Tesla টেক্সাসে নির্মাণ করবে তাদের সাইবার ট্রাক ফ্যাক্টরি

সম্প্রতি জানা গেছে Tesla তাদের চতুর্থ কার ফ্যাক্টরি স্থাপন করবে টেক্সাসের অস্টিনে।

Tesla এর CEO, Elon Musk জানিয়েছেন নগরীর দক্ষিণ-পূর্ব, বিমানবন্দরের গ্রামীণ সেনা জমিতে নির্মাণ করা হবে Tesla এর সাইবার ট্রাক ফ্যাক্টরি।

আরও জানা যায় ঘণ্টা প্রতি ১৫ ডলারের মজুরিতে ৫, ০০০ হাজার শ্রমিক নিযুক্ত করা হবে নতুন এই ফ্যাক্টরিতে।

Elon Musk আরও জানান, কসাডো নদীর তীরের এই জমিটি জনগণের বিনোদনের জন্যও উন্মুক্ত থাকবে।

টেসলায়, Elon Musk এর নেতৃত্বে এই পর্যন্ত যত গুলো সিদ্ধান্ত নেয়া হয়েছিল সব গুলো যেমন বিতর্কিত হয়েছে ঠিক তেমনি তাদের নতুন এই পদক্ষেপটিও নানা ভাবে বিতর্কিত হয়।

১৯৭০ সাল থেকে Dell, IBM, এবং 3M এর মত কোম্পানি গুলো অস্টিনে তাদের যাত্রা শুরু করেছিল আর এই জন্যই শহরটির জনসংখ্যা আজ আকাশ ছোঁয়া, তারই ধারাবাহিকতায় Tesla এখানে স্থাপন করতে যাচ্ছে তাদের বৃহৎ এই ফ্যাক্টরি।

ধীরে ধীরে বার্ষিক উৎপাদন বাড়িয়ে তুলাতে Tesla এর বাজার মূল্যায়ন আজ আকাশচুম্বী।

-
টেকটিউনস টেকবুম - ১১ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস