পদত্যাগ করেছেন intel এর চিফ ইঞ্জিনিয়ার, Murthy Renduchintala

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি জানা গেছে পদত্যাগ করেছে বিশ্বের অন্যতম সেমিকন্ডাক্টর কোম্পানি intel এর চিফ ইঞ্জিনিয়ার, Murthy Renduchintala।

জানা গেছে intel এর পরবর্তী জেনারেশনের চিপ উৎপাদনে বিলম্বের ঘটনায় প্রতিষ্ঠানটির শেয়ার কমে গেলে, প্রতিষ্ঠানটির লিডারশীপে এই ধরনের পরিবর্তন আসে।

সেমিকন্ডাক্টর শিল্পে অন্যতম একটি নাম ছিল Murthy Renduchintala। যিনি প্রায় ১২ বছর কাজ করেছেন Qualcomm এর প্রেসিডেন্ট হিসাবে এবং ২০১৫ সালে intel এ যোগ দেন। তিনি intel এর অন্যতম তিনজন ইঞ্জিনিয়ারের একজন ছিলেন, যারা দ্রুত পরিবর্তনশীল বাজারেও intel এর মর্যাদাকে ধরে রাখতে সাহায্য করেছেন।

অন্য দুইজন ইঞ্জিনিয়ারের মধ্যে একজন ছিলেন Jim Keller, যিনি apple সম্পর্কে অভিজ্ঞ ছিলেন এবং Tesla থেকে এসে intel এ যোগ দেন। আরেকজন ছিলেন বিশ্বের অন্যতম গ্রাফিক্স চিপ ডিজাইনার যিনি intel এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী AMD ছেড়ে intel এ এসে যোগ দেন।

intel গত মাসে ঘোষণা করেছিল প্রতিষ্ঠান ছেরে চলে যাচ্ছেন Keller। intel গত কয়েকদিন আগে Wall Street কে স্তম্ভিত করে, যখন তারা ঘোষণা দেয় নতুন পরিবর্তনে উৎপাদন সমস্যায় পড়েছে এবং নেক্সট জেনারেশন চিপ আসতে সময় লাগবে।

সম্প্রতি Intel এর CEO, Bob Swan ঘোষণা দিয়েছিলেন Murthy Renduchintala পদত্যাগ করবেন। একই সাথে সিলিকন ভ্যালির এই কোম্পানিটির লিডারশীপে এবং ইঞ্জিনিয়ার টিমের পরিবর্তনেও কথা উল্লেখ করেন তিনি।

জানা গেছে কোম্পানিটির উৎপাদন পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন Ann Kelleher এবং আর্কিটেকচার, সফটওয়্যার, গ্রাফিক্স দলের নেতৃত্ব অব্যাহত রাখবেন Koduri।

-
টেকটিউনস টেকবুম - ১৬ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস