আজকের টেকবুম – ২০ জুলাই ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সবাইকে শুক্রবারের টেকবুমে স্বাগত জানাচ্ছি। টেকনোলজি দুনিয়ায় ঘটে যাওয়া সর্বশেষ শীর্ষ খবর নিয়ে টেকটিউনস এর আয়োজন টেকটিউনস টেকবুম আর আমি আপনাদের হোষ্ট টিউনার ফাহাদ। আজ ২০ জুলাই, ২০১৮ খ্রিষ্টাব্দ, ৪ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার। প্রতিবারের মতো বিস্তারিত সংবাদে চলে যাওয়ার আগে আসুন দেখে নেই আজকের টেকবুমের সংবাদ শিরোনামগুলো:

  • ১) গোপনে অ্যান্ড্রয়েডের মতো পরবর্তী অপারেটিং সিস্টেমের নির্মাণ কাজ শুরু করেছে গুগল।
  • ২) গুগলকে ৫ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করার বিষয়ে ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
  • ৩) অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিয়ে বাৎসরিক ১১০ বিলিয়ন মার্কিন ডলারের মুনাফা অর্জন করলো মাইক্রোসফট
  • ৪) মার্কিন প্রেসিডেন্ট কে গোপনে অভিনন্দন জানিয়ে ছিলেন মার্ক জুকারবার্গ
  • ৫) চায়নিজ AI জায়ান্ট SenseTime য়ে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট করতে চায় সফটব্যাংক
  • ৬) ওয়াটস অ্যাপের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার হুমকি দিলো ইন্ডিয়ান সরকার
  • ৭) ইউটিউবার KSI এবং Logan Paul তাদের আগষ্টের বক্সি ফাইটের প্রেস কনফারেন্স করেছেন।
  • ৮) গুগলের ৫ বিলিয়ন মার্কিন ডলার জরিমানার জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
  • ৯) রিপাবলিক্যান ফান্ডিং নিয়ে সমালোচনা এড়াতে Sierra Club এর সাহায্য নিয়েছেন ইলন মাস্ক
  • ১০) ফ্রি ভিডিও গেম Fornite ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করে নিয়েছে।

এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:

১) গোপনে পরবর্তী অপারেটিং সিস্টেমের নির্মাণ কাজ শুরু করেছে গুগল।

গুগলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এর পরবর্তী অধ্যায়ের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে গুগল। Fuchsia OS নামের নতুন এই অপারেটিং সিস্টেমটি আগামী ৩ বছরের মাথায় বাজারে আসার খবর পাওয়া গিয়েছে এবং বলা হচ্ছে যে গুগলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে রিপ্লেস করার জন্য Fuchsia OS আগামী ৫ বছরের মাথায় বাণিজ্যিক ভাবে বাজারজাতকরণ শুরু করবে গুগল। আর ইতিমধ্যেই এই Fuchsia OS নির্মাণের কাজ অতি গোপনেই শুরু করে দিয়েছে গুগল। বিগত দুই বছর ধরে প্রায় ১০০ এর বেশি ইঞ্জিনিয়ার বর্তমানে এই অপারেটিং সিস্টেমটির নির্মাণের কাজ করছেন। সাম্প্রতিক সময়ের অনলাইন ডিভাইসের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং ব্যক্তিগত ডিভাইসে অ্যান্ড্রয়েড এর লিমিটেশনগুলো দূর করার লক্ষ্যেই নতুন এই অপারেটিং সিস্টেমটির নির্মাণের কাজ করছে গুগল। এছাড়াও আর্টেফিশিয়াল ইন্টেলিজেন্স সার্পোটেড ডিভাইসগুলোতে খাপ খাইয়ে নেবার জন্যেও এই অপারেটিং সিস্টেম কে নির্মাণ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

২) গুগলকে জরিমানা করার বিষয়ে ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সম্প্রতি ইউরোপিয় ইউনিয়ন টেক জায়ান্ট গুগলকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আধিপত্য বিস্তারের কারণে রেকর্ড পরিমাণ প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে। আর এই ব্যাপারে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে ইউরোপিয় ইউনিয়নের সাথে আমেরিকার “ট্রেড ওয়ার” চলছে আর ট্রাম্প মনে করেন এই জরিমানার বিষয়ে আমেরিকাকে সুবিধামতো ব্যবহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার টুইটারের এক টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন। উল্লেখ্য যে আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট Jean-Claude Junchker এর মধ্যে বাণিজ্য নিয়ে একটি মিটিংয়ের কথা রয়েছে।

৩) রেকর্ড সংখ্যক মুনাফা অর্জন করলো মাইক্রোসফট

গতকাল বৃহস্পতিবার টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের মৌসুমি এবং বাৎসরিক মুনাফার লিস্ট প্রকাশ করেছে। আর অতীতের সকল রেকর্ড ভেঙ্গে গিয়ে কোম্পানিটি প্রায় ১১০.৪ বিলিয়ন মার্কিন ডলার বাৎসরিক মুনাফা আয় করেছে। অন্যদিকে এই মৌসুমে মাইক্রোসফটের আয় হয়েছে ৩০.১ বিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য যে মাইক্রোসফট এই প্রথম ১০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি মুনাফা অর্জন করতে পারলো। এই মৌসুমে মাইক্রোসফট তাদের প্রধান তিনটি এরিয়াগুলোকে (বিশেষ করে ক্লাউড কম্পিউটিং এরিয়াতে) শক্তিশালি ভূমিকায় ছিলো এবং তাই বর্তমানে মাইক্রোসফটের স্টক এক লাফে ৪% বেড়ে গিয়েছে।

৪) মার্কিন প্রেসিডেন্ট কে গোপনে অভিনন্দন জানিয়ে ছিলেন মার্ক জুকারবার্গ

২০১৬ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পর গোপনে মার্কিন প্রেসিডেন্ট কে অভিনন্দন জানিয়েছিলেন ফেসবুক সিইও ও প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। খবর পাওয়া গিয়েছে যে এই কলটি ছিলো অত্যন্ত গোপনীয় এবং এই খবরটি আগে কোথাও প্রকাশ করেনি। উল্লেখ্য যে, ২০১৬  সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুকে লক্ষাধিক ডলারের বিজ্ঞাপণ দিয়েছেন ট্রাম্প এবং তার টিম। মার্ক জুকারবার্গ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যকার এই প্রাইভেট কলটির ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানির তিনজন বড় কর্মকর্তা। উল্লেখ্য যে এ ব্যাপারে ফেসবুক এবং হোয়াইট হাউজ কেউই অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি। এবং শুরু থেকেই ফেসবুক তার বিজ্ঞাপণ প্লাটফর্ম নিয়ে বরবরেই মতোই জনগণের সামনে কিছুটা গোপনীয়তা বজার রেখে আসছে।

৫) SenseTime য়ে ইনভেস্ট করতে চায় সফটব্যাংক

সফটব্যাংকের ভিশন ফান্ড বর্তমানে চায়নার SenseTime Gropu Ltd সংস্থায় প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট করতে চাচ্ছে। উল্লেখ্য যে বর্তমানে বিশ্বের সবথেকে ভ্যালুযোগ্য আর্টেফিশিয়াল ইন্টেলিজেন্স র্স্টাটআপ কোম্পানি হচ্ছে SenseTime। ইতিমধ্যেই সফটব্যাংক এবং সেন্সটাইম এর মধ্যে চুক্তির ব্যাপারে দুটি কোম্পানির কর্মকর্তারা মিটিংস করেছেন এবং চুক্তির ব্যাপারে ফাইনাল টার্ম বিষয়ে সিদ্ধান্তে আসার চেষ্টা করছেন। ৪ বছর বয়সী SenseTime কোম্পানিটি AI ভিক্তিক সিস্টেম নির্মাণ করে থাকে যা চীনের বিভিন্ন Surveillance System য়ে চেহারা সনাক্তকরণের কাজে ব্যবহৃত হয়। ২০৩০ সালের মধ্যে চীনকে AI প্রযুক্তিতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তোলাই হচ্ছে সেন্সটাইম কোম্পানির লক্ষ্য।

৬) ওয়াটস অ্যাপের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার হুমকি দিলো ইন্ডিয়ান সরকার

ইন্ডিয়ায় সন্ত্রাসী হামলায় ২৭ বছরের যুবক মারা যাওয়ার পর গত রবিবার ইন্ডিয়ান পুলিশ ২৫ জনকে গ্রেপ্তার করেছে। সোশাল মিডিয়াতে এই বিষয়গুলো নিয়ে ইন্ডিয়ায় বেশ কয়েকটি গুজব ছড়ানো হয় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় সোশাল মিডিয়ার এই গুজবের ভিক্তিতে পুলিশ নিদোর্ষ ব্যক্তিদের গ্রেপ্তার করে থাকেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার ইন্ডিয়ান সরকার এইসব ভূয়া গুজবের জন্য ওয়াটস অ্যাপের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। গতকাল ইন্ডিয়ান সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী এই বিষয়ে একটি কড়া স্টেটমেন্ট দিয়েছেন। অন্যদিকে ফেসবুক নিয়ন্ত্রিত মেসেজিং সার্ভিস ওয়াটস অ্যাপ তাদের প্রত্যেকটি ব্যবহারকারীর মেসেজ চেক করাকে অসম্ভব বলে জানিয়েছে। কারণ নিরাপত্তার জন্য ওয়াটস অ্যাপে end-to-end এনক্রিপ্টশন সিস্টেম ব্যবহৃত হয়। তবে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে বলে জানিয়েছে ওয়াটস অ্যাপ।

৭) প্রেস কনফারেন্স করেছেন Logan Paul এবং KSI

জনপ্রিয় এবং বিখ্যাত দুজন ইউটিউবার Logan Paul এবং KSI আগষ্ট মাসে ম্যানচেস্টার এরিনাতে একটি বক্সিং ফাইটের আয়োজন করেছেন। এ ব্যাপারে গত বুধবার একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। কিন্তু কনফারেন্স থেকে ওয়াক আউট করেন Logan Paul। উল্লেখ্য যে ইউটিউবার Logan Paul এর ব্যক্তিগত জীবন, তার বান্ধবী এবং তার ফ্যামিলিকে নিয়ে অনেক দিন ধরেই আক্রমণাত্বক বক্তব্য দিয়ে আসছেন ইউটিউবার KSI। আর তাদের এই দ্বন্ধ মেটাতে এই বক্সি ম্যাচের আয়োজন করা হয়েছে। ইউটিউবারের বক্সি ম্যাচটি বর্তমানে আমেরিকায় বেশ লোকজন আকর্ষণ করছে এবং অনেকেই মনে করছেন ভিডিও ব্লগাররা এই উপায়ে অনেক ভিউয়ার, অর্থ এবং নিজেদের পাবলিসিটি করতে পারেন।

৮) বেড়ে যেতে পারে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম।

সম্প্রতি গুগলের বিরুদ্ধে ইউরোপিয় ইউনিয়নের করা ৫ বিলিয়ন মার্কিন ডলারের জরিমানার কারণে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম বেড়ে যাওয়া প্রবল সম্ভাবনা রয়েছে। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হচ্ছে একটি ফ্রি অপারেটিং সিস্টেম এবং অ্যান্ড্রয়েডে গুগল একমাত্র সার্চ বিজ্ঞাপণ থেকেই আয় করে থাকে। কিন্তু ইউরোপিয় ইউনিয়ন জরিমানার পাশাপাশি অ্যান্ড্রয়েডে গুগলের সার্চ এবং ক্রোম অ্যাপস ব্যবহারের বন্ধের জন্য নির্দেশ দিয়েছে। তাই কিছুদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর দাম বাড়িয়ে দিতে পারে টেক জায়ান্ট গুগল। স্যামসং বা Huawei এর মতো বড় কোম্পানিগুলোর জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারের উপর চার্জ ধরা হতে পারে বলে ধরনা করা হচ্ছে এবং এই কারণে ভোক্তা পর্যায়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অ্যান্ড্রয়েড এর বিশ্বব্যাপী জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর কমদাম।

৯) Sierra Club এর সাহায্য নিয়েছেন ইলন মাস্ক

সম্প্রতি রিপাবলিক্যান ফান্ডরাইজিং কমিটিতে ৩৮, ৯০০ মার্কিন ডলার দান করেছেন ইলন মাস্ক। তার এই দানকে কেন্দ্র করে অনেক বার তিনি সমালোচনার মুখোমুখি হয়েছেন। আর ইলন মাস্ক এই সমালোচনা ম্যানেজ করার জন্য Sierra Club এর এক্সিকিউটিভ ডাইরেক্টর এর সাহায্য নিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। Sierra Club হচ্ছে একটি  Environmental Group এবং সংস্থাটির এক্সিকিউটিভ ডাইরেক্টর Michael Brune গত রোববার তার টুইটারে ইলন মাস্কের প্রতি সমর্থন জানিয়ে একটি টুইট করেছেন। তবে খবর পাওয়া গিয়েছে ইলন মাস্কের প্রতি সমর্থন জানানো এবং তাকে সাহায্য করার জন্য Sierra Club এর অনান্য সদস্যরা Michael Brune এর উপর ক্ষেপেছেন। এ ব্যাপারে Sierra Club থেকে কোনো অফিসিয়াল মন্তব্য পাওয়া যায় নি।

১০) Fortnite ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করে নিয়েছে।

নতুন এক রির্পোট অনুযায়ী জানা গিয়েছে যে Fortnite: Battle Royale গেমটি ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করতে সক্ষম হয়েছে।  রির্পোটে জানা যায় যে এই ফ্রি-টু-প্লে ভিডিও গেমটির এই পরিমাণের মুনাফা সম্পূর্ণ ভাবে এসেছে গেমটির in-game ক্রয়গুলোর থেকে। উল্লেখ্য যে গেমটির in-game কনটেন্ট ক্রয় করার পরেও কোনো প্লেয়ার গেমটিতে কোনো competitive advantage পান না।  উল্লেখ্য যে এই পরিমানের লাভের মাধ্যমে ভিডিও গেমটি গত বছরের ব্লকব্লাস্টার সকল হলিউডের ছায়াছবির আয়ের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। এদের মধ্যে রয়েছে Jumanji: Welcome to the Jungle, Spider-Man: Homecoming, Wonder Woman ইত্যাদি। এছাড়াও জনপ্রিয় মুভি সিরিজ Star Wars এর লেটেস্ট ছায়াছবি Solo এর থেকেও প্রায় দ্বিগুণের বেশি লাভ আয় করতে সক্ষম হয়েছে Fortnite।

এই ছিলো আজকের টেকবুমের সকল আয়োজন। নিয়মিত টেকনোলজি বিশ্বের ঘটে যাওয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর জানতে নিয়মিত ভিজিট করুন টেকটিউনস এ। সবাইকে আগামী টেকটিউনস টেকবুমে আমন্ত্রণ জানিয়ে আজকের টেকবুম এখানেই শেষ করছি।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস