অবশেষে Tesla কনফার্ম করল তাদের বহুল প্রত্যাশিত ‘Battery Day’ এর তারিখ

Tesla তাদের বার্ষিক সভা এবং বহুল প্রত্যাশিত 'Battery Day' এর তারিখ কনফার্ম করছে। জানা গেছে আসছে ২২ সেপ্টেম্বর তাদের Fremont এর ফ্যাক্টরিতে দুইটি ইভেন্টই এক সাথে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি করোনা মহামারীর প্রভাব পড়েছে Tesla এর কত কোম্পানিতেও। প্রতিষ্ঠানটির বেশ কিছু কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হলে চীনে এবং ক্যালিফোর্নিয়ায় এর ফ্যাক্টরিগুলো বন্ধ ঘোষণা করা হয়। আর এজন্য পিছিয়ে যায় তাদের গুরুত্বপূর্ণ দুটি ইভেন্ট।

প্রায় অনেক দিন ধরেই কোম্পানিটি তাদের 'Battery Day' এর কথা বলছিল। যেখানে Electric Powertrain টেকনোলজি দেখানোর কথা এবং এটা নিয়ে কোম্পানিটি খুবই আশাবাদী। একই সাথে এই প্রযুক্তিটি দেখতে অধির আগ্রহে অপেক্ষা করছে Tesla এর হাজার হাজার কাস্টমার।

এখন পর্যন্ত এটি নিশ্চিত নয় যে এই ইভেন্টে আসলে কি দেখানো হবে তবে Tesla এর CEO, Elon Musk জানিয়েছেন Tesla ইতিহাসে এটি সবচেয়ে উত্তেজনাপূর্ণ ইভেন্ট হতে যাচ্ছে।

Tesla গত শুক্রবার নিশ্চিত করেছে একই সাথে, তাদের বার্ষিক বিনিয়োগকারী মিটিং এবং বহুল প্রত্যাশিত 'Battery Day'  ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

-
টেকটিউনস টেকবুম - ২২ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস