সাইবার ট্রাক বাজারে বিক্রি না হলে সাধারণ পিক-আপ ট্রাক বানাবে Tesla

একটি সাক্ষাৎকারে Elon Musk বলেছেন যদি Cybertruck বিক্রি না হয় তাহলে Fallback Strategy অনুযায়ী Tesla সাধারণ পিক-আপ ট্রাক বানানো শুরু করবে।

Tesla এর সাইবার ট্রাক ডিজাইনটি ছিল পিক-আপ ট্রাক মার্কেটের অন্যতম একটি সৃষ্টি। স্টেইনলেস স্টিলের তৈরি এমন ডিজাইন এর আগে বাজারে দেখা যায় নি। Elon Musk জানান, তিনি এমন কিছু তৈরি করছেন যা দেখে মনে হবে সেটা তিনি কোন সাইন্স ফিকশন মুভি থেকে নিয়ে এসেছেন।

Elon Musk  বলেন, এই ডিজাইনটি নিয়ে কোন ভোক্তা গবেষণা করা হয় নি। এই পদক্ষেপটি বাকি ট্রাক মার্কেট গুলো থেকে আলাদা এবং সম্ভাব্য ক্রেতাদের সাথে এটিকে ব্যাপক পরীক্ষা করা হচ্ছে।

তার আরেক সাক্ষাৎকারে Elon Musk বলেন, যদি মানুষ জনের কাছে সাইবার ট্রাকের ডিজাইনটি একেবারেই অস্বাভাবিক মনে হয় বা তারা এটি কিনতে অর্থ প্রদান না করতে চায় তাহলে তাদের ব্যাকআপ প্ল্যানও রয়েছে।

তিনি আরও বলেন, ''আমি মনে করেছিলাম এটি সম্পূর্ণ ব্যর্থ হতে পারে, কিন্তু আমাদের ব্যাকআপ প্ল্যানও রয়েছে''।

যদি Tesla আসলেই সাইবার ট্রাক না বানায় তাহলে যারা ইতিমধ্যে প্রি-অর্ডার দিয়ে রেখেছিল তাদের নিয়ে কি পরিকল্পনা করা হয়েছে এ ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিয়েছে Elon Musk।

তিনি জানান মাত্র ১০০ ডলার দিয়ে যেকেউ সাইবার ট্রাকের প্রি-অর্ডার দিতে পারবে, এবং তাদের এই আমানত ফেরত-যোগ্য।

নভেম্বর Elon Musk এর টুইট অনুযায়ী সাইবার ট্রাকের প্রি-অর্ডার ছিল প্রায়, ২৫০০, ০০০ এর মত।

Tesla পরিকল্পনা করছে সাইবার ট্রাক বাজারে না চললে তারা সাধারণ পিক-আপ ট্রাকের দিকে মনোযোগ দেবে। কারণ পিক-আপ ট্রাক গুলো যুক্তরাষ্ট্রের বাজারে আধিপত্য বিস্তার করেছে।

সর্বশেষ Tesla CEO, Elon Musk জানান, এখনো Tesla এর সামনের বছর সাইবার ট্রাক চালু করার লক্ষ্যে রয়েছে।

-
টেকটিউনস টেকবুম - ২৯ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস