আজকের টেকবুম – ২৭ জুন ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

হ্যালো! টেকটিউনস টেকবুমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। টেক বিশ্বে ঘটে যাওয়া সর্বশেষ খবরাখবর নিয়ে টেকটিউনস এর নিয়মিত আয়োজন টেকটিউনস টেকবুম। আজ ২৭ জুন, ২০১৮, ১২ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার। তো চলুন প্রতিবারের মতো বিস্তারিত খবরে যাবার আগে প্রথমে শিরোনামগুলো দেখে নেই:

  • ১) মার্ক জুকারবার্গকে সরিয়ে ফেলতে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার শেয়ারে বুস্ট করলেন ফেসবুক ইনভেস্টররা।
  • ২) Uber এর লন্ডন লাইসেন্স ফিরিয়ে আনার মামলায় ভরাডুবি
  • ৩) ইন্সটাগ্রাম নিজেই ১০০ বিলিয়ন মার্কিন ডলারের কোম্পানি হতো যদি এটা আলাদা নিজস্ব কোম্পানি হতো, রির্পোট বুমেরাং এর।
  • ৪) Cryptocurrency কোম্পানিতে ইনভেস্ট করার জন্য ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের ফান্ড লঞ্চ করেছে Andreessen Horowitz
  • ৫) ফেসবুকের হেডকোর্য়াটারে FBI এর সাথে মিটিংয়ে বসেছেন বড় বড় টেক কোম্পানি। এদের মধ্যে রয়েছে Apple, Google এবং টুইটার।
  • ৬) এখন থেকেই আপনি আপনার আইফোন এবং আইপ্যাডের জন্য iOS 12 বেটা সংষ্করণ ডাউনলোড করতে পারবেন।
  • ৭) ৬৫০র বেশি Salesforce কর্মচারীরা কোম্পানির CEO Marc Benioff কে গত সপ্তাহে কোম্পানি সাথে US Customs and Border Protection পলিসির সম্পর্ক নিয়ে সমালোচনা করে চিঠি দেন।
  • ৮) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন পলিসির বিরুদ্ধে কথা বলার কারণ জানালেন অ্যাপল সিইও Tim Cook
  • ৯) ২০১৯ সালে বড় সাইজের হেডফোন আনতে পারে অ্যাপল
  • ১০) Orlando শহরের পুলিশ ডির্পাটমেন্ট আমাজনের facial recognition সফটওয়্যারের চুক্তি নবায়ন করবে না। তবে ভবিষ্যৎতে সফটওয়্যারটি ব্যবহার করা হবে কিনা এ ব্যাপারে আলোচনা চলছে।

এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে:

১) ফেসবুকে ৩ বিলিয়ন মার্কিন ডলার ইনভেস্টমেন্ট

ফেসবুক ইনভেস্টররা প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের শেয়ার বুস্ট করছেন যাতে মার্ক জুর্কারবার্গকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে ফেলা যায় এবং কোম্পানির উপর থেকে মার্ক জুকারবার্গের পাওয়ার বেস সরিয়ে ফেলা যায়। বিজনেস ইনসাইডার সংবাদ মাধ্যমে প্রায় ৬ জন ফেসবুক ইনভেস্টর এ কথা নিশ্চিত করেছেন। তারা ফেসবুকে নিজেদের অর্থ র‌্যাপিড ভাবে ইনভেস্ট করে কোম্পানির উপর মার্ক জুকারবার্গের অধিপত্য সরিয়ে ফেলার চিন্তা ভাবনা করছেন। ২০১২ সালে ফেসবুক পাবলিক কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করার পর অনেক বার ইনভেস্টরদের রোষের মুখে ফেসবুককে পড়তে হয়েছিলো কিন্তু এবারের মতো রোষ আগে কখনো দেখা যায় নি। অন্যদিকে ফেসবুক কর্তৃপক্ষ তাদের অর্থনৈতিক ব্যবস্থাকে “sound & effective” বলে আখ্যায়িত করেছে। তবে কোম্পানির সিইও এবং চেয়ারম্যান হবার কারণে মার্ক জুকারবার্গ যাকে খুশি তাকেই ইনভেস্টর থেকে মুছে দিতে পারবেন। তাই বর্তমানে ফেসবুক শেয়ারহোল্ডাররা নতুন স্বাধীন সিইও চান এবং ফেসুবুকে ডুয়াল ক্লাস শেয়ার স্ট্রাকচারকেও নতুন ভাবে সাজানোর দাবি করেছেন। উল্লেখ্য যে মার্ক জুকারবার্গ ফেসবুকের ৭৫% শেয়ারের মালিক, তাই তিনি কোম্পানির যেকোনো সিদ্ধান্তের উপর নিজের অধিপত্য জারি রাখতে পারেন।

২) লন্ডন কোর্টে Uber এর ভরাডুবি

গত সেপ্টেম্বরে লন্ডনে Uber তার লাইসেন্স হারিয়ে ফেলে। এবং গত সোমবার লন্ডনের কোর্টে Uber তার লাইসেন্স ফিরে পবাার জন্য উপস্থিত হয়। কিন্তু Uber এর সাবেক সিইও Travis Kalanick এর করে যাওয়া কোম্পানির স্টাকচারের জন্য আদালতে UBER কে বেশ হিমশিম খেতে হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ৭ ঘন্টা ধরে চলা এই আইনী প্রক্রিয়ায় সাবেক সিইও Travis Kalanick এর নাম মাত্র একবার মেনশন করা হয়েছে। আদালতে Uber দাবি করেছে গত নয় মাসে কোম্পানিতে অনেক পরিবর্তন আনা হয়েছে, যাদের মধ্যে কোম্পানির নতুন সিইও Dara Khosrowshahi রয়েছেন, এছাড়াও কোম্পানিটি তাদের ইন্টারনাল সেইফটি পলিসিও ব্যাপক ভাবে পরিবর্তন করেছে এবং কোম্পানি থেকে ব্রিটিশ এক্সিকিউটি Jo Bertram কে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি এখনো আদালদের তদন্তে রয়েছে।

৩) ইন্সটাগ্রামের ভ্যালু ১০০ বিলিয়ন মার্কিন ডলার।

ইন্সটাগ্রামকে কিনে নেওয়া সিদ্ধান্ত ফেসবুকের জন্য একটি বাজিমাত হয়েছে। কারণ সম্প্রতি বুমেরাং এর একটি ইন্টেলিজেন্স রিপোর্টে জানা গিয়েছে ইন্সটাগ্রামের বর্তমান ভ্যালু প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলারেও বেশি। এটা ২০১২ সালে ফেসবুক কিনে নেওয়া সময়ের থেকে প্রায় ১০০ গুন বেশি, ২০১২ সালে মাত্র ১ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে ইন্সটাগ্রামকে কিনে নেয় ফেসবুক। ফেসবুক সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্ক্যান্ডাল ও রোষের মুখে পড়লেও ফেসবুকের আরেকটি কোম্পানি ইন্সটাগ্রাম এগুলো থেকে দূরেই ছিলো। ইন্সটাগ্রাম পরবর্তী ৫ বছরের মধ্যে ২ বিলিয়ন ইউজার ছাড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে বুমেরাং রির্পোটার। সম্প্রতি ইন্সটাগ্রাম তাদের অ্যাপে IGTV নামের নতুন ফিচার চালু করেছে; যার মাধ্যমে ইন্সটাগ্রামে এখন বড় সময়ের ভিডিও ফাইল আপলোড করা যাবে। ফিচারটির মাধ্যমে সরাসরি ইউটিউব এবং স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে প্রতিযোগীতায় নামলো ইন্সটাগ্রাম।

৪) ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের cryptocurrency ফান্ড চালু করেছে Andreessen Horowitz

২০১৮ সালে বিটকয়েন মার্কেট উঠানামা করলেও সিলিকন ভ্যালির অন্যতম শীর্ষ ভেনচার ফার্ম Addreessen Horowitz বিটকয়েনে তাদের আগ্রহ আগের মতোই বহাল রেখেছে। কোম্পানিটি সম্প্রতি নতুন করে “a16z crypto” নামের একটি ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের ভেনচার ফান্ড লঞ্চ করেছে। যেটি বিভিন্ন Cryptocurrency কোম্পানি এবং প্রোটকলে ইনভেস্ট করবে। Chris Dixon এবং Katie Haun মিলে ফান্ডটি পরিচালনা করবেন। উল্লেখ্য যে Andreessen Horowitz কোম্পানির প্রথম মহিলা জেনারেল পার্টনার হিসেবে কাজ করছেন Katie Haun। কোম্পানির নতুন এই ক্রিপ্টো ফান্ডটি সকল ধরনের ক্রিপ্টো কোম্পনি এবং প্রোটকলে ইনভেস্ট করবে, seed-stage pre-launch প্রজেক্ট থেকে শুরু করে সম্পূর্ণরূপে Developed later-stage কোম্পানিগুলোও এদের মধ্যে রয়েছে।

৫) ফেসবুক সদরে বড় টেক কোম্পানির সাথে FBI এর বৈঠক

বিশ্বের বড় বড় ৮ টি কোম্পানির সাথে আমেরিকার গোয়েন্দা বিভাগের ফেসবুক সদর দপ্তরে একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মে ফেসবুকের Menlo Park, ক্যালিফর্নিয়া হেড কোয়াটারে FBI এর সাথে কোম্পানিগুলোর এই বৈঠক বসে। বৈঠকটি এ বছরের মিডটার্ম ইলেক্টশন এর প্রস্তুতি নিয়ে করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বৈঠকে আমাজন, অ্যাপল, গুগল, মাইক্রোসফট, স্ন্যাপচ্যাট, টুইটার এবং Oath কোম্পানি থেকে কমকর্তা যোগদান দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে। কোম্পানিগুলোর কর্মকর্তারা আমেরিকার Department of Homeland Security এর সেক্রেটারি Christopher Krebs এবং FBI এর নতুন “foreign influence” টাস্ক ফোর্সের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। মিটিংটি আয়োজনে ফেসবুকে আগ্রহ বেশি ছিলো কারণ ফেসবুক ২০১৬ সালের ইলেক্টশনে রাশিয়ান ব্ল্যাক এজেন্টদের সাথে একটি স্ক্যান্ডারে জড়িয়ে পড়েছিল। এ বছরের মিডটার্ম ইলেক্টশনে উক্ত ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে কারণেই এই বৈঠকটি আয়োজন করা হয়।

৬) iOS 12 বেটা সংষ্করণ এখনি ডাউনলোড করতে পারবেন আপনি

গত সোমবার অ্যাপল তাদের আপকামিং নতুন অপারেটিং সিস্টেম iOS 12 এর পাবলিক বেটা সংস্করণ মুক্তি দিয়েছে। সাম্প্রতিক সময়ের আইফোন কিংবা আইপ্যাড দিয়ে যেকেউ এই নতুন অপারেটিং সিস্টেমের বেটা সংষ্করণটি এখন ডাউনলোড করে উপভোগ করতে পারবেন। কিন্তু এটি একটি বেটা সংস্করণ এবং এরজন্য অপারেটিং সিস্টেমকে ইন্সটল দেবার আগে ইউজারকে তার বর্তমান আইফোন বা প্যাডকে ব্যাকআপ করে নেওয়া পরামর্শ দিয়েছে অ্যাপল। আইওএস ১২ অপারেটিং সিস্টেমটি এ বছরের শেষের দিকে মুক্তি পবার কথা রয়েছে। আইওএস ১২ চালাতে হলে আপনার কাছে এই আইফোনগুলো থাকতে হবে:  iPhone 5s, iPhone SE, iPhone 6 plus, iPhone 6, iPhone 6s plus, iPhone 6s, iPhone 7 plus, iPhone 7, iPhone 8 plus, iPhone 8 এবং iPhone X। বেটা সংষ্করণটি আপনার ডিভাইসে ইন্সটল করতে চাইলে এখানে ক্লিক করে বেটা টেস্টিং সাইটে সাইন আপ করুন। প্রোগ্রামে আপনার ডিভাইসটি সাইন ইন করার পর অ্যাপল থেকে একটি কনফিগারেশন আপনি ডাউনলোড করতে পারবেন। তারপর অনান্য নরমাল আপডেটের মতোই আপনার ডিভাইসটি আইওএস ১২ বেটা অপারেটিং সিস্টেমে আপডেট হয়ে যাবে।

৭) আমেরিকার কাস্টমস এবং বর্ডার প্রটেক্টশন ও সেলসফোর্স কোম্পানির সম্পৃত্ততা।

সেলসফোর্সের সাথে আমেরিকার কাস্টমস এবং বর্ডার প্রটেক্টশন এজেন্সির যোগযুক্ত ও সম্পৃত্ততা থাকায় সেলসফোর্সের কর্মকর্তারা কোম্পানি বিরুদ্ধে চলে গিয়েছেন। সম্প্রতি প্রায় ৬৫০ এর বেশি সেলসফোর্স কর্মকর্তারা কোম্পানির সিইও Marc Benioff কে একটি নিন্দামূলক ইমেইল পাঠিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। বর্ডার এজেন্সির সাথে  কোম্পানির সম্পৃত্ততা থাকায় এটা সেলসফোর্সের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে বলে ইমেইলে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সেলসফোর্স কোম্পানি বলছে যে তারা বর্ডার এজেন্সির সাথে কাজ করছে ঠিকই কিন্তু সাম্প্রতিক সময়ের বর্ডারে ফ্যামিলিদের বিচ্ছিন্ন করার সাথে কোম্পানির কোনো যোগসুত্র নেই। উল্লেখ্য যে গত মার্চ মাস থেকে সেলসফোর্স আমেরিকার CBP (Customs and Border Protection) এজেন্সির সাথে কাজ করছে বলে এনাউন্স করেছিলো। সম্প্রতি সময়ের বর্ডারের ফ্যামিলিদের বিচ্ছিন্ন করার কাজে টাস্কপ্রাপ্ত এজেন্সিগুলোর মধ্যে একটি হচ্ছে এই CBP।

৮) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন পলিসির বিরুদ্ধে কথা বলার কারণ জানালেন অ্যাপল সিইও Tim Cook

প্রকাশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন পলিসির বিরুদ্ধে  কথা বলার কারণ জানিয়েছে অ্যাপল সিইও Tim Cook। গত সোমবার সন্ধ্যায় Fortune CEO এর সাথে একটি মিটিংয়ে তিনি এ কারণ জানান। তিনি আরো মনে করেন যে, সরকারি কোনো পলিসি তাদের কোম্পনির ভ্যালুর সাথে মানাতে না পারলে সিইওদের এ ব্যাপারে প্রকাশ্যে মতামত জানানো উচিত। প্রকাশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন পলিসির বিরুদ্ধে কথা বলার কারণ হিসেবে অ্যাপল সিইও Tim Cook জানিয়েছেন, অ্যাপলের নিজের ৩০০ এর বেশি অভিবাসিত কর্মী রয়েছে যারা কোম্পানিতে কাজ করছে এবং সাম্প্রতিক সময়ের বর্ডার ক্রসিং ফ্যামিলি বিচ্ছিন্ন করার ঘটনায় অ্যাপলের কর্মীরাও প্রভাবিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ জন্যই অ্যাপল সিইও গত সপ্তাহে ট্রাম্প সরকারের অভিবাসন পলিসিকে “inhumane” আখ্যায়িত করে বর্ডারে ফ্যামিলি বিচ্ছিন্ন করার ঘটনাকে বন্ধ করার আহবান জানান।

৯) আগামী বছর হাই টেক হেডফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল

খবর পাওয়া গিয়েছে অ্যাপল বর্তশানে বড় টাইপের over-ear হেডফোনের নির্মাণের উপর কাজ করছে এবং এগুলো আগামী বছর লঞ্চ হতে পারে।  এছাড়াও অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের AirPods এর উপরও কাজ করছে বলে জানা গিয়েছে। পরবর্তী প্রজন্মের AirPods য়ে Water Resistance এবং Noise-cancelling ফিচার থাকবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। সোমবার বুমেরাংয়ের একটি রির্পোট থেকে এ সকল তথ্য পাওয়া গিয়েছে। এর মাধ্যমে BOSE এবং Sennheiser কোম্পানির বড় হেডফোনের সাথে সরাসরি প্রতিযোগীতায় নামতে যাচ্ছে অ্যাপল। অ্যাপলের এই নতুন হাই টেক হেডফোনগুলো Beats ব্রান্ডের না হয়ে সরাসরি Apple ব্রান্ডের আন্ডারে বিক্রি হবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। উল্লেখ্য যে ২০১৪ সালে ৩ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে Beats হেডফোন কোম্পানিকে কিনে নেয় অ্যাপল। বর্তমানে বাজারে Bose ব্রান্ডের হাই টেক Wireless এবং Noise-cancelling হেডফোন “QuietComfort 34” গুলো বাজারে ৩৪৯ মার্কিন ডলার মূল্যে পাওয়া যাচ্ছে।

১০) Orlando শহরের পুলিশ ডির্পাটমেন্ট আমাজনের facial recognition সফটওয়্যারের চুক্তি নবায়ন করবে না।

Orlando শহরের পুলিশ ডির্পাটমেন্ট আমাজনের facial recognition সফটওয়্যারের চুক্তি নবায়ন করবে না। তবে ভবিষ্যৎতে সফটওয়্যারটি ব্যবহার করা হবে কিনা এ ব্যাপাতে বর্তমানে কথাবার্তা চলছে। বর্তমানে ছয় মাসের প্রাথমিক চুক্তিটি শীঘ্রই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে এবং শহরের পুলিশ ডিপার্টমেন্ট কর্মকর্তারা আমাজনের এই এডভান্স সফটওয়্যারটি ব্যবহার করা চালিয়ে যাবে কিনা এ ব্যাপারে কথাবার্তা এবং পরিকল্পনা করছেন। উল্লেখ্য যে সম্প্রতি আমাজনের এই Facial Recongnition সফটওয়্যারটি পুলিশ ডির্পাটমেন্টের কাছে বাজারজাত করার জন্য কোম্পানির সিইও Jeff Bezos আমাজনের শেয়ারহোল্ডার, কর্মকর্তা এবং বিভিন্ন সিভিল রাইটস গ্রুপের রোষের মুখে পড়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমাজন থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে দেখা যায় নি।

এই ছিলো আজকের টেকবুমের সকল খবর। টেক বিশ্বের ঘটে যাওয়া সর্বশেষ তাজা খবরগুলো নিয়মিত বাংলায় পড়তে চাইলে নিয়মিত চোখ রাখুন টেকটিউনস এর পর্দায়। সবাইকে আগামী টেকটিউনস টেকবুমে আমন্ত্রণ জানিয়ে আজকের টেকবুম এখানেই শেষ করছি।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস