনে ৬৬ মিলিয়ন মার্কিন ডলার ইনভেস্টমেন্ট কামিয়ে নিয়েছে  Shared-Inbox App "Front"

এতক্ষণ দেখলেন সংক্ষিপ্ত সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:

১) লন্ডনের লাইসেন্স নিয়ে আপিল করতে যাচ্ছে Uber

সোমবার লন্ডনের লাইসেন্স হারানো নিয়ে কোর্টে আপিল করতে যাচ্ছে জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান Uber। কোম্পানিটির জন্য এই কেইসটি বেশ গুরুত্বপূর্ণ কারণ Uber এর যুক্তরাজ্যের ব্যবসার মূল ঘাঁটি হলো লন্ডন। উল্লেখ্য যে কোম্পানির সেইফটি রের্কডের জন্য সম্প্রতি লন্ডনের Transport Regulator ঊবারের লন্ডনের লাইসেন্সটি বাতিল করে দেন। লন্ডন থেকে Uber এর ব্যবসা গুটিয়ে নেবার এখানে একটি চান্স থেকে যায়। কিন্তু Uber আদালতে বিষয়টির উপর আপিল করে  আর লাইসেন্স ফিরে পাবার জন্য আইনি লড়াই চালিয়ে যাবে কারণ কোম্পানি সম্প্রতি তাদের সেইফটি নিয়ে নতুন পজিটিভ পরিবর্তন এনেছে। আপিল কার্যক্রমটি তিনদিন ধরে চলবে, এর আগে Uber তার লন্ডনের লাইসেন্স ফিরে পাবে কিনা সে ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। মামলাটি হাই কোর্টে যেতে পারে।

২) ইন্টেল সিইও এর পদত্যাগ

গত বৃহস্পতিবার ইন্টেল CEO Brian Krzanich আকস্মিক ভাবে পদত্যাগ করেছেন। আর এবার এর কারণটাও বেরিয়ে এলো। তিনি অফিসের একজন মহিলা কমকর্তার সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন। তাদের এই সম্পর্কটি প্রায় এক যুগ আগে শুরু হয়েছিলো এবং এটা ২০১৩ সালে তার সিইও হবার আগেই শেষ হয়ে যায়। খবর পাওয়া গিয়েছে ভদ্রমহিলা এখনো ইন্টেলে কর্মরত অবস্থায় রয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্টে এসকল তথ্য পাওয়া যায়। উল্লেখ্য যে ইন্টেলের পলিসি ভঙ্গের জন্য কোম্পানির করপোরেট কাউন্সিল গত ১৪ জুন CEO Brian Krzanich কে দোষারোপ করে, এবং ২১ জুন তিনি পদত্যাগ করেন। সহকর্মীর সাথে সম্পর্ক স্থাপন করা ইন্টেলের কোম্পানির পলিসির বিরুদ্ধে যায়।

৩) পরবর্তী আইফোনের নতুন ফিচার খোদ অ্যাপল সিইওকেও চমকে দিয়েছে

আইফোন অপারেটিং সিস্টেম আইওএসে নতুন একটি ফিচার আসতে যাচ্ছে। যার মাধ্যমে আপনি দিনে কতক্ষন সময় আইফোনে ব্যয় করেন সেটা ফিচারটির মাধ্যমে জানতে পারবেন। ফিচারটি এ বছরের শেষের দিকে নতুন iOS আপডেটে আপনি ডাউনলোড করতে পারবেন। খোদ অ্যাপল সিইও Tim Cook এই ফিচারটি নিয়ে চমকে রয়েছেন। এ বছরের শেষের দিকে iOS 12 উন্মোচন হতে যাচ্ছে এবং এখানে আপনি এই Screen Time ফিচারটিকেও পেয়ে যাবেন। এই ফিচারটির মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের অতিরিক্ত ফোন ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে পারবেন বলে আশা করছে অ্যাপল।

৪) ফেসবুকের বিজ্ঞাপণ নিতে অনিহা।

গত মে মাসে রাজনৈতিক বিজ্ঞাপণে অপব্যবহার রোধে ফেসবুক তাদের সাইটে নতুন একটি পলিসি চালু করেছে। সোশাল নেটওর্য়াক জায়ান্ট ফেসবুকে এখন কেউ রাজনৈতিক বিজ্ঞাপণ দিতে চাইলে বিজ্ঞাপনদাতার সঠিক আইডেন্টি ও লোকেশন বিজ্ঞাপণের সাথেই প্রদর্শিত হবে। ফেসবুকের এই নতুন পলিসিটি হিউম্যান অফিসার এবং কম্পিউটার AI মিলে চেক করে থাকে। কিন্তু সম্প্রতি The New York Times এর রির্পোট অনুয়ায়ী খবর পাওয়া গিয়েছে যে ফেসবুক ভূলক্রমে বিভিন্ন স্থানীয় বিজনেস কোম্পানি থেকে বিজ্ঞাপণ নেওয়া বন্ধ করে দিয়েছে। এদের বিরুদ্ধে পলিটিক্যাল বিজ্ঞাপণ দেওয়া অভিযোগ আনলেও জরিপে দেখা গিয়েছে এগুলোতে কোনো প্রকারের রাজনৈতিক বিষয়াবলি নেই। কতিপয় রেস্টুরেন্ট, হেয়াল সেলুন এবং জব ফেয়ার বিজ্ঞাপনগুলো ফেসবুক ভূলক্রমে রাজনৈতিক ভাবে নিয়ে নেওয়ায় কারণে বিজ্ঞাপনগুলো ফেসবুকে গ্রহণ হয়নি। এ ব্যাপারে সমালোচনার মুখে পড়েছে ফেসবুক।

৫) ২০১৮ সালে শীর্ষ ২৬ জন টেক সিইও তালিকা প্রকাশ

এমপ্লয়ি রিভিউ সাইট Glassdoor তাদের বাৎসরিক Employee's Choice Awards অনুষ্ঠিত করেছেন। এর অংশ হিসেবে ২০১৮ সালের শীর্ষ ১০০ জন সিইও তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকাটি ২০১৭ সালের র‌্যান্ডম কর্মচারীদের রিভিউয়ের উপর ভিক্তি করে তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ১০০ জনের মধ্যে টপ ২৬ জনই হচ্ছে টেক সিইও এবং তাদের মধ্যে ১৭ জনেই হচ্ছে আমেরিকার স্যান ফ্রান্সিকো এরিয়ার।  ২০১৮ সালের শীর্ষ ১০০ জন সিইওদের পূর্ণাঙ্গ লিস্ট দেখতে এখানে ক্লিক করুন।

শীর্ষ ২৬ জন টেক সিইও রা হলেন যথাক্রমে

  1. Erin S. Yuan (Zoom),
  2. Daniel Springer (DocuSign),
  3. Jeff Weiner (LinkedIn),
  4. Marc Benioff (Salesforce),
  5. Jim Kavanaugh (World Wide Technology),
  6. Shantanu Narayen (Adobe),
  7. Jonathan H. Corr (Ellie Mae),
  8. Mark Zuckerberg (Facebook),
  9. Michael Hansen (Cengage),
  10. Satya Nadella (Microsoft),
  11. Brad Smith (Intuit),
  12. Martin Rankin  (Fast Enterprise),
  13. Brian Halligan (HubSpot),
  14. Aron J.Ain (Kronos),
  15. Scott Scherr (Ultimate Software),
  16. Bill McDermott (SAP),
  17. Steve Beauchamp (Paylocity),
  18. Sundar Pichai (Google),
  19. Marcus Rye (Guidgewire),
  20. Anant Yardi (Yardi Systems),
  21. Ed Meyercord (Extreme Networks),
  22. Simon Segars (Arm),
  23. Dion Weisler (HP),
  24. Pat Gelsinger (VMware) এবং
  25. Tim Cook (Apple)।

৬) NetFlix এর শীর্ষ কমিউনিকেশন কর্মকর্তা কোম্পানি ছেড়ে চলে যাচ্ছেন।

Netflix এর শীর্ষ কমিউনিকেশন কর্মকর্তা Jonathan Friedland কোম্পানি ছেড়ে চলে যাচ্ছেন। সম্প্রতি একটি কোম্পানি মিটিংয়ে “insensitive” আখ্যায়িত করে তিনি এই পদক্ষেপটি গ্রহন করেন। The Hollywood Reporter এর একটি রিপোর্টে আরো জানা গিয়েছে যে তিনি উক্ত মিটিংয়ে কোম্পানির কর্মীদের সাথে বর্ণবাদি “N-Word" ব্যবহার করেন এবং গালিগালাজ ব্যবহার করেন। এদিকে Jonathan Friedland তার টুইটারে এ ব্যাপারে একটি টুইটও করেছেন। টুইটে তিনি দাবি করেন মিটিংয়ে তার বক্তব্যকে কমেডি আকারে নেওয়া হয়েছিলো।  ওয়াল্ট ডিজনি কোম্পানি থেকে Jonathan Friedland ২০১১ সালে Netflix য়ে যোগদান করেন। ওয়াল্ট ডিজনিতে তিনি করপোরেট কমিউনিকেশন এর সিনিয়ন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

৭) প্রকাশক হিসেবে আত্নপ্রকাশ করলো ফেসবুক!

এই প্রথম বার প্রকাশক হিসেবে আত্নপ্রকাশ করলো ফেসবুক। সম্প্রতি ফেসবুক তাদের নিজেদের “Grow" ম্যাগাজিন প্রকাশ করেছেন। বিশ্বের শীর্ষ স্থানীয় বিজনেস লিডারদের কাছে ম্যাগাজিনটি পৌছে দেওয়ার টার্গেট রয়েছে ফেসবুকের। তবে ফেসবুক এটাকে ম্যাগাজিন হিসেবে অ্যাখায়িত করছে না। Grow ম্যাগাজিনটি এ মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে “Grow your business, Grow your network. Grow your mind" স্লোগানে মুক্তি পেয়েছে। তবে সবর্ত্রই ম্যাগাজিনটি পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র ফেসবুক কর্তৃক নির্ধারিত স্থানে নির্ধারিত পোষ্টম্যানের দ্বারা ম্যাগাজিনটি সীমিত আকারে বিলি করা হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে।

৮) Your Time On Facebook

ফেসবুক শীঘ্রই তাদের নতুন আনরিলিজড ফিচার “Your Time On Facebook” উন্মোচিত করতে যাচ্ছে। ফিচারটির মাধ্যমে একজন ফেসবুকের ব্যবহারকারী ফেসবুকে দিনে কতক্ষণ সময় ব্যয় করেন সেটা ট্রাক ডাউন করা যাবে। বিগত সাত দিন পর্যন্ত ফেসবুকে আপনি কতক্ষণ সময় ব্যয় করেছেন এবং প্রতিদিন গড়ে আপনি কতক্ষণ ফেসবুকে সময় দিচ্ছেন সেটা ফিচারটির মাধ্যমে জানা যাবে। বড় বড় টেক কোম্পানিগুলো সম্প্রতি তাদের সোশাল মিডিয়া এবং ডিভাইসে স্বাস্থ্যকর ইন্টারএকশন এর জন্য টাইম ম্যানেজমেন্ট ফিচারের দিকে ঝুঁকে পড়ছে। এছাড়াও অন্যদিকে ইন্সটাগ্রামেও টাইম ম্যানেজমেন্ট ফিচার আসতে চলেছে।

৯) তরুণদের সাফল্যের জন্য বাণী।

আজকের বড় বড় টেক কোম্পানির সাকসেসফুল মানুষরা একসময় অপরিচিত যুবক ছিলেন। তাই কিভাবে একজন সফল মানুষ হওয়া যায় সে ব্যাপারে তাদেরকে প্রায়ই বিভিন্ন ইন্টারভিউতে প্রশ্নের উত্তর দিতে হয়। এই কথা মাথায় রেখে সম্প্রতি ডিজিটাল এডভারটাইজিং কোম্পানি AdView ইন্টারনেট থেকে এ সকল সফল মানুষদের বিভিন্ন বানী একত্র করে সিরিজ ভিক্তিক মোটিভেশনাল টিউনার রিলিজ করেছে। বাণীগুলো বর্তমান যুগের তরুণদের সাফল্যের জন্য দারুণ কাযর্কর হবে বলে কোম্পানিটি আশাব্যক্ত করেছে। এতে বিল গেইটস, জ্যাক ডোরসি, মার্ক জুকারবার্গ, টিম কুক সহ প্রমুখ টেক ব্যক্তিত্বের বানী রয়েছে। এডভিউ কোম্পানির তৈরিকৃত সকল বাণীগুলো দেখতে এখানে ক্লিক করুন।

১০) ৫ দিনে ৬৬ মিলিয়ন মার্কিন ডলার

সিলিকল ভ্যালির স্টার্টআপ কোম্পানি Front সম্প্রতি ৫ দিনে ৬৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ১০টি ইনভেস্টমেন্ট অফার বাগিয়ে নিয়েছে। কোম্পানির সিইও Mathilde Collin তার পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন Pitch deck শেয়ার করে অনান্য উদ্যোক্তাদেরও একই ভাবে সাহায্য করছেন। আর এ থেকে আমাদের সাধারণ জনতার জন্য সুন্দর পাওয়ারপয়েন্ট স্লাইড প্রেজেন্টেশন তৈরির একটি টিপস তিনি দিয়েছেন; তা হলো “Keep it simple”। পাওয়ারপয়েন্ট স্লাইডগুলোতে অতিরিক্ত তথ্য নিবেশন না করে সহজ সরল ভাবে স্লাইডগুলো তৈরি করতে বলেছেন Mathilde Collin। তবে এই প্রথম Front কোম্পানিটি পাওয়ারপয়েন্ট স্লাইডের মাধ্যমে অর্থ সংগ্রহ করেনি; ২০১৬ সালে ২১ পাওয়ারপয়েন্ট স্লাইডের মাধ্যমে কোম্পানিটি প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার অর্থসংগ্রহ করে টেক বিশ্বে আলোচনায় এসেছিলো।

এই ছিলো আজকের টেকবুমের সকল সংবাদ। নিয়মিত টেক বিশ্বের ঘটে যাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ খবরাখবরা ঘরে বসেই বাংলায় পড়তে নিয়মিত চোখ রাখুন টেকটিউনস এ। সবাইকে আগামী টেকটিউনস টেকবুমে আমন্ত্রণ জানিয়ে আজকের টেকবুম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস