প্রকাশিত হয়েছে Apple এর iOS 14 এর beta ভার্সন

সম্প্রতি প্রকাশিত হয়েছে Apple এর iOS 14 এর beta ভার্সন। যা ছিল iPhone এর পরবর্তী সফটওয়্যার আপডেট।

গত মাসে WWDC এর ইভেন্টে এই ভার্সনটিরই ঘোষণা দিয়েছিল Apple। নতুন এই আপডেটে এসেছে দারুণ দারুণ সব ফিচার। কিছু নতুন ফিচার হল, এখন হোম স্ক্রিনে Widget পিন করতে পারবে ব্যবহারকারীরা, App Library ফিচারের মাধ্যমে অ্যাপ গুলো আরও গুছিয়ে রাখা যাবে, এর চমৎকার একটি ফিচার হল App Clip এর মাধ্যমে পুরো প্রোগ্রামটি ইন্সটল দেওয়া ছাড়াই এর কিছু ফিচার ব্যবহার করা যাবে, তাছাড়া বাড়ানো হয়েছে ডিভাইসটির বিভিন্ন কর্মক্ষমতা।

যারা apple এর এই Public Beta ভার্সনটি ব্যবহার করতে চান তাদের প্রথমেই চলে যেতে হবে Apple beta Program এর ওয়েবসাইটে  এবং ডিভাইস অনুযায়ী আপডেট করে করে নিতে পারবেন। তবে এটি করার জন্য আপনাকে Apple beta Program এ সাইন-আপ করতে হবে, আগে থেকে সাইন-আপ করা থাকলে এবার সইন-ইন করুন।

সাইন-ইন বা লগইন করার পর 'Get Started' এ ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এটি  iOS, iPadOS, macOS, এবং tvOS অনুযায়ী আপডেট পেজে নিয়ে যাবে।

আপনি ডিভাইসটি আপডেট করতে চাইলে ইন্সট্রাকশন গুলো ফলো করুন এবং অবশ্যই আপনার ডিভাইসের ব্যাক-আপ নিয়ে নিন। কারণ আপনার ডাটা ডিলিট হয়ে যেতে পারে।

এখানে একটি কথা বলে নেয়া ভাল যে, iOS 14 এর বেটা ভার্সনটিতেও কিছু bug রয়েছে সুতরাং সব ডিভাইসে এই ভার্সনটি ভাল ভাবে নাও চলতে পারে।

Apple এর এই নতুন ভার্সনটিতে হোম স্ক্রিন কাস্টমাইজেশন করার পাশাপাশি প্রাইভেসি সিস্টেম আরও বাড়ানো হয়েছে, ডিফল্ট অ্যাপ চেঞ্জ করার ফিচার দেয়া হয়েছে যার মাধ্যমে আপনি সহজেই ইমেইল এবং ওয়েব ব্রাউজার অ্যাপ পছন্দ মত সেট করে নিতে পারেন। আরও দারুণ দারুণ সব ফিচার এসেছে যা আপডেট এর পরই দেখতে পারবেন।

Apple সাধারণত তাদের নতুন iPhone লঞ্চ এর সাথে মিল রাখতে, সর্বশেষ ভার্সন আপডেট Fall এর দিকেই দেয়।
-
টেকটিউনস টেকবুম - ১৪ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস