আলাদা হয়ে যেতে পারে TikTok এবং Bytedance কোম্পানি

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

Bytedance এর কিছু মার্কিন বিনিয়োগকারী TikTok এর শেয়ার কিনবেন কিনা তা নিয়ে চিন্তা ভাবনা করছেন।

বেশ কিছু দিন যাবত সব জায়গায় TikTok নিয়ে কথা বার্তা শুরু হলে এমনকি ভারতে TikTok ব্যান করা হলে, TikTok এর মুল কোম্পানি Bytedance, ভাবছে তারা কিভাবে এটি পরিচালনা করবে নাকি বিক্রি করে দেবে।

যেখানে যুক্তরাষ্ট্র সরকার TikTok নিষিদ্ধ করার কথা ভাবছে এবং যুক্তরাজ্যে ফেডারেল কর্মীদের TikTok ব্যবহারে সতর্ক করা হচ্ছে সেখানে বিষয়টি নিয়ে চাপে আছে Bytedance

সম্প্রতি White House এর অর্থনৈতিক উপদেষ্টা Larry Kudlow, পরামর্শ দেন TikTok  এর উচিত Bytedance কে ছেড়ে দেয়া এবং স্বতন্ত্র যুক্তরাষ্ট্রের কোম্পানি হিসাবে পরিচালিত হওয়া। কয়েকটি উৎস থেকে জানা গেছে Bytedance যুক্তরাষ্ট্রের কোন বড় প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছে TikTok বিক্রি করে দেবে। তবে সেটা যদি Snap হয় তাহলে বলা যায় অ্যান্টি-ট্রাস্ট ইস্যু নিয়ে আরও আলোচনা হতে পারে।

ছোট্ট বিনিয়োগকারীরা বাইটড্যান্সের শীর্ষ কর্মকর্তাদের সাথে এমন পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন। এই চুক্তিতে জড়িত মার্কিন বিনিয়োগকারীদের মধ্যে General Atlantic এবং Sequoia Capital অন্তর্ভুক্ত থাকতে পারে। Bytedance এর প্রতিষ্ঠাতা ও CEO, জাং ইয়িমিং বলেছেন তিনি এই জাতীয় বিক্রির বিরোধিতা করবেন না।

সম্প্রতি Axios এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, TikTok আগামী তিন বছরে তার মার্কিন কর্মী বাহিনীতে ১০, ০০০ কর্মচারী যুক্ত করবে।

-
টেকটিউনস টেকবুম - ৫ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস